এসব টেক্সট এর সততা সম্পর্কে জানাবেন কি?

ফেসবুক

অনেকে দেখি ফেসবুকে মোবাইল, ল্যাপটব বা কম্পিউটার ব্যবহার করে সহজে আয়ের লোভ দেখিয়ে ইনবক্সে নাম্বার সেন্ড করতে বলে, বিশেষ করে আপুদেরকে টার্গেট করে। সততা সম্পর্কে জানাবেন কি?


দেখা
1,053
উত্তর
2

এগুলোর বেশির ভাগই ভিত্তিহীন। আপনি ফ্রিল্যান্সিং করে আয় করতে চাইলে বিশ্বস্ত মার্কেটপ্লেস টেকটিউনস ল্যান্সার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, পিপপল পার আওয়ার সহ আরও বেশ কিছু বিশ্বস্ত ফ্রিল্যান্স মার্কেটপ্লেস রয়েছে সেগুলোতে কাজ করুন। আপনি টেকটিউনসে ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার’ ব্যাজ অর্জন করে আপনার টেকটিউনস অ্যাকাউন্টে মনিটাইজেশন অন করে কন্টেন্ট লিখেও আয় করতে পারেন। তবে সে জন্য আপনাকে কপি-পেস্ট মুক্ত ইউনিক টেকনোলজি কন্টেন্ট লেখার দক্ষতা থাকতে হবে।

এগুলো খুব কম জনই মানুষকে সঠিকভাবে শেখানোর ক্ষমতা রাখে । তাই আপনার উচিত নিজে থেকে গুগল, ইউটিউবে রিসার্চ করে জানা এবং শেখা।