১। হোম পর্দায় বন্ধ এপস

IMG_3158

আপনি হোম বাটন চাপুন এবং হোম পর্দায় ফিরে যাওয়ার পরেও আপনার অ্যাপ্লিকেশন এখনও যদি হোম স্ক্রীন এ চলমান থাকে, তাহলে হোম বাটন ট্যাঁপ করুন যতক্ষণ না সকল ওপেন আপ্পস দেখা যায়ে। তারপর সওাইপ করে ক্লোজ করুন।

২। টেক্সট ডিলিট করুন

IMG_3159

যেহেতু আইফোনের স্টোরেজ ইউনিফাইড তাই অপ্রয়োজনীয় টেক্সট ডিলিট করুন।

৩। অপ্রয়োজনীয় গান ডিলিট করুন

IMG_3161

অপ্রয়োজনীয় গান যা আপনি শুনেন না টা আইফোনের ইউনিফাইড স্টোরেজের অনেক স্টোরেজ দখল করে থাকে। তাই অপ্রয়োজনীয় গান ডিলিট করুন।

৪। ভোয়েস মেইল ডিলিট করুন

IMG_3162

টেক্সট ও গানের মত ভোয়েস মেইল অনেক স্পেস দখল করে থাকে। তাই ভোয়েস মেইল থাকলে তা ডিলিট করুন।

৫। ফটো স্টোরেজ ওপটিমাইজ করুন

optimize_storage_icloud_photo_library_howto

যদি আপনার অনেক ছবি থাকে তাহলে ফটো স্টোরেজ ওপটিমাইজ করুন অবশ্যই।

৬। অকাজের আপ্পস ডিলিট করুন

IMG_3163

আইফোনের স্টোরেজ ইউনিফাইড তাই যে সকল আপ্পস আপনি ব্যবহার করেন না তা অবশ্যই ডিলিট করুন। আপ্পসটির উপর কিছুক্ষণ প্রেস করে ধরুন তাহলে “x”  মার্ক দেখা যাবে আপসটির উপর। এইবার  “x”  মার্কটির উপর প্রেস করলে আপ্পসটি ডিলিট হয়ে যাবে।

৭। স্টোরেজ সঞ্চয় করে এমন আপ্পস ব্যবহার করুন

shutter_streamnation-3-700x467

অনলইন স্টোরেজ ড্রপবক্স, গুগল ড্রাইভ, গুগল ফটোস, আইক্লাউড ড্রাইভ ব্যবহার করে ফোনের স্টোরেজ সেভ করা যায়ে।

৮। সাফারির ট্যাব গুল ক্লোজ করুন

IMG_3165

প্রতিবার সাফারির পেজ ওপেন হয় নিউ ট্যাবে। সেগুল ওপেন থাকলে ম্যানুয়ালি ক্লোজ করুন।

৯। আপনার ফোন ব্যাকআপ করুন

connect-with-pc-mac-iphone-2

আপনি যদি সবচয়ে বেশি স্পেস পেতে চান তাহলে রেগুলার ইউএসবি দিয়ে পিসি/ল্যাপটপ দিয়ে আইটিউনে কানেকট করে আপনার ফোন ব্যাকআপ করুন।

টিউনটি আগে প্রকাশিত হয়েছে  http://arcnet.ga  তে।

আর্কনেট

বাংলায়ে প্রযুক্তি