অফ টপিক এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমার মামার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। যে হ্যাক করছে সে জিমেইল আর মোবাইল নাম্বার পরিবর্তন করে নিছে। এমন কেও আছেন যে এই আইডিটা ফিরিইয়ে এনে দিতে পারবেন। লাগলে টাকা দিবো। কিভাবে টেকটউনে টিউন করতে হয় আমি জানিনা। তাই এখানে সাহায্য চাইতে আসলাম।
দুঃখিত,
আপনার প্রশ্নটি সম্পুর্ন ভাবে পরিষ্কার না বিধায় উত্তর দিতে পারছিনা। তবে, আপনার ফেসবুকের লিংক এবং পূর্বের ব্যবহারকৃত নাম্বার/ইমেইল টা রিপ্লে তে বা ম্যাসেজ করে দিন। আমি আপনাকে যথাসাধ্য সহযোগিতা করব।
আমাকে ফেসবুকে ম্যাসেজ করতে আমার প্রোফাইল এ আমার ফেসবুক এবং যোগাযোগ এর তথ্য দেয়া আছে।
ধন্যবাদ।