হার্ডকোর গেমার এবং শুধু মাত্র ভাব দেখানোর জন্য যারা ল্যাপটপ ক্রয় করেন নি – শুধু মাত্র তারাই দেখুন

সকল ধরনের গ্রাফিক্সের কাজ যেমন: থ্রিডি ডিজাইন , ভিডিও এডিটিং ইত্যাদি কাজের জন্য দরকার ভাল মানের ল্যপটপ ।
আর যদি সাথে থাকে হার্ডকোর গেইমিং এর সখ, তাহলে তো কথাই নেই।
একটা গেইমিং ল্যাপটপ কিনলেই সব কাজ অনায়াসে করা যায়।
অবশ্যই ডেক্সটপ এর সাথে ল্যাপটপ এর তুলনা চলে না । সেই দিকে না যাই,
যেহেতু একটা ল্যাপটপ  আমি কিনতে চাচ্ছি এবং আপনাদের সাহায্যের জন্যই আমি টেকটিউনস এর সরনাপন্য হলাম ।

কোন মডেল কিনলে ভাল হবে তা আপনারা আপনাদের অভিজ্ঞতার মাধ্যমে দয়া করে শেয়ার করলে অনেক উপকৃত হতাম।
দুই বছর এর বেশি হবে টেকটিউনস এর সথে আছি , সেই হিসাবেও তো এই টুকু সাহায্য পেতে পারি । :-p

যাই হোক, আমার যা যা দরকার এবং বাজেট বলি।

#বাজেট : ৮০০০০-৮৫০০০ টাকা

#কনফিগারেশন :

প্রসেসর : Intel Core i7 3rd generation হতে হবে
RAM : 8 GB 1600 MHz DDR3 , তবে 4GB হলেও চলবে যদি upgrade করা
যায়
cach memory: 6 MB L3 cache
গ্রাফিক্স কার্ড : 2 GB
Hard Drive : 1 TB হতে হবে
Display : মিনিমাম 15.6"

এই বাজেটের মধ্যে কোন মডেল এর ল্যাপটপ কিনলে ভাল হবে?
আমি চাচ্ছি HP এবং DELL এর মধ্যেই থাকতে।

আইডিবি থেকে আমি একটা মডেল চয়েজ করেছি-
মডেল টা হচ্ছে - HP ENVY m6-1201tx
এটায় শুধু একটাই সমস্যা ,,,,,4GB RAM । ওরা বলতেছে 4GB আলাদা লাগিয়ে নিলেই হবে। কিন্তু এই মডেল এ 8GB পর্যন্ত আপগ্রেড করা যাবে কিনা তা ঠিক বলতে পারতেছিনা। HP এর অফিসিয়াল ওয়েবসাইট এ 8GB পর্যন্ত আপগ্রেড করা যাবে কিনা বলে নাই ।
#আপগ্রেড করা যাবে কি?????
# HP ENVY m6-1201tx এর অফিসিয়াল Specifications:
dddddd

  • Product Name : m6-1201tx
  • Product Number : C9M54PA
  • Microprocessor : 2.2 GHz Intel Core i7-3632QM
  • Microprocessor Cache :6 MB L3 cache
  • Memory : 4 GB 1600 MHz DDR3
  • Video Graphics : AMD Radeon HD 7670M (2 GB DDR3 dedicated)
  • Display : 15.6" diagonal HD BrightView LED-backlit (1366 x 768)
  • Hard Drive : 1 TB 5400 rpm SATA
  • Multimedia Drive : SuperMulti DVD Burner
  • Network Card :Integrated 10/100/1000 Gigabit Ethernet LAN (RJ-45connector)
  • Wireless Connectivity: Bluetooth ;802.11b/g/n
  • Sound : 2 x Beats Audio Internal speakers; Beats Audio Audio
    playback; Dual speakers with subwoofer
  • Keyboard : Full-size island-style keyboard with integrated numeric
    keypad
  • Pointing Device: : TouchPad supporting multi-touch gestures and on/off button
  • PC Card Slots : Multi-format digital media card reader for secure digitalcards & multimedia cards
  • External Port :
    1. 3 SuperSpeed USB 3.0
    2. 1 HDMI
    3. 1 VGA
    4. 1 RJ-45
    5. 1 Headphone-out/microphone-in combo jack
  • Dimensions : 37.95 x 25.07 x 2.65 cm
  • Weight : Starting at 2.4 kg
  • Power : 90W AC power adapter
    6-cell Li-Ion
  • What's In The Box : HP TrueVision HD Webcam with integrated dual array
    digital microphone (High Definition low-light)
  • Operating System : Windows 8 64 bits

