বার বার আমার সীম এরকম মেসেজ গতকাল থেকে প্রায় ৫০-৬০ বার আসছে। কী করতে পারি?


G-000212 is your alerting verification code.

বুঝতে পারছি না বার বার আমার সীম এরকম মেসেজ গতকাল থেকে প্রায় 50-60 বার আসছে। কিন্তু আমার এ সীম দিয়ে আমার জানামতে কোন প্রকার গুগল সম্পর্কিত একাউন্ট খোলা নাই। তার পরও কেন এ ম্যাসেজ আসছে কেউ যদি একটু সাহায্য করতেন উপকৃত হতাম।

ধন্যবাদ টেকটিউনসবাসী।


দেখা
1,158
উত্তর
1
1 বছর 10 মাস আগে

এটা ২ কারণে হতে পারে।

  • ১. হয়তো আপনার নাম্বারটি ভুলবশত অন্য কেউ গুগল ভেরিফিকেশনে ব্যবহার করতেছে। সে হয়তো নাম্বারটি ভুল করে টাইপিং করেছে। হয়তো কোনো একটি ডিজিট সে ভুল করেছে, যে ডিজিটের সাথে আপনার ফোন নাম্বার মিলে গেছে।
    • যখন একবারে সে তার ফোন নাম্বার ভেরিফাই করতে সক্ষম হয় নি, তখন সে বার বার হয়তো Resend Code এ ক্লিক করেছে।
    • সে নাম্বারটি যাচাই না করেই বার বার Resend Code এ হয়তো ক্লিক করতেই আছে।
    • সে হয়তো ভাবছে, এতবার Resend Code এ ক্লিক করেও কেন তার কাছে Code আসছে না।
    • সে তো খুব বোকা!
    • তার দেওয়া ফোন নাম্বার চেক না করেই বার বার Resend Code এ ক্লিক করতেছে।
  • ২. অথবা, আপনার কোনো বন্ধু হয়তো আপনার সাথে মজা করার জন্য গুগল ভেরিফিকেশনে আপনার ফোন নাম্বার ব্যবহার করেছে।

আশাকরি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন।