এনড্রয়েড আপডেট

অ্যান্ড্রয়েড

firmware আপডেট করলে কি Android version পরিবর্তন(update) হয়?


দেখা
693
উত্তর
1
3 বছর 10 মাস আগে

Firmware আপডেট করলে কি Android Version পরিবর্তন হবে কিনা এটা নির্ভর করে আপনি যে ডিভাইসটিতে ফার্মওয়্যার আপডেট করছেন সে ডিভাইসটির চিপসেট বা প্রসেসর এর উপর। এছাড়া আরো বেশ কয়েকটি বিষয়ের উপর।

যেমন আপনি যে ফার্মওয়্যার টি যে ডিভাইসে আপডেট করবেন সে ডিভাইজের চিপসেট আপনার ফার্মওয়্যারের সে এন্ড্রয়েড ভার্সন সাপোর্ট করে কিনা। যেমন আপনি কিটক্যাট চালিত কোন ডিভাইসকে এন্ড্রয়েড ১০ ভার্সনে চাইলেই আপডেট করতে পারবেন না। কারন সে ডিভাইসের যে চিপসেট আছে তা সর্বোচ্চ অ্যান্ড্রয়েডের কিটক্যাট ভার্সন সাপোর্ট করবে। তবে চিপসেট সাপোর্ট না করলেও বিভিন্ন এন্ড্রয়েড ভার্সন এ বিভিন্ন ডিভাইজের সাপোর্ট করানো যায় যাকে রম পোর্টিং বলা হয়।