
২৫ হাজার টাকায় ল্যাপটপ কিনতে গেলে দামটাই তো সবচেয়ে বড় ফ্যাক্টর! তাই আজকে আমি প্রতিটি ল্যাপটপের হালনাগাদ বাংলাদেশী মার্কেট প্রাইস দিচ্ছি, সাথে বলছি কোনটা কত টাকায় পাবেন আর দামের সাথে পারফরম্যান্স কি রকম। দোকানে গিয়ে যেন কেউ আপনাকে বোকা বানাতে না পারে!
⚠️ নোট: দামগুলো জুন ২০২৪ পর্যন্ত বাংলাদেশের প্রধান ইলেকট্রনিক্স মার্কেট (বায়েস্ট, কম্পিউটার ভিলেজ, অনলাইন শপ) অনুসারে। দাম সামান্য কমবেশি হতে পারে।
দাম: ২২, ০০০ - ২৩, ৫০০ টাকা
স্পেসিফিকেশন:
দামের যুক্তি: রিফার্বিশড হওয়ায় দাম কম, কিন্তু পারফরম্যান্স নতুন ৩৫k টাকার ল্যাপটপের সমান!
দাম: ২৩, ৮০০ - ২৪, ৯০০ টাকা
স্পেসিফিকেশন:
দামের যুক্তি: একটু দাম বেশি কারণ প্রসেসর জেনারেশন নতুন + ব্যাটারি ভালো
দাম: ২১, ৫০০ - ২২, ৮০০ টাকা
স্পেসিফিকেশন:
দামের যুক্তি: ডুয়াল স্টোরেজ (SSD+HDD) থাকায় স্টোরেজ সুবিধা বেশি কিন্তু মূলত রিফার্বিশড
দাম: ২৪, ৯৯৯ টাকা (ফিক্সড প্রাইস)
স্পেসিফিকেশন:
দামের যুক্তি: একমাত্র নতুন ল্যাপটপ এই রেঞ্জে, স্ক্রিন বড় তাই দাম একটু বেশি
দাম: ২২, ৯৯৯ - ২৩, ৫০০ টাকা
স্পেসিফিকেশন:
দামের যুক্তি: সবচেয়ে সস্তা নতুন ল্যাপটপ, বেসিক ইউজারদের জন্য
কোন ল্যাপটপের দাম নিয়ে প্রশ্ন থাকলে টিউমেন্টে জিজ্ঞেস করুন, আমি হেল্প করবো ইনশাআল্লাহ!
আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ওমর ফারুক। আমি প্রোগ্রামিং ভাষা শিখতে আগ্রহী এবং ইতিমধ্যে stlight(https://bdxroot.github.io/stlight/index.html) নামে একটি প্রোজেক্ট সম্পন্ন করেছি। বর্তমানে আমি Barrister Sultan Ahmed Chowdhury Degree College-এ পড়াশোনা করছি।
‘লিস্ট বেইসড টিউন’ এর টিউন ফরমেটিং সঠিক হয়নি।
লিস্ট বেইসড টিউনে লিস্টের
খেয়াল রাখুন
১. টিউনে H2, H3 বা H4 সহ যে কোন হেডিং কখনও বোল্ড করা যায় না ও লিংক করা যায় না।
২. লিস্ট বেইসড টিউনে প্রতি আইটেমের ক্রমিক নম্বর থাকতে হয়।
লিস্ট বেইসড টিউনে প্রতি আইটেমের ক্রমিক নম্বর বাংলা নিচের ফরমেটে থাকতে হয়।
১. আইটেম ১
২. আইটেম ২
এখানে প্রথমে বাংলা ক্রমিক নম্বর, তারপর একটি ডট, ডটের পর স্পেস তারপর আইটেমের নাম।
লিস্ট বেইসড টিউনে লিস্টের প্রতি আইটেমে হুবহু এই ফরমেটে ক্রমিক নম্বর থাকতে হয়।
উদারহরণ সরূপ টিউন ১,টিউন ২, টিউন ৩ লক্ষ করুন।
এখানে লিস্ট বেইড টিউনে লিস্টের
টিউটোরিয়াল ট্রেনিং নিন
লিস্ট বেইসড টিউন ফরমেটিং করতে টিউটোরিয়াল ট্রেনিং নিন
আপনার পরবর্তি টিউন গুলোতে যেন এই একই ভুল না হয় সে দিক পূর্ণ সতর্ক থাকুন।