আইফোনে বাংলা টাইপ করার সবচেয়ে সহজ পদ্ধতি

আসসালামুয়ালাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন? আমিও আপনাদের দোয়াই ভালো আছি (আলহামদুলিল্লাহ্‌)।

আজ আপনাদেরকে এমন একটি এপস এর সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে আপনারা খুব সহজে আই-ফোনে বাংলা টাইপ করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তাহলে জেনে নিই_

প্রথমে আপনার আইফোন থেকে App Store এ যান তারপর KeyNounce Bennglai লিখে সার্চ দিন। এবং যে এপস টি আসবে সেটি ইনস্টল করে নিন। ইনস্টল করা শেষ হলে সেটিং / settings এ যান সেখান থেকে General > Keyboard > Keyboards > Add New Keyboard নিয়ে সেখানে Bengali Transliteration-Keyboard সিলেক্ট করুণ এখন Bangali Translteration ক্লিক করে Allow Full Access টা Allow করে দিন।

উপরে ছবিতে দেখানো লাল চিহ্নের মত আইকন আসবে সেখানে ক্লিক করে বাংলা মুড অন করে নিন। বাজ এখন আপনার কাজ শেষ। এখন বন্ধু-বান্ধবীদের সাথে বাংলায় এস, এম, এস, বা চ্যাটে মেতে উঠুন।

অবশ্যই এপসটি ডাউনলোড করার জন্য এপস স্টোরে আপনার একাউন্ট থাকতে হব এবং এপসটি ডাউনলোড করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে। 

বিঃ দ্রঃ Apps টি ইনেস্টল করার পর ওপেন করলে বাংলা লেখার জন্য কি কি করতে হবে তা ভিডিও আকারে দেখা যাবে।

➥ ভালো লাগলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন ঘুরে আসতে ... এখানে Click করুণ ...

লেখাটি আপনাদের সামান্য উপকারে আসলেই আমাদের সার্থকতা। ধন্যবাদ কষ্ট করে লেখাটি পড়ার জন্য।

Level 2

আমি খোকন আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার আইফোন নাই আমার কাজে লাগবে না 🙁 কিন্তু জাদের আছে তাদের কাজে লাগদে পারে । ধন্যবাদ

Level 0

Bhai, ios 7.1.2 jonno ki hobe? bangla note chara

    @mana: হে পারবেন। সরাসরি অপেরা মিনি সহ অন্যন্য সব জায়গায় বাংলা লিখতে পারবেন।

      Level 0

      @খোকন আলম: vaia kaj kore na.. search dile kono app pai na, Bengali translation name e ekta app dekha, but oita ios 8 chai

Level 2

এই নামে কোন কিছু পাওয়া গেল না।

Level 2

রিদ্মিক ridmik দিয়ে অনায়াসে বাংলা লেখা যায়। আর avro.im দিয়েও খুব সহজেই বাংলা লেখা যাচ্ছে।

Trail period over.. how to get full version without buying…???