এটার দাম কম্পিউটার সোর্স এ 84000 বলছে । RAM 4 GB থেকে 8 GB করা গেলে এটাই নিব ইনসাল্লাহ্ । আমি 8 GB চাওয়াতে ওরা বলছে , 4 এর সাথে 4 এড করে নিলেই হবে।
ওয়েবসাইট ঘাটা-ঘাটি করে দেখলাম Memory slots
2 user accessible। , 4 GB 1600 MHz DDR3 (1 x 4 GB)।
(1 x 4 GB) এর অর্থ কি?এর মানে কি আমি 8 GB ই ব্যবহার করতে পারব?
এখন বলেন আপনাদের মতামত কি?
অথবা, আপনাদের সাজেশন কোন মডেল?
আপনারাই বা কোন মডেল ব্যবহার করেন?

mail : [email protected]

Level 2

আমি মেসবাহ্ উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

from :swarupkati,pirojpur,barisal Study :govt science college Tejgaon,dhaka 1215 mobile :+8801736251716 Facebook:http://facebook.com/MESBAHWORLD


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া বাজেট কি ৪০০০০-৪৫০০০ নাকি ৮০০০০-৮৫০০০ । ৪০০০০ হলে i7 এর কথা ভুলে যান ।

Kh ফয়সাল uni “৪০০০০-৪৫০০০” lekhen ni,80000-85000 taka likheyechhen,valokore dekhen

apni je model ta dekhesen etai better hobe.ram barano jabe.(2*4)kore nilei hobe.tobe original naki ta dekhe niben.thanks

Level 0

http://asia.cnet.com/product/sony-vaio-f-core-i7-2670qm-processor-2-2ghz-8gb-ram-45832655.htm

4 month use from singapore.
If u interested then see u can call me 01673127679

    @oviroy: আমার i7 দরকার ছিল…কমেন্ট করার জন্য ধন্যবাদ

এখন ৬৫০০০ হাজার টাকায় তো CORE I 7 সাথে 6+2GB RAM ও গ্রাফিক্স কার্ড পাওয়া যায় ………।

    @green hat hackers: windows 8 genuine দেওয়ার কারনে প্রায় ১৫০০০ টাকা বেশি দিতে হয় । আপনার কাছে কোন মডেল থাকলে বলেন।

      @mesbah uddin rumman: SAMSUNG NP350V4X-S01BD
      PRICE: 67000TK

      INTEL CORE I7-3630QM 2.4GHZ

      INTEL HM 77 CHIPSET

      6GB DDR3 1600MHZ RAM

      14″ DISPLAY

      AMD HD 7670M 2GB GRAPHIC

      DUAL LAYER DVD

      6CELL BATTERY- 4HOUR BACKUP

      2.2KG

      @mesbah uddin rumman: এটা নিতে পারেন সাথে ২ গিবি আগ্রেড করতে পারবেন

      SAMSUNG NP350V4X-S01BD
      PRICE: 67000TK

      INTEL CORE I7-3630QM 2.4GHZ

      INTEL HM 77 CHIPSET

      6GB DDR3 1600MHZ RAM

      14″ DISPLAY

      AMD HD 7670M 2GB GRAPHIC

      DUAL LAYER DVD

      6CELL BATTERY- 4HOUR BACKUP

      2.2KG

আমার মনে হয় HP Pavilion G4-2005AU AMD Trinity ৪২০০০/- টাকায় ল্যাপটপটি নিলে কাজ হবে।

http://www.smart-bd.com/products.html?page=shop.product_details&flypage=flypage.tpl&product_id=825&category_id=173

