ওয়ার্ডপ্রেস মেনু সমস্যা

ওয়ার্ডপ্রেস

একটা ওয়ার্ড প্রেস থিম এর মেনু টপবারে আছে। সেটিই মেইন মেনু। সেটি ব্যানার এর নিচে আনতে চাই। কিন্তু পারছি না। কোন ভাই যদি সাহায্য করেন চিরকৃতজ্ঞ থাকবো। ওই থিমে ২টা মেনু লোকেশন শুধুমাত্র। একটি লোগোর উপরে আরেকিট ফুটারে। কোড চেঞ্জ করে যদি কেউ সাহায্য করেন খুব উপকার হবে।


দেখা
912
উত্তর
3
5 বছর 10 মাস আগে

স্ক্রিনশট দিন। গিটহাবে পুরো Theme এর কোড দিন।

    পুরো থিম এর কোড দিবো কিভাবে। style.css ?