Gmail recovery


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

ভাই আমায় একটা বিষয়ে জানিয়ে হেল্প করুন

আমি আমার জিমেইল একাউন্ট ঢুকতে পারছিনা, আমার একাউন্টটি 2step verification ON আছে, আর রিকভারি জিমেল ও মোবাইল নাম্বার এড আছে, আমি অন্য একটি ফোনে আমার একাউন্ট লগইন করি, যারফলে আমার মেইন ফোনে একটি সিকিউরিটি মেসেজ আসে এবং সেখানে আমাকে প্রশ্ন করে যে এই ডিভাইস কি আপনি জানেন নাকি না? আমি ভুলে না বলেছি, এর পর থেকে আমার মূল ফোন থেকেও আমাকে বের করে দেয়, তারপর থেকে ঢুকার ট্রাই করলে আমার মেইন একাউন্টে আমাকে কোড পাঠাচ্ছে, কিন্তু আমার রিকভারি ফোন ও মেইলে কোড পাঠাচ্ছেনা, আর Try another way তে ক্লিক করলে লেখা উঠে. (To help keep your account secure, Google needs to confirm that this account belongs to you.

To recover your account, try again to sign in and answer as many questions as you can.)
আবার কখনো লেখা উঠে (Google couldn't verify this account belongs to you.)

অনেক ভাবে ট্রাই করেছি কিন্তু হচ্ছেনা, আমার পাসওয়ার্ড ১০০% মনে আছে, লগইন করতে না পারার কারণ টা যদি জানাতেন, আমার সেম ফোন ও সেম লোকেশনে আছি.দিনে কয়েকবার ট্রাই করার ফলে আমাকে (Too many failed attempts

Unavailable because of too many failed attempts. Try again in a few hours.) এই ব্লকে রেখেছে, কয়েকঘন্টা পর খুলে দিলে আবার ট্রাই করলে সেই উপরেরই সমস্যা.দয়া করে সমস্যা জানিয়ে আমায় সাহায্য করুন, আল্লাহ আপনাদের কল্যাণ দান করুন ♥


দেখা
862
উত্তর
1
2 বছর 6 মাস আগে

ভাইয়া আপনি শোনেন আপনি ঠিক তার পাঁচ দিন পর আপনাদের যে আপনার জিমেইলে ঢোকার চেষ্টা করুন তাহলে আপনি আপনার আগের মত আমার জীবনে পেয়ে যাবেন কারণ আপনার মত আমারও সেম সমস্যা হয়েছিল তারপর আমার তারপর দিন পর আমার সমস্যার সমাধান হয়েছে তাই আপনি যতটা সম্ভব তিন-চারদিন পর আপনার জিমেইলে ঢুকুন তাহলেআপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন