কিভাবে Facebook Copyright Content Restore করবো?

ফেসবুক

ফেসবুকে থার্ড পার্টির কপিরাইট রিপোর্টে  আমার দুইটা post রিমুভ হয়ে গেছে।  আমার প্রশ্ন হলো কীভাবে আমি আমার post দুইটা Restore করতে পারবো থার্ড পাটির help ছাড়া?  ফেসবুকে DMCA এর কাউন্টার নোটিফিকেশন ফরম পূরন করেও কোন লাভ হয় নি।


দেখা
1,113
উত্তর
1
7 বছর 10 মাস আগে

কপিরাইট ক্লেইম করলে ফেসবুক সবার প্রথম কন্টেন্টটি নামিয়ে ফেলে। সেটা সঠিক হোক আর না হোক। এটা খুবই দুঃখজনক একটি বিষয়। আর সেটা আর রিস্টোরও করা যায় না। খুব রেয়ার কেসে হয়ত কিছু কন্টেন্ট রিস্টোর করে। তাও যদি ফেসবুকের টিম মেম্বারের বা কোন এপ্লয়ি এর হস্তক্ষপ হয় তবে। আপনি আর কিছু বার চেষ্টা করে দেখেত পারেন। তবে কাজ হবে বলে মনে হয় না। আপনি থার্ড পার্টি কোন প্রতিষ্ঠানের সাহায্য নিয়েও দেখতে পারেন।