অ্যান্ড্রয়েড থেকে আইফোনে হোয়াট্সঅ্যাপ বিজনেস চ্যাট ট্রান্সফারের উপায় কী?

হোয়াটসঅ্যাপ

আস্‌সালামু আলাইকুম টেকটিউনসবাসী,

আমার কাজিন সম্প্রতি অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট হতে গিয়ে এক ঝামেলায় পড়ে। সে তার অ্যান্ড্রয়েডে থাকা হোয়াট্সএপ বিজনেস এর মেসেজেগুলো ট্রান্সফার করতে পারছে না। আমি অফিসিয়াল মেথড Move to IOS ট্রাই করেছি, কিন্তু সেখানে হোয়াট্স এপ বিজনেস চ্যাট দেখায় না।

Anytrans বা Mobiletrans অথবা অন্যকোন সফটওয়্যার এর সিরিয়াল বা একটিবেশন কোড যদি কারো কাছে থাকে। অথবা আমার সমস্যাটি সমাধানের অন্যকোন উপায় জানা থাকলে শেয়ার করলে উপকৃত হবো।

ধন্যবাদ।


দেখা
647
উত্তর
উত্তর দিন
4 মাস 3 সপ্তাহ আগে