Free Domain

ওয়েব সার্ভিস

Free Domain kon site থেকে pawa jai?


দেখা
1,651
উত্তর
1
3 বছর 10 মাস আগে

পৃথিবীর কোন কোম্পানি ফ্রি ডোমেইন প্রোভাইড করে না। যেসব কোম্পানি বলে করে, তারা কিছুদিন পরই আপনাকে চার্জ করবে। সেটা হয়তো তারা কিছুদিনের জন্য আপনাকে ফ্রি দিতে পারে তাদের মার্কেটিং কৌশল এর জন্য কিন্তু কিছুদিন পরেই তারা আপনাকে অবশ্যই চার্জ করবে। সেটা এক বছর পরও হতে পারে অথবা একমাস পরেও হতে পারে কিন্তু চার্জ অবশ্যই করবে। তাই ফ্রি ডোমেইন বলে কোন শব্দ ইন্টারনেটে নেই।

তবে কিছু কিছু কোম্পানি sub-level ডোমেইন ফ্রিতে দিয়ে থাকে। যেমন yoursite.hosting.com তবে বুঝতে হবে সাবডোমেইন কিন্তু top-level ডোমেইন না।