আমি Symphony V40 সেটে PlayStore থেকে ‍Anti Virus কোনটা ফ্রি কোনটা নিলে ভাল হবে জানাবেন দয়া করে

অ্যান্টিভাইরাস

আমি Symphony V40 সেটে PlayStore থেকে ‍Anti Virus কোনটা ফ্রি কোনটা নিলে ভাল হবে জানাবেন দয়া করে।


দেখা
992
উত্তর
2
7 বছর 7 মাস আগে

এন্ড্রয়েডে মূলত এন্টিভাইরাস এর কোনো প্রয়োজন হয় না। আপনি তবুও যদি এন্টিভাইরাস ব্যবহার করতে চান তাহলে Avast এর টা করতে পারেন। তবে মনে রাখবেন এটি শুধু শুধু আপনার র‌্যাম এর জায়গা খেয়ে রাখবে। এন্ড্রয়েড থেকে Google Play Protect অপশনটি আগে থেকেই এন্টিভাইরাসের মতো আপনার ডিভাইসের এপপগুলো উপর নজরদারী রাখছে।

এন্ড্রয়েড ফোনে এন্টিভাইরাস হিসেবে Avast এবং AVG AntiVirus দুইটি অনেক ভাল। কিন্ত এন্ড্রয়েডে সাধারণত এন্টিভাইরাসের প্রয়োজন পরে না। আপনি যদি গুগুল প্লে স্টোর ছাড়া unknown কোন source থেকে কোন প্রকার অ্যাপ ডাউনলোড না করেন তাহলে আর কোন সমস্যা হবে না।