Dlink 300N 605L Router এ ৫০ ভাগ মতো ওয়েবসাইট ব্রাউজ করা যায় না কি করব?

রাউটার

আমার ডিলিংক ৬০৫L রাউটারটাতে ৫০% এর মতো ওয়েবসাইট ব্রাউজ করা যায় না। ডিরেক্ট লাইন এ কানেক্ট করলে ১০০% ওয়েবসাইট ব্রাউজ করা যায়। এটি আসলে কি ধরনের সমস্যা ঠিক বুজতে পারছি না। এমন হতেও কখনো দেখি নাই। রিসেট দেয়া এন্ড অপারেটর এর সাথে কথা বলা সবই করেছি কিন্তু প্রব্লেম সল্ভ হয়নি। এখন কি করতে পারি যদি জানান খুব উপকৃত হব। ধন্যবাদ।


দেখা
715
উত্তর
উত্তর দিন
7 বছর 9 মাস আগে