আপনি জানেন কি অ্যাপেলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি কিভাবে কাজ করে? জেনে নিন সিরি কিভাবে তৈরি করা হয়েছে

আপনার যারা আইফোন ব্যবহার করেন বা করেছেন তারা সবাই আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি(Siri) এর সাথে পরিচিত। সিরি আমাদের কথা জবাব দিতে পারে। আমাদের বিভিন্ন কাজ করে দিতে পারে। আমরা কিছু বললে তা করতে পারে। কিন্তু কখন কি ভেবে দেখেছেন যে সিরি যে আপনার সাথে কথা বলে তা সে কিভাবে করে? আপনি কি বলছেন তা সে কিভাবে বুঝে? এবং কিভাবে সঠিক উত্তর দেয়? আজকে আপনি আপনাদের মাঝে এই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি।

আমরা ছোটবেলা থেকেই কথা বলতে পারি না। প্রথমে আমরা শুনে শুনে কথা শিখে ফেলি। তারপরে আমরা অক্ষর লেখা শিখি। তারপরে আসতে আসতে আমরা বাক্য লিখতে শিখি। এর পরে তা দিয়ে কত কিছু লিখে ফেলি। আমরা একটু একটু করে শিখি আমাদের কোথায় কি কথা বলা উচিত। কোথায় কি বলা উচিত নয়।

আমরা মানুষ পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণী। আমাদের জন্য এগুলো বলা সহজ হলেই কোন কম্পিউটারের জন্য মানুষের কথা বোঝা অনেক অনেক কঠিন। কারণ কম্পিউটার শুধু শূন্য আর এক বোঝে। বাকি কিছু বুঝে না। তাহলে বিভিন্ন ভয়েস অ্যাসিস্ট্যান্ট আমাদের কথা কিভাবে বুঝে উত্তর দেয়?

এই প্রশ্নের উত্তর খুব সহজ নয়। এর পিছনে রয়েছে অনেক দিনের প্রোগ্রামিং এবং রিসার্চ। অ্যাপেলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরির যে কথাগুলো আমরা শুনি তার সেগুলো যদিও মানুষের গলা। তবুও এই কথাগুলো সব কম্পিউটার জেনারেটেড। অ্যাপেলের সিরির জন্য অনেকগুলো ভয়েস আছে। ছেলে এবং মেয়ে উভয়ের ভয়েসই সিরিকে দেয়া যায়। তবে আপনি জানলে অবাক হবেন যে সিরির ভয়েস তৈরি করতে অ্যাপেলের মাত্র ১০ থেকে ২০ ঘণ্টার ভয়েস রেকর্ডিং প্রয়োজন।

তাই প্রথমে অ্যাপেল প্রথমে ১০-২০ ঘণ্টা কারো ভয়েস রেকর্ডিং করে। এই রেকর্ডিং এর মধ্যে যেমন হাসির কথা থাকে তেমনি আরো অনেক ধরনের কথা থাকে। তাই সিরি যখন কথা বলে মনে হয় আমাদের সামনে বসে কেউ কথা বলছে। তারপরে রেকর্ডিং এর কথাগুলোকে পিস পিস করে ভাগ করে ফেলা হয়। এবং বিভিন্ন এলগোরিদমের সাহায্যে এই কথার টুকরোগুলোকে এক করা হয়। ফলে আমরা সিরিকে যাই জিজ্ঞেস করি না কেন সিরি তার উত্তর দিতে পারে।

এমনকি সিরি এমন কথাও বলতে পারে যেই কথা কখনো রেকর্ডই করা হয় নি। এর পরে আরো নানা ধরনের এলগোরিদম ব্যবহার করে দেখা হয় জেনো সিরি কথা বললে আমাদের কাছে স্বাভাবিক মনে হয়। অ্যাপেল সিরিকে উন্নত করার জন্য কাজ করছে। আশা করা যায় ভবিষ্যতে সিরি আমাদেরকে আরো ভালভাবে বুঝতে পারবে। এবং আমাদের সমস্যা সমাধান করতে পারবে।

আজ এ পর্যন্তই। টিউনটি পরার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি কেমন লাগলো সবাই জানাবেন। এবং আপনারা কোন ধরনের টিউন বেশি বেশি চান তা টিউমেন্ট এর মাধ্যমে জানান। আমি সেই বিষয়ে লিখতে চেষ্টা করব। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন।

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস