নতুন ও সুন্দর ফিচারসহ সম্প্রতি রিলিজ পেল Zorin-OS-9-Core

গত ১৫ জুলাই'১৪ তে মুক্তি পেল Zorin-OS-9-Core । যারা উইন্ডোজের  পরিবর্তে  লিনাক্স ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার এবং বেশ User-friendly   Distro হচ্ছে  Zorin-OS-9-Core। Zorin-OS-9-Core-এ সংযুক্ত হয়েছে  নতুন ও সুন্দর  কিছু ফিচার। তাহলে আর দেরি কেন?  নিচের ইমেজ (ফ্ল্যাশ) গুলো থেকে দেখে নিন  Zorin-OS-9-Core-এর ডেক্সটপ এনভাইরনমেন্ট...
ZorinOS সম্পর্কে বিস্তারিত জানতে ও ZorinOS-9-Core-এর ISO ফাইল ডাউনলোড করতে ZorinOS-এর অফিশিয়াল সাইট ব্রাউজ করুন: http://zorin-os.com/
এটি প্রথম প্রকাশিত হয়েছে আমার সাইটে।

বিঃ দ্রঃ ইমেজ (ফ্ল্যাশ) গুলো মজিলা দিয়ে দেখতে না পারলে ইন্টারনেট এক্সপ্লোরার বা ক্রোম ব্যবহার করুন।

Level 0

আমি মুহাম্মদ মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করবার জন্য।

Assalamu Alaikum, Vhai ubuntu 14.04 LTS e banglalionwimax er driver kivabe install korbo ?? Minhaj vhai er ekta developed apps install kore ager gulote use kora geleo seta 14.04 e kaj korche na. ami khub valo ubuntu user na. majhe majhe virus er jalay othistho hoye ubuntu use kora suru kori, kintu koyek diner moddhei abar pire jete hoy…. please help me to being a contineuous user of ubuntu. 🙁

    ওয়ালাইকুমুস সালাম,মামুন ভাই। মিনহাজ ভাইয়ের পদ্ধতি ছাড়া আমার আর কোন পদ্ধতি জানা নাই। আমার বাংলালায়ন মডেম উবুন্টু ১৪.০৪-এ মিনহাজ ভাইয়ের পদ্ধতিতেই কানেক্ট করেছি। অবশ্য এখন D-LINK এর মডেমে TELETALK 3G ব্যবহার করি। এটাই সবচেয়ে ভাল মনে হয়েছে। ধন্যবাদ।