গত কয়েকদিন আগে আমার কম্পিউটারের এন্টিভাইরাস এর মেয়াদ শেষ হয়ে যায়। যার ফলে আমার কম্পিউটারটি শর্টকার্ট ভাইরাসে আক্রান্ত হয়। সময় না থাকার কারণে এন্টিভাইরাস ইন্সটল করতে পারিনি। ইতোমধ্যে আমার পেনড্রাইভটি ও শর্টকার্ট ভাইরাসে আক্রান্ত হয়। পেনড্রাইভে শর্টকার্ট ফোল্ডার দেখা যেত। আমি একদিন সেই ফোল্ডারটি ডিলিট করে দিই। তারপর থেকে পেনড্রাইভটা কোনো কম্পিউটারে সো করছে না। এককথায় আমি সেটা কোনো ভাবে ব্যবহার করতে পারছি না।
এমতাবস্থায়, কি করতে পারি।
উত্তরটি জানলে কৃতজ্ঞ থাকবো।
আপনি অন্য কম্পিউটারে ব্যবহার করে দেখেছেন? অন্য কম্পিউটার থেকে ফরমেট দিয়ে দেখুন।