
আমি সব সময় ল্যাপটপ এ খেলব না, যখন মনে চাবে তখন, কিন্তু আমি স্ট্যান্ড বাই সুবিধা রাখতে চাই ।আমার থ্রিডি মনিটর ক্রয় করার ইচ্ছা ছিল কিন্তু ল্যাপটপের বাজেটের কথা চিন্তা করে সাথে আরও আনুষাঙ্গিক বাজেটের ক্যাচালে এটা বছর কয়েক পিছিয়ে দিয়েছি । 
তাই ল্যাপটপের থ্রিডি ডিসপ্লে পেলে সুবিধা হয় কিন্তু আমার বাজেট ১ সর্বোচ্চ । 
তাই সম্ভবত পাব না । আইডিয়া থাকলে জানাবেন ।
কোর আই৫ এর সাথে কোর আই৭ এর পাথর্ক্য তো খুব বেশী না । তো কোর আই৫ ই যথেষ্ট হবে ! বুঝতে পারছি না । যদি দামের খুব পার্থক্য না থাকে ও পারফরম্যান্স আর অবশ্যই বাজেটের মধ্যে তাহলে সঠিক টি গ্রহন করতে চাই ।
আমি ৩ কি ৪ বছর ল্যাপটপ আপডেট দিতে পারব না । 
ম্যাক নিতাম গতবছরই কিন্তু গেইম সাপোর্ট নাই তো আমিও নাই । 
৮ জিবি আমি সাজেস্ট করেছি ৩-৪ বছর ব্যবহার হবে না বিধায় আপনার কি মনে হয় এটি যথেষ্ট !
আমি আবার সখে ভিডিও এডিটিং করি, গরীবের ঘোড়া রোগ আর কি । এইবার যদি ল্যাপি কিনি তাহলে তা সম্ভবত ডেস্কটপ থেকে শক্তিশালী হবে তাই গ্রাফিক্সের কাজ যদি করতেই হয় তাতেই করব ।
তাই রেম এর বিচার করা সঠিক হতে হবে সাথে গ্রাফিক্স কার্ডও ।
থ্রিডি যদি ১ এর মধ্যে কাভারেজ না হয় । তাহলে ফুল এইচডি ছাড়া গতি নাই । 
ডিভিডি এর জায়গায় ব্লুরে রাইটার হলে কেমন হবে ? এটার কি খুব প্রয়োজন আছে । না মানে বুঝতে পারছি না, এডভান্সড প্রযুক্তি রাখা কি যুক্তিযুক্ত হবে কি না । আপাতত কালে ভদ্রে ভ্রমনে গেলে ডিভিডি পেলে চালাই .. খুবই রেয়ার । এখন ভবিষ্যতে কি ডিভিডি এর জায়গায় ব্লুরে নিবে কিনা ? কারন সিডি এর জায়গায় ডিভিডি নিয়েছে সেই চিন্তাটা মাথায় ঘুর পাক খাচ্ছে । কারন গেইম ইনস্টল আপাতত ডিভিডি দিয়ে করছে কখনও গেইম ব্লুরে তে পাই নাই বা ক্লাউড কোড পেয়েছি ।
দ্রুত পিসি আমি পছন্দ করি, দ্রুত কপি পেষ্ট আমার ভাল লাগে, কারন আমি বেকআপ নিয়ে থাকি ফাইল এর,ক্লাউড বা ইন্টারনাল হার্ডডিস্ক এর উপর ভরসা করি না ।
এসএসডি সম্বলিত বাড়তি হার্ডডিস্ক এর আদতেও কি প্রয়োজন আছে ?
ওজন ২ কেজী হলে ভাল হয়
২.৫ এর উপর উঠতে চাচ্ছি না । ৩ কেজি এর উপর অবশ্যই না ।
ওজনটা বড়ই ফ্যাক্ট করে, ভ্রমনে 
আমি ল্যাপী গরম হওয়া দুই চোখে পছন্দ করি . এইচপি ৩-৪ বছর ভাল সার্ভিস দিয়ে এইভাবেই নষ্ট হয়েছে তাই । হিট সিঙ্ক করার প্রযুক্তি বিল্ট ইন থাকলে ভাল হয় 
-প্রসেসর, চাহিদা অনুযায়ী , তবে ইন্টেল এর পাশাপাশি এএমডি এর ব্যাপারে একটু সাজেশন দিলে উপকৃত হব
-রেম, চাহিদা অনুযায়ী
-গ্রাফিক্স কার্ড ভাল চাই, তবে এনভিডিয়া আশা করছি কিন্তু সব মিলে গেলে গ্রাফিক্স কার্ড এনভিডিয়া না হলে এই মার্ককে ওভারলুককরতে রাজী আছি । এর নিজস্ব রেম এর দিকে নজর দেওয়ার দরকার আছে কি ?
-ওজন যত কম হয়
-থ্রিডি ক্যাপাবিলিটি... এ থাকলে ভাল হয় (যদি বাজেটের কাভারেজ এ পরে)
-ব্লু রে ড্রাইভার থাকলে ভাল হয় + যদি বাজেটের এর কাভারেজ এ থাকে
-হিট সিঙ্ক প্রযুক্তি থাকলে ভাল হয়
-আপগ্রেড করার সুবিধা থাকলে ভাল হয়
-এইচডিএমআই পোর্ট থাকলে ভাল হয়
-সাউন্ড উন্নত থাকলে ভাল হয়
-ওয়ার্কআউট এর সময় শব্দ কম হলে ভাল হয়
-Full HD ১৪বা ১৫ বা ১৬ ইঞ্চি হলে ভাল হয়, ১৫ই বেস্ট মনে হয় কি বলেন ? গেইম বা মুভি দেখার জন্য, হঠাত হঠাত । 
-হার্ডডিস্ক চাহিদা অনুযায়ী তবে কমপক্ষে ৫০০ জিবি থেকে ৭৫০ থাকতেই হবে । ১টেরা হলে ভাল হয়, এস এসডি হার্ডডিস্ক অপশনাল ।
-Flash Cache কতটুকু গুরুত্বপূর্ণ ? একি ডাটা কপি পেষ্ট এ কিছুটা প্রভাব ফেলবে ? বাজেটের সাথে এটি সহনীয় কিনা ?
- ব্যাটারী ............
এইটা যদি না পাই মন মত ঐ ল্যাপীই কিনব না
আমি কমপক্ষে 4-৯ ঘন্টা ব্যাকআপ চাই
ওয়ারেন্টি কি ধরনের হওয়া উচিত তা নির্ভর করে কোম্পানী বা মার্ক এর উপর, এই ব্যাপারেও সাজেশন চাচ্ছি । আমি চাই না ২ বছর পর পর ই সাধারনত ওয়ারেন্টি সময় পার হবার পর পরই ঘন ঘন রিপেয়ার করাতে হয় । আমি শান্তি চাচ্ছি । 
ওয়াইফাই বা ব্লুটুথ নিয়ে মাথা ব্যথা নাই ।
আমি ক্রয় করব এই বছরের শেষের দিকে মানে অক্টোবর এর আগে । :) তখন কি দাম কমার সম্ভাবনা আছে কি ? এর আগেই আমি টার্গেট করে রাখতে চাই কয়েকটা ল্যাপী । :)
বাজেট সর্বোচ্চ ১ --- সর্ব নিম্ন যত পিছনে যাওয়া যায় । 
একটি ভাল প্রতি মন্তব্য আশা করছি । 
বুঝি আমার ইচ্ছা ও চাহিদা ব্যাপক । যা বলার বললাম দেখি... উত্তর আসে ।
১৬. ১২ ই জুন, ২০১৩ সকাল ৭:১১
আর সবাই কেমন আছেন ? আমি টিউনার না হলেও সবার শেয়ার করা তথ্য পড়ি, ভাল লাগে ।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Amar profile e dhuke dekhen. Amar laptop ti apni jerokom chan onekta temoni.