কল ফরওয়ার্ড করবো কিভাবে

অ্যান্ড্রয়েড

আমার একটি সিমের কল অন্য সিমে ফরওয়ার্ড করবো কিভাব?


দেখা
1,445
উত্তর
1
3 বছর 10 মাস আগে

অ্যান্ড্রয়েড ফোন এর মাধ্যমে কল ফরওয়ার্ড করার জন্য প্রথমে আপনার Phone অ্যাপটি চালু করুন। এরপর ফোন অ্যাপ এর সেটিংস এ যান। ফোন অ্যাপ এর সেটিংস সাধারণত ফোন অ্যাপ ওপেন করার পর ডান দিকের উপরের দিকে থ্রি ডট বা টু ডট এ ক্লিক করলে পাওয়া যায়।

সেখান থেকে Carrier Call Settings> Call Forwarding অপশনে আসলে আপনি SIM1 SIM2 পাবেন। এখান থেকে যে সিমের জন্য আপনি কল ফরোয়ার্ড করতে চান সেই সিম সিলেক্ট করে অন্য সিমের নাম্বার দিয়ে কল ফরোয়ার্ড করতে পারবেন।

তবে কল ফরওয়ার্ড অ্যাক্টিভ করার সময় একটি পাসওয়ার্ড চাইবে। এটি আপনি যে সিম ব্যবহার করছেন সেই সিম অপারেটরের পাসওয়ার্ড। এটি মোবাইল অপারেটর ভেদে একেক রকম হয়। কোন কোন মোবাইল অপারেটর এর পাসওয়ার্ড 0000 আবার কোন কোন মোবাইল অপারেটর এর পাসওয়ার্ড 1234। কল ফরওয়ার্ডিং পাসওয়ার্ড কোন অপারেটরের জন্য কত তা আপনি সেই অপারেটরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন অথবা সে অপারেটরের কাস্টমার কেয়ারে ফোন করে জেনে নিতে পারেন।