ফোন হাতে না ধরে আমি কি কোন কল রেকর্ড পেতে পারি?


আমি আমার এক কাংখিত ব্যক্তির ইমেইল আইডি ব্যবহার করি। একই ইমেইল সেও ব্যবহার করে। এখন তার ফোন হাতে না ধরে আমি কি তার কোন কল রেকর্ড এখানে বসে পেতে পারি?


দেখা
2,476
উত্তর
2
2 বছর 11 মাস আগে

এ বিষয়ে আমরা কোন ধারনা নাই, তবে প্রযুক্তি আপডেট হচ্ছে নিশ্চই সামনের দিন গুলোতে কল রেকর্ড পাবেন।

পারবেন, তবে এর জন্য একটু বেগ পোহাতে হবে। কারণ আলাদা ডিভাইসে এসব কাজ করা একটু ঝামেলা।
এটি আপনি দুইভাবে করতে পারবেন-
১) ইন্টারনেটে কিছু অ্যাপস আছে যেগুলো দিয়ে এসব কাজ করা যায়। এর মধ্যে কিছু অ্যাপস পেইড।
২) সফটওয়্যার বা কোনো হ্যাকিং টুলসের মাধ্যমে। এসম কিছু হ্যাকিং টুলস আছে যেগুলো অটো কল রেকর্ড করে আবার আপনার কাছে পাঠাবে। তবে এর জন্য একজন ভালো সাইবার স্পেশালিষ্টের কাছে গেলে ভালো বুঝতে পারবেন।