জাভা অবজেক্ট অরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ শিখুন #০১

টিউন বিভাগ জাভা
প্রকাশিত
  • # what is Java?

"A simple, object-oriented, distributed, interpreted, robust, secure, architecture neutral, portable, high-performance, multithreaded, and dynamic language”
-- Sun Microsystems

বাংলা ভার্সন ঃ"একটি সহজ, অবজেক্ট ওরিয়েন্টেড, বিতরণ, ব্যাখ্যা, শক্তসমর্থ, নিরাপদ, স্থাপত্য নিরপেক্ষ, পোর্টেবল, উচ্চ ক্ষমতা সম্পন্ন, multithreaded, এবং গতিশীল ভাষা"
- সান মাইক্রোসিস্টেম

জাভা সৃষ্টির ইতিহাসঃ

যখন মাইক্রোপ্রসেসর এর বিবর্তন মানুষের কম্পিউটার যগতে
যুগান্তকারি পরিবর্তন এনে দিল, তখন এ লক্ষ্যে সান মাইক্রোসিস্টেম ১৯৯১ সালে একটি গবেষনা প্রজেক্ট হাতে নেয় যার কোড নেম ছিল- “গ্রিন (Green)”, টিম এর প্রধান জেমস গসলিং একটি C++ নির্ভর ল্যাংগুয়েজ আবিষ্কার করেন যার নাম দিয়েছিলেন ওক(Oak)- ওক নামটি দিয়েছিলেন, তার রুমের বাইরে একটি ওক গাছকে দেখে। পরবর্তিতে এটা দেখা যায় যে ওক নামে ইতোমধ্যে একটি প্রোগ্রামিং ভাষা রয়েছে।

পরবর্তিতে, জাভার দলের সদস্যারা একটি কফি শপে যাওয়ার সময় তাদের জাভা নামটি প্রস্তাবিত হয় এবং সেটি তারা গ্রহন করে। এভাবে একটি নতুন প্রোগ্রামিং ভাষা আবিষ্কার হল যার নাম জাভা।

যদিও নব্বই দশকের প্রথম দিকে ইলেক্ট্রিক ডিভাইসের উন্নতি সেভাবে হয়নি, যেভাবে সান চিন্তা করেছিল। এই কারনেই, সেই সময় জাভার অপ্রয়োজনীয়তার কারনেই এই প্রোজেক্ট বাতিল হবার সম্ভাবনা দেখা দেয়। কিন্তু অবশেষে ১৯৯৩ সালে World Wide Web এর আবিষ্কার জাভা কে নতুন জীবন দান করে কারন, দেখা গেল যে ওয়েবসাইট গুলোর মাল্টিমিডিয়া কন্টেন্ট নিয়ে ব্যাপক কাজে জ়াভা অপরিসীম ভূমিকা রাখছে। আজ আধুনিক যুগে, জাভা দিয়ে বড় ধরনের ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যার বানানো হয়।

জাভা ল্যাঙ্গুয়েজ এর Code লিখার জন্য এই Software ব্যবহার করব।

লিঙ্কঃhttps://netbeans.org/downloads/

Level 0

আমি অভিজিৎ অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস