ওয়েবসাইট অনেক বেশি স্লো হয়েছে

ওয়েব সার্ভিস ওয়েবসাইট সার্ভার

আমার একটি টেক বিষয়ক ওয়েবসাইট আছে। নিয়মিত কন্টেন্ট পাবলিশ হয়। কিন্তু এই নিয়মিত কাজ করতে ধরেই ওয়েবসাইট সার্ভার স্লো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমার ওয়েবসাইটের হোস্টিং Namecheep থেকে নেওয়া 'শেয়ারেড হোষ্টিং' ২০ GB SSD কিনলাম। শুরুর দিকে ভালো স্পিড পেতাম কিন্তু সমস্যাগুলো ইদানীং অনেক বেশি হচ্ছে। সমস্যাগুলো হলোঃ

  1. আমি যখন ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করি ওয়েবসাইট অনেক স্লো হয়ে যায়।
  2. হোস্টিং C Panel গিয়ে দেখি CPU ফুল।
  3. হোস্টিং ফিজিক্যাল ম্যামরি মাঝে মাঝেই ফুল হয়ে যায়। যার কারণে অনেক সময় ড্যাশবোর্ডে প্রবেশ করতেই পারি না।
  4. ওয়েবসাইট কাস্টমাইজ করতে ধরলে ৫/১০ মিনিট পর ওয়েবসাইট অনেক বেশি স্লো হয়ে যায়। একটি পেজ রিলোড হতেই ৪/৫ মিনিট লেগে যায়। C Panel গিয়ে দেখি - CPU ফুল সাথে ফিজিক্যাল ম্যামরিও ফুল হয়ে যায়।

বি.দ্র. এই সমস্যাগুলো সমাধান এর উপায় বলবেন। সাথে যদি মিডিয়াম প্রাইজে Cpu ফিজিক্যাল ম্যামুরি ফুল হওয়ার ঝামেলা বিহীন কোনো হোস্টিং বা কোনো উপায় থেকে তাহলে অবশ্যই জানাবেন।

খেয়াল করুনঃ হোস্টিং প্রভাইডার চেঞ্জ করতে চাচ্ছি না। প্যাকেজ চেঞ্জ করার ভালো কোনো পরামর্শ হলে অবশ্যই দিয়ে যাবেন।


দেখা
430
উত্তর
4
3 মাস 4 সপ্তাহ আগে

আপনাকে VPS, Cloud বা Dedicated Hosting এ Shift করতে হবে।

    Vps এর খরচ তো অনেক বেশি। আর Dedicated Hosting নেওয়ার মতো সামর্থ বা সাধ্য কোনটিই নাই।

আপনি অলরেডি মাসে ৫ ডলার ব্যবহার করছেন। আপনি ৬-৮ ডলারে 4 Core 8 GB RAM VPS পাবেন। খুঁজলে Dedicated Server ও পাবেন। তবে Namecheap সুলভ নয়। Namecheap বাদে সুলভ অনেক ভালো বিদেশি প্রোভাইডার আছে। খোঁজ করুন।

    ধন্যবাদ আপনাকে, এত সুন্দর মতামত দেওয়ার জন্য