Low Disk Space Recovery Drive সমাধান

হ্যালো টিউনার বন্ধুরা সবাই কেমন আছেন? আশাকরি ভালোই আছেন আবার নতুন একটি টিউন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আজকে কথা বলবো এইচপির ব্র্যান্ডের অরজিনাল উইন্ডোজ সহ যেই নোটবুক গুলো আশে ওই নোটবুক গুলোর একটি সমস্যা নিয়ে।

 

সাধারণত যখন নতুন কোন নোটবুক কিনেন নোটবুকের সাথে অরিজিনাল উইন্ডোজ আসে যেটা কিনা খুবই ভালো একটা
ব্যাপার, তো অনেক সময় দেখা যায় যে অরজিনাল উইন্ডোজ আছে সেটার একটা রিকভারি ড্রাইভ থাকে হার্ডডিস্ক
এ, তো সবকিছু ঠিক ঠাক থাকার পরে ও আমরা অনেকে একটা সমস্যা  পেয়ে থাকি হঠাৎ করে, যেমন একটা মেসেজ দেখায়  যে খানে লিখা থাকে

 

উপরের মতো করে মেসেজ দিলে তখন সাধারণত আমরা কি করবো? বা আমরা এটা কিভাবে সমাধান করবো বা এটা কেন দেখায়? আসুন আগে উত্তর খুঁজি পরে সমাধান করবো।

১- আগে যেনে নেয়া যাক এটা কেন দেখায়? (উত্তর) আপনার উইন্ডোজ এর সিস্টেম এর কোন আপডেট যেটা কিনা রিকভারি ড্রাইভে আছে আর সেটা আপডেট নিতে গিয়েই যখন ফুল এর কাছা কাছি হয়ে যায় তখনি এই মেসেজ দিতে থাকে।

২- সাধারণত আমরা কি করবো? বা আমরা এটা কিভাবে সমাধান করবো?  (উত্তর নিচে দেখুন। )

আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার

তো দেখলেন প্রবলেম কি একটা স্ক্রিনশট তো চলুন আমরা এটা কিভাবে সংশোধন
করব একটু দেখি

 

প্রথমে আপনি রান কমান্ডে যাবেন সেখান থেকে আপনি টাইপ করবেন?

diskpart (press enter)
list volume (press enter)
select volume d or type your volume letter & (press enter)
remove letter=d or type your volume letter (press enter)

 

আপনাদের সুবিধার জন্য আমি এখানে শুরু থেকে দেখিয়ে দিলাম কিভাবে RUN COMMAND মাধ্যমে আপনার নোটবুক Low Disk Space Recovery Drive মেসেজ পুরোপুরি বন্ধ করবেন সাথে ভিডিও সহ, যদি আপনার এটা বুঝতে কোন প্রবলেম হয় আমি নিচের ভিডিও টি  দিয়েছি, আপনি বা আপনারা চাইলে ভিডিওটি থেকে আপনি আপনার প্রবলেমটা সমাধান করতে পারেন।

 

আজ এই পর্যন্তই টিউনটি, আশাকরি উপকৃত হবেন, আর যেকোন সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে লিঙ্ক দেয়া আছে, যদি কোন ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর টিউমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ।

 

 

https://www.facebook.com/younustech

Level 3

আমি মোহাম্মাদ ইউনুছ। Support Engineer, Hardware Support Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস