আসসালমু আলাইকুম, ভাই আমি widows 7 ব্যবহার করতে চাই। কিন্তু windows 7 এ বিজয় ২০০৩ চলে না। তাই আমি বিজয় বায়ান্নো সেটআপ দিই। আমাকে প্রতিনিয়ত অফিসিয়াল কাজ করতে হয়। কিন্তু বিজয় বাযান্নো দিয়ে SutonnyEMJ font ব্যবহার করে (ক্ষ) লিখা যায়না। আমি জানি ক্ষ লিখতে হলে ক+ষ= ক্ষ কিন্তু এই নিয়ম অনুযায়ী যখন আমি লিখতে যাই তখন ক্ষ না এসে অন্যরকম একটি যুক্ত অক্ষর আসে।
আমি অভ্র ব্যবহার করেছি কিন্তু অভ্র দিয়ে বিজয় লেআউট ব্যবহার করে লিখা যায়। কিন্তু সমস্যা হল বিজয়ের ১০০% লেআউট পাওয়া যায় না। যেমন- তোমাকে লিখতে বিজয় ব্যবহার করে(c+k+f+m+f+c+j) আর অভ্র ব্যবহার করে (k+c+f+m+f+j+c) অর্থাৎ বিজয় দিয়ে একার আগে অপর দিকে অভ্র দিয়ে একার পরে লিখতে হয়। এরকম একার, অকার ইকার ইত্যাদি।
একারনে আমি বিজয় বাযান্ন ব্যবহার করতে চাই। যদি অভ্রতে এই সমস্যাটি (আমার) না থাকত তাহলে অভ্রই ব্যবহার করতাম। তাই অভিজ্ঞদের কাছে আমার অনুরোধ যদি কেউ এই দুটি সমস্যার সমধান করে দিতে পারেন তাহলে খুবই উপকৃত হব।
ক্ষ= j+g+n আশা করি এখন পারবেন । প্রথমে ক তারপর ্ তারপর ষ হয়ে গেল ক্ষ ।