আইফোনে লুকিয়ে থাকা কিছু তথ্য দেখে নিন বিশেষ কোড দিয়ে

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন, আমিও ভাল আছি। এইটা আমার প্রথম টিউন. সবাই দোয়া করবেন যাতে করে আপনাদেরকে ভাল ভাল টিউন উপহার দিতে পারি।

টেক জায়ান্ট অ্যাপলের আইফোনের ‘সিক্রেট’ ডেটা আর সেটিংস এ এক্সেস করা যাবে সহজ কয়েকটি কোড টাইপ করেই। আর একই উপায়ে পরিবর্তন করা সম্ভব ব্যক্তিগত সেটিংসও।

কোড টাইপ করার পর আইফোনে ‘ফিল্ড মোড’ নামে একটি ইন্টারফেস ওপেন হয়ে ব্যবহারকারীকে কাজগুলো করার সুযোগ দেবে। *3001#12345#* কোড টাইপ করে কল বাটনে চাপলেই অ্যাক্সেস করা যাবে আইফোনের ‘ফিল্ড মোড’। ফিল্ড মোড টুলটি আইফোনে থাকলেও, ব্যবহারকারীদের অনেকেই কার্যকরী এই টুল সম্পর্কে জানেনা। কোড টাইপ করে কল বাটনে প্রেস করলেই প্রথমে ধূসর হয়ে যাবে আইফোনের ডিসপ্লে, তারপর একে একে দেখাবে ফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটা। ফিল্ড মোড দিয়ে ব্যবহারকারী জানতে পারবে তার ফোনটি ঠিক কীভাবে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হচ্ছে এবং ফোনের নেটওয়ার্ক সিগনাল কতটা জোরালো। স্ক্রিন ইন্টারফেসে নেটওয়ার্ক সিগনালবিষয়ক তথ্য দেখানো হবে ডিসপ্লের বাম পাশের উপরের অংশে। স্কেল -৮০ এর কাছাকাছি থাকলে বুঝতে হবে সর্বোচ্চ নেটওয়ার্কে সিগানল পাচ্ছে আইফোন। আর যদি স্কেল -১২০ থাকে, তার মানে হল একেবারেই নেটওয়ার্ক সিগনাল পাচ্ছে না ফোনটি।

এ ছাড়া আরও বেশ কিছু কোড রয়েছে। *#33# কোডটির মাধ্যমে ফোনের কল নিয়ন্ত্রণবিষয়ক সেটিংস, *#43# টাইপ করে ফোনে ‘কল ওয়েটিং’ ফিচারটি চালু আছে কিনা এবং *43# কোডের মাধ্যমে ‘কল ওয়েটিং’ ফিচারটি চালু করে নেওয়া যাবে।

ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ

Level 0

আমি ইমাম হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

iPhone এর ইউটিউব ভিডিও ডাউনলোড এর বেপারে হেল্প চাই

মোঃ বায়জিদ ভাই আপনি https://www.techtunes.io/ios-apps/tune-id/251952 এই লিঙ্ক টি দেখতে পিপারেন আশা করি কাজে আসবে । ধন্যবাদ

Apple id Service = 300tk (cash/Bikash)
Contact – 01711414951
আপনার Email ID হোক আপনার Apple ID !
তাই আপনি থাকবেন নিশ্চিন্তে……………..
You just provide us
*Your Name
* Your Email
* Date of Birth
Note: This apple ID created on United State.
100% Genuine for Life Time.
বি.দ্র. : PASSWORD এর নিরাপত্তার জন্য আমরা আপনার Security Question এর Answer বুঝিয়ে দিব।

    lol……………. khulte 1 tk o lage na , valoi dhandabaji shikhcen