আপনার সাইটে বসান সেহরী ইফতারের সময়সূচি ২০১৮

টিউন বিভাগ জাভাস্ক্রিট
প্রকাশিত
জোসস করেছেন

দেখতে দেখতে বছর ঘুরে আবার চলে এল রহমত, মাগফেরাত, নাজাত এর মাস রমজান। আর সেইসাথে যথারীতি আমিও হাজির আপনাদের জন্য ইফতার ও সেহরির উইজেট  নিয়ে।

যা দিয়ে খুব সহজেই আপনারা আপানাদের সাইটে বসিয়ে নিতে পারবেন ইফতার ও সেহরির সময়সূচী এবং কাউন্ট ডাউন যা প্রতিদিন অটোমেটিক আপডেট হয়ে যাবে।

যেভাবে বসাবেনঃ
প্রথমে আপনার সাইটের ফুটারে এই js টা বসানঃ

<script type="text/javascript" src="http://vargrid.com/widgets/ramadan2018.js">
</script>

এবারে প্রয়োজনমত নিচে থেকে আপনার সাইটের যেখানে সেহরী ও ইফতারের সময়সূচী দেখাতে চান সেখানে নিচের HTML গুলো যোগ  করুনঃ

১।  <div id="var_date"></div>  (২ রমজান ১৪৩৯ হিজরী - এ রকম তারিখ দেখানোর জন্য)
২। <div id="var_iftar"></div> (ইফতার: সন্ধ্যা ৬:৩৯ - এ রকম ইফতারের সময় দেখানোর জন্য)
৩। <div id="var_sehri"></div> (সেহরির শেষ সময়: ভোর ৩:৪৫ - এ রকম সেহরীর শেষ সময় দেখানোর জন্য)
৪। <div id="var_countdown"></div> (সেহরীর বাকি ০৬ ঘন্টা ০৭ মিনিট ৩১ সেকেন্ড - এই রকম  কাউন্টডাউন দেখানোর জন্য)

আশা করি পবিত্র রমজানে আপনার সাইটকে রমজানের সাজে সাজিয়ে নিতে স্ক্রিপ্টটা আপনাদের কাজে লাগবে। smile  কোড বসাতে গিয়ে কারও কোন সমস্যা হলে আমাকে টিউমেন্টে জানাবেন।
বিঃদ্রঃ প্রতিদিন ইফতারের পর পরবর্তি দিনের সেহরী ও ইফতারের সময় আপডেট হবে। ইফতারের পর সেহরীর কাউন্টডাউন সো করবে আর সেহরীর পর ইফতারের কাউন্টডাউন।

Level 0

আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস