বোর্ড থেকে শেষ সংখ্যাটা যে মুছে দিবে সে জিতে যাবে। তাহলে, কে জিতবে?


দুইজনের খেলা এটা। একটি ম্যাজিক বোর্ডে 1, 2, 3, ., 2018, 2019 পর্যন্ত লেখা আছে।

ম্যাজিক বোর্ডের মজার ব্যাপার হচ্ছে বোর্ড থেকে কোনো সংখ্যা মুছে দিলে ঐ সংখ্যার সব উৎপাদক বোর্ড থেকে নিজে নিজেই মুছে যায়।

প্রথমে একজন যেকোনো একটা সংখ্যা বোর্ড থেকে মুছে দিল এবং সাথে সাথে ম্যাজিক বোর্ড থেকে ঐ সংখ্যার সব উৎপাদক মুছে গেল। এরপর দ্বিতীয়জন আরেকটা সংখ্যা মুছে দিল এবং তখনও একই ঘটনা ঘটল।

এভাবে খেলাটা চলতে থাকল। বোর্ড থেকে শেষ সংখ্যাটা যে মুছে দিবে সে জিতে যাবে।

তাহলে, কে জিতবে? প্রথম জন, নাকি দ্বিতীয় জন এবং কিভাবে?


দেখা
1,265
উত্তর
উত্তর দিন