উবুন্টু তে মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করুন এবং কিছু ইন্সটলেশন

উবুন্টু তে মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার খুবই সহজ যদি আপনি পদ্ধতি টা জানেন। এর জন্য আপনাকে কোন পিসি স্যূট কিংবা আলাদা কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে না। শুধু সাধারন কিছু স্টেপ ফলো করুন।  আমি আপনাদের বোঝার স্বার্থে ছবি দিয়ে দেখাচ্ছি। স্ক্রিনশট উবুন্টু দিয়ে তোলায় সাইজ একটু বেশী হয়েছে।

প্রথমে ব্লুটুথ মেনু তে গিয়ে Set Up new device.. এ ক্লিক করুন। [আপনার ফোনের ব্লুটুথ আগে থেকে অন করে রাখবেন]

এখন ব্লুটুথ ম্যানেজার আপনার ডিভাইস টি সার্চ করে দেখাবে। ছবিতে দেখুন .ডিভাইস সিলেক্ট করে ফরোয়ার্ড করুন

এবার ব্লুটুথ ভ্যারিফিকেশন করতে হবে। আপনাকে একটা কোড দেখাবে ক্রিনে। সেটা ফোনে পপ আপ হওয়া ফিল্ডে লিখতে হবে। ঠিক মতো লিখলে নিচের মতো স্ক্রিণ আসবে। সেখানে আপনাকে Access the internet using your mobile phone(DUN) লেখা ফিল্ড টা সিলেক্ট করতে হবে।

এবার আপনার ফোনে এক্সেস চাইবে। ইয়েস করলে নিচের মতো একটা উইন্ডো আসবে, এখানে ফরওয়ার্ড করুন

এরপর আপনাকে দেশ সিলেক্ট করতে বলবে। বাংলাদেশ খুঁজে বের করে সিলেক্ট করুন এবং ফরোয়ার্ড করুন

এরপর দেশ অনুয়ায়ী আপনাকে মোবাইল ফোন অপারেটর দের লিষ্ট দেখাবে। আমি গ্রামীনফোন ব্যবহার করি। তাই সেটা সিলেক্ট করলাম। আপনি অন্যকোনটা ব্যবহার করলে সেটা সিলেক্ট করতে পারেন

এরপর নিচের উইন্ডো আসবে। এখানে করার তেমন কিছু নাই। যেভাবে দেখানো হয়েছে সেটা ফলো করে ফরোয়ার্ড করুন

এবার দেখাবে সেটাপ সাক্সেস্ফুল। এবার দেখুন নিচের ছবিটা খেয়াল করুন। দেখুন নেটওয়ার্ক মেনুতে আপনার ফোন অপারেটর এর নাম এসেছে।সেখানে ক্লিক করুন

সামান্য লোড নিয়ে দেখাবে কানেক্টেড। ব্যাস যুক্ত হয়ে গেলেন ইন্টারনেট বিশ্বের সাথে।

----------------------------------------------------
ইন্টারনেটের সাথে কানেক্টেড তো হলেন। এখন কথা হলো গান ও তো শোনা দরকার। সাথে কিছু মুভি হলে মন্দ হয়না। কিন্তু সেজন্য কিছু প্যাকেজ এবং সফটওয়্যার এর দরকার পরবে

আসুন আগে মিউজিকের ব্যবস্থা করি।গান ছাড়া কি দিন চলে?Tongue

আপনার হার্ডাইভ থেকে যে কোন একটা মিউজিক ফাইল এ ডাবল ক্লিক করুন। আমি আমার অনেক প্রিয় একটা গান,আর্টসেল এর ঘুনে খাওয়া রোদ সিলেক্ট করেছি। এবার প্লেয়ার ওপেন হবে।

প্লেয়ারে আপনাকে একটা এরর দেখাবে যে প্রয়োজনীয় প্লাগিন নেই। এখানে আপনাকে একটা সার্চ অপশন সেবে। সার্চে ক্লিক করুন

এবার সার্চ করে আপনাকে ৪ টি প্লাগিন এর একটা লিষ্ট দেবে। ছবিতে খেয়াল করুন। চারট প্লাগিনই আগে থেকে সিলেক্ট করা থাকবে। আমি তিনটা সিলেক্ট করেছি ।সেই তিনটা সিলেক্ট করুন। আপনি ৪ টাই সিলেক্ট করতে পারেন। তবে সমস্যা হলো যেটা আমি বাদ দিয়েছি,সেটার সাইজ অনেক বড় এবং ওইটা সাধারনত মিউজিক প্লেতে লাগে না।

এবার আপনি ইন্সটল এ ক্লিক করুন। আপনাকে একটা সিকিউরিট ওয়ার্নিং দেবে। এটা উবুন্টুর সিকিউরিট সিষ্টেম এর কারনে হয়। ভয় পাবেন না। কনফার্ম ক্লিক করুন

এবার আপনার কাছে আপনার উবুন্টুর পাসওয়ার্ড চাইবে। এটা আপনার পিসির নিরাপত্তার জণ্য দেয়া। আপনি উবুন্টু ইন্সটল এর সময় যে পাসওয়ার্ড টা দিয়েছিলেন সেটা দিন। এবং অথেন্টিকেট এ ক্লিক করুন

এবার দেখুব প্লাগিন গুলো ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনার ডাউনলোড স্পিড এর ওপর ডিপেন্ড করবে এটা ডাউনলোড হতে কতো সময় লাগবে

এবার আবার মিউজিক ফাইলে ডাবল ক্লিক করুন আর শুনতে থাকুন মিউজিক। গানের তালে তালে ইন্টারনেট ব্রাউজ করতে থাকুন আর চিনতে থাকুন ওপেন সোর্স জগৎ টাকে

----------------------------------------------
উবুন্টু তে বাংলা লেখার তেমন ভালো কোন সলিউশন বের করতে পারিনি এখনো।অনেকেই এ ব্যাপারে জানতে চেয়েছেন।তাদের কাছে সরি বলছি কারন আসলে আমি এটা নিয়ে তেমন কার্যকরী কোন সলিউশন পাইনি।অভ্রর উবুন্টু ভার্শনটা শুধুমাত্র 9.10 এ চলে।পরের গুলোতে ঠিক মতো কাজ করে না।তাই আপনাদের জন্য তেমন কিছু করতে না পারলেও সামান্য কিছু করেছি।কিছুদিন আগে একটা ভার্চুয়াল কীবোর্ড বানিয়েছিলাম অভ্র লেয়াউট এ।আপনার সেটা অনলাইনে ব্যবহার করে দেখতে পারেন। ভালো কোন সলিঊশন না পাওয়া পর্যন্ত এটা থেকে কপি পেষ্ট করে চালাতে পারেন।

http://cdn.oritro.com/bk 

উবুন্টুর জন্য অভ্রর লেয়াউট এর কাছা কাছি একটা লেয়াউটে একটা প্যাকেজ বানাচ্ছি।এখনো পর্যন্ত ১১.০৪ এ ভালো মতো কাজ করেছে।যদি ঠিক ভাবে সমাপ্ত করতে পারি,খুব শীগ্রই সেটা আপনাদের সামনে আনতে পারবো

 
-----------------
এবার ছোট মুখে কিছু বড় কথা বলি।আমরা ওপেন সোর্স প্রোগ্রামার রা সবসময় চেষ্টা করে যাচ্ছি মানুষকে বিনামূল্যে ভালো কিছু দেয়ার।যারা হ্যাকার সিরিজের তৃতীয় মুভিটা "অ্যান্টিট্রাষ্ট" দেখেছেন সেখানে প্রোগ্রামার মাইলো একতা কথা বলে যে যার বাংলা অর্থ "মানুষের মেধা মানুষের প্রতি"। ,সকল প্রোগ্রামার এবং সফটওয়্যার ডেভোলপার দের প্রতি অনুরোধ থাকবে আপনারা টাকা দিয়ে কিনতে হয়ে এমন(প্রিমিয়াম) প্রোগ্রাম বানানোর পাশাপাশি ওপেন সোর্স প্রোগ্রাম ও বানান।মানুষ কে ওপেন সোর্স জিনিস ব্যবহার করতে উৎসাহিত করুন।

Level 0

আমি asas xcxc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বেশ তথ্যবহুল পোস্ট… উবুন্টুতে ব্রডব্যান্ড ছাড়া কখনো মোবাইল দিয়ে ইন্টারনেট চালাইনি বা চেষ্টাও করিনি। কখনো প্রয়োজন এ পড়লে কাজে লাগবে। ধন্যবাদ অরিত্র ভাই।

valo laglo thankx

Level 0

এটা তো ল্যাপটপের কথা বললেন, ডেস্কটপে তো ব্লুটুথ ডিভাইস লাগবে সেটা কিভাবে ইন্সটল করব?

এটা ডেক্সটপেই করা।বাজারে গিয়ে কোন একটু ইউ এস বি ব্লুটুথ ডিভাইস কিনে আনুন।সেটা ইউ এস বি পোর্টে লাগান।ব্যাস হয়ে গেলো। 😛 সিম্পল

Level 0

daun donnobad aita janlam, bolte ki paren kevabe qubee shuttle use korbo linuxE ?

ভাঈ বাংলালিংক মডেম কীভাবে ঈন্টল দেওয়া যায় তা একটু বললে উপকার হতো Or Blutoth ছারা কীভাবে মডেম এর লাইন দীতে পারবো ,,,এই বীষয়ে একটু বইলেণ…Thankyou

ভাই, বাংলা লেখা তো খুবই সহজ। কিচ্ছু করতে হয় না।
sudo apt-get install ibus-m17n
ব্যস, তারপর iBus Preference এ input method ট্যাবে গিয়ে Bengali-unijoy সিলেক্ট করে দিলেই হলো ! এরপর কোথাও বাংলা লিখতে হলে Ctrl+Space চাপলেই বাংলা লেখা যাবে। আমি এমনকি ফোল্ডার, ফাইলের নাম পর্যন্ত বাঙলায় দিই।

    @নূরে আলম: ব্যাপারটা হল আপনি যদি ইউনিজয়ে লিখেন তাহলে এভাবে হবে। অভ্রতে লিখলে এভাবে হবে না।
    BTW: আমার বাংলা লিখতে তেমন কিছুই করা লাগে না। এমনকি উবুন্টু লাইভ সিডি থেকেও অনায়েসে বাংলা লিখি — কারণ আমি প্রভাত লেআউটে বাংলা লিখি যা উবুন্টুসহ বেশিরভাগ লিনাক্স ডিস্ট্রোতেই বিল্ট ইন থাকে। প্রভাত লেআউটটি ইউনিজয়ের মতই ফিক্সড লেআউট ফলে ফোনেটিকরে মত বেশি কী প্রেস করতে হয় না। এই লেআউটের বেশ অনেকগুলো কী-ই প্রায় ফোনেটিকের মত। যেমন k=ক, K=খ, b=ব, B=ভ, d=ড, D=ঢ, m=ম, M=ঙ, ইত্যাদি।