হারানো আইফোন খোঁজছেন? জেনে নিন সমাধান৷

টেকনো ইনফোঃ আসসালামু আলাইকুম৷ সবাই কেমন আছেন৷ আশা করি ভাল৷ আপনার আইফোন হারিয়ে গিয়েছে? শুরুতেই আমার তরফ থেকে আপনাকে সমবেদনা জানাই। কিন্তু আপনার হারানো ফোন খুঁজে পেতে আমরা আপনাকে সাহায্য করতে পারি।

'Find My iPhone' অপশানের মাধ্যমে যেকোন iPhone বা iPad এর লোকেশান জেনে ফেলা যায়। আসুন দেখে নেওয়া যাক কিভাবে খুঁজে পাবেন আপনার হারানো আইফোন।

এই অ্যাপটি iPad, iPhone, Apple Watch সহ সব iOS ডিভাইসে কাজ করে। আপনাকে নিজের ইমেল ও অ্যাপেল আইডি দিয়ে এই অ্যাপ সেট আপ করতে হবে। তারপর আপনার ফোন হারিয়ে গেলে যেকোন iOS ডিভাইস বা ম্যাক থেকে আপনার ফোনের সঠিক লোকেশন জেনে নিতে পারবেন।

 

iOS ডিভাইসের সাহায্যে কিভাবে খুঁজে পাবেন আপনার আইফোন

১। অন্য যে কোন iOS ডিভাইস থেকে Find My iPhone অ্যাপে যান।

২। অ্যাপটি ওপেন করে নিজের Apple ID আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

৩। 
এবার আপনি ডিসপ্লেতে একটি কম্পাস চিহ্ন দেখতে পাবেন যেখানে বলবে আপনার আইফোন খোঁজা হচ্ছে।

৪।
 এরপর আপনার কাছে লোকেশান ব্যবহারের অনুমতি চাইবে অ্যাপটি। সেটি অন করলে একটি ম্যাপে দেখাবে আপনার ফোনটি কোথায় রয়েছে।

৫। এবার ম্যাপে হারিয়ে যাওয়া ফোনের লোকেশান ম্যাপে দেখে নিন।

৬। আপনি যদি চান তবে আপনার হারিয়ে যাওয়া ফোনের সব ডাটা ডিলিট করে দিতে পারেন।

iCloud-এর সাহায্যে কিভাবে খুঁজে পাবেন আপনার আইফোন

১। যেকোন কম্পিউটার থেকে iCloud.com-এ গিয়ে নিজের Apple ID আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

২।
 এবার 'Find iPhone' এ ক্লিক করে অপেক্ষা করুন।

৩। ম্যাপে একটি সবুজ বিন্দু দিয়ে বোঝানো হবে আপনার হারানো ফোনের লোকেশান।

৪। এবার আপনি কম্পিউটার থেকে ফোনে আওয়াজ করতে পারবেন। আপনি যদি কাছাকাছি কোথাও ফোন হারিয়ে থাকেন তবে ওই আওয়াজেই খুঁজে পেয়ে যাবেন আপনার ফোন। এছাড়াও যদি আপনার ফোন চুরি হয়ে গিয়ে থাকে তবে ফোনের সব ডাটা ডিলিট করে ফেলতে পারবেন আপনি।

আশা করি উপকৃত হবেন এবং এরকম অারও টিউন পাবেন http://www.technoinfobd.com/ এ ধন্যবাদ৷

Level 0

আমি টেকনো ইনফো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস