শর্টকার্ট ভাইরাস ডিলিট করার পর অড্যাটা পেনড্রাইভ কম্পিউটারে সার্পোট করছে না এখন কি করে আমার পেনড্রাইভটা রিকভার করবো?

পেনড্রাইভ

গত কয়েকদিন আগে আমার কম্পিউটারের এন্টিভাইরাস এর মেয়াদ শেষ হয়ে যায়। যার ফলে আমার কম্পিউটারটি শর্টকার্ট ভাইরাসে আক্রান্ত হয়। সময় না থাকার কারণে এন্টিভাইরাস ইন্সটল করতে পারিনি। ইতোমধ্যে আমার পেনড্রাইভটি ও শর্টকার্ট ভাইরাসে আক্রান্ত হয়। পেনড্রাইভে শর্টকার্ট ফোল্ডার দেখা যেত। আমি একদিন সেই ফোল্ডারটি ডিলিট করে দিই। তারপর থেকে  পেনড্রাইভটা কোনো কম্পিউটারে সো করছে না। এককথায় আমি সেটা কোনো ভাবে ব্যবহার করতে পারছি না।

এমতাবস্থায়, কি করতে পারি।

উত্তরটি জানলে কৃতজ্ঞ থাকবো।


দেখা
1,244
উত্তর
4
7 বছর 8 মাস আগে

আপনি অন্য কম্পিউটারে ব্যবহার করে দেখেছেন? অন্য কম্পিউটার থেকে ফরমেট দিয়ে দেখুন।

ধন্যবাদ, উত্তর দেয়ার জন্য।
জ্বি ভাই আমি চেষ্টা করেছিলাম।
কিন্তু ‍শুধু আমার কম্পিউটারে না কোন কম্পিউটারেই পেনড্রাইভ টা সাপোর্ট মানে পেনড্রাইভ ইনসার্ট করার পর সেটা মাই কম্পিউটারে সো করছে না।

    তাহলে আপনি পেনড্রাইভটি low level format করে দেখতে পারেন। ইন্টানেট এ সার্চ দিন low level format লিখে বা demage pendrive repair লিখে।

ধন্যবাদ