আমি অনেক দিন আগে থাকে টেকটিঊনসের নিয়মিত পাঠক, এটি আমার প্রথম টিউন। আমি একটা প্রবলেম এ পরেছি
আমার ফেসবুক অ্যাকাউন্ট লক হইয়া গেছে, আমি অনেক রকম ট্রায় করেও কিছু করতে পারিনি, প্রবলেম হলো আমি ট্রয় সিকুরিটি অ্যাক্টিভ করে ছিলাম। আমি সব সময় আমার ফোন থাকে ফেসবুক ইউজ করতাম। আমার ফোন হারিয়ে গেচে, এখন আমি ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে লগিন করি, ফেসবুক থাকে একটা অ্যাক্টিভ কোড টেক্সট করে কিন্তু আমি কোড তা পাই না। তাই আমি আমের ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করতে পারছি না। আমি মেইল ও করচি ফেসবুক এ কাছে। কোন লাভ হয় নাই।
আমি অনেকের সাহায্য নিয়েছিলাম কোন কাজ হয় নাই। শুধু নিজের ইমেইল এ নোটিপেকেশন আশে।
আমি কি ভাবে উনলক করব? আপনারা যারা ফেসবুক ভাল বুঝেন আমাকে সাহায্য করেন।