আজকে আমি আপনাদের সাথে কিছু ভাল ভাল Ubuntu Theme কালেকশন শেয়ার করব। Ubuntu অপারেটিং সিস্টেম সবার কাছে অতি পরিচিত নয়। বতমানে Microsoft Windows ও Mac OS ডোমিনেইট করতেছে। যদিও প্রাথমিক অবস্থায় Ubuntu ব্যবহার করা খুবই কঠিন তবুও এটি একটি অসাধারণ অপারেটিং সিস্টেম। যারা এটা চালিয়ে দেখেননি তারা যত দ্রুত সম্ভব এটা চালিয়ে দেখেন। আমি এটা চালিয়েছি আমার এক বন্ধুর পিসিতে। আর সত্যি বলতে কি এটা ছিল অসাধারণ। আজ আমি কিছু নিয়ে এসেছি যা আপনাদের সাথে শেয়ার করব। আমি মনে করি আপনার এই থীমগুলি খুবই পছন্দ করবেন।





Download Linux Mint Theme for Ubuntu


Download chris0-OSX-Black Theme

Download ubuntu Royale blue theme


Download Clearlooks metallico theme




Download Burnt Orange Ice Theme


আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
থিম গুলো ইন্সটল করতে পারছি না।একটু বলবেন প্লিজ।