    @শাওন: আমি বাজেট ৮০০০০ বলেছি, ৪০০০০ না । কমেন্ট করার জন্য ধন্যবাদ

Level 0

ভাই , কিনে ফেলেন ৮ জিবি সাপোর্ট করবে ।

“ওয়েবসাইট ঘাটা-ঘাটি করে দেখলাম Memory slots
2 user accessible। , 4 GB 1600 MHz DDR3 (1 x 4 GB)।
(1 x 4 GB) এর অর্থ কি?এর মানে কি আমি 8 GB ই ব্যবহার করতে পারব?
এখন বলেন আপনাদের মতামত কি?” it means that this lapy have 2 Ram slots if u want to upgrade to 16GB in future then u should go for 1 8GB ram module/stick, if not then just go for 4GB module/stick but if u want to upgrade in future then u can’t ’cause ur lapy’s ram slots are occupied by 2x4GB modules. 🙂

হার্ডকোর গেমিং এর জন্য ল্যাপটপ না। আর যেই দুই জিবি গ্রাফিক্সের কথা বললেন, সেটা ডেক্সটপ কম্পিটারের ৬-৭ হাজার টাকা মুল্যের গ্রাফিক্স কার্ডের সমমানের।

Level 0

শুভ্র vai right…apni fujtsu i7 laptop 90000-95000 nibay..amar mone hoi apnay i5 Choose করেন..r laptop e 2 ram use korta parban….best game holo dextop…

Level 0

bhai eai model ta ki bhalo:http://www.globalbrand.com.bd/gbpl/core-i3/636-dell-inspiron-15-3521-i3-3227u-4gb-500gb.html jodi replay koren bhalo hoi karon ami eta kinar kotha bhabta si.

আমারওও পোস্ট আছে এই নিয়ে এএওক্টু দেখে আসুন। আমিও খুজছি তবে মিড গেমিং নিয়ে, ধন্যবাদ

আমি ঠিক এই পোস্ট টাই দিতে চাচ্ছিলাম 🙂

আমি একটা নোটবুক নিতে চাই

প্রয়োজন :
*সিপিইউ এর ব্যাপারে টেকনিক্যাল ধারণা কম
(তবে কোয়াড কোর হতে হবে)
*কোর আই সেভেন
*৮ জিবি রেম(1600 MHz)
*২ জিবি গ্রাফিক্স কার্ড
*৫০০ জিবি বা এর বেশি হার্ডডিস্ক
সাথে ১২৮ বা ২৫৬ জিবি এসএসডি(মাস্ট)
*ডিসপ্লে : ১৫.৬”(১৪.১” হলেও চলবে)
*উইন্ডোজ ৭/৮ (৬৪ বিট)
*ব্যাটারি ব্যাকআপ ৩-৮ ঘন্টা
*ওজন সর্বোচ্চ ২.৫ কেজি
*দেখতে একটু স্টাইলিশ হলে ভালো হয়

সাহায্য চাই:
*উপরের প্রয়োজন অনুযায়ী ৮৫০০০ টাকার ভিতর নোটবুক পাওয়া সম্ভব?
*ল্যাপটপ কিনার সময় আর কি দেখে নেওয়া প্রয়োজন?
* মডেল সাজেশন ও লিঙ্ক
*গাজেট এন্ড গিয়ার যেমন স্মার্টফোন বা ট্যাবলেট আনে—–অইরকম নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান কি ল্যাপটপ আনে?
*অতিরিক্ত পরামর্শ

পুনশ্চঃ
আমি হাইএন্ড গ্যাজেট ইউজ এবং সামর্থের শেষ পর্যন্ত খাটাতে পছন্দ করি 🙂

আপনার সাথে একটু অমিল

এসএসডি লাগবে আমার 😉

কি কমুরে ভাই আমি নিজেই চিন্তায় আছি