Iphone 6 রিলিজ হওয়ার তারিখ, নিউজ এবং গুজব।

পবিত্র রমজান মাসে সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার প্রথম পোস্ট।
পোস্টটি সর্বপ্রথম প্রযুক্তি সাইট http://www.only71.com এ প্রকাশিত। সাইটটি আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন।  

4

আপনারা সবাই টেক জায়ান্ট কোম্পানি অ্যাপলের নাম শুনেছেন। তাদের বিশ্বমানের পণ্য দিয়ে এখন পর্যন্ত গ্রাহকদের মনে জায়গা করে রেখেছেন। তাদের স্মার্টফোনের সর্বশেষ পণ্যটি হল  Iphone 5। ইতি মধ্যেই Iphone 6 নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান রকম গুজব এবং  সেগুলো নিয়ে গ্রাহকদের মাঝে ব্যাপক উন্মাদনাও ছড়িয়ে পড়েছে । অ্যাপল যখন তাদের আইফোন ৪এস এর পর আইফোন ৫ রিলিজ করে তখন বিশ্বজুড়ে অনেক গ্রাহকদের মাঝেই হতাশার ছাপ বয়ে গিয়েছিল। কারন অ্যাপল নিয়ে বরাবরই গ্রাহকদের আশা থাকে অনেক।

এখন আবার অনেক গ্রাহকদের মাঝে প্রশ্ন জাগছে এর পরের আইফোনটি কেমন হবে? সেটি কি আইফোন ৫এস হবে নাকি আইফোন ৬ হবে??  ডিজাইনে কি কোন ভিন্নতা দেখা যাবে নাকি আগের মতই হবে? ১৩ মেগাপিক্সেলস ক্যামেরা কি পাওয়া যাবে আইফোন ৫ এস/৬ এ ??? এরকম অনেক প্রশ্ন।
আজ এরকম কিছু প্রশ্নেরই জবাব নিয়ে আমি এসেছি আপনাদের মাঝে।

আইফোন ৫এস এবং আইফোন ৬ দুটি আলাদা ফোনঃ

আইফোন এর পরবর্তী পণ্যটি কি আইফোন ৫এস হবে নাকি ৬ হবে এটা নিয়ে এখনও নিশ্চিত হতে পারছে না কেউই। তবে আইফোন ৩জি এর পর থেকে প্রতিটি আইফোন এর পরে একটি S যুক্ত করে ফোন বের করা হয়েছে। যেমনঃ আইফোন 3GS, আইফোন 4S। তাই আশা করা যেতেই পারে যে আমরা আইফোন ৫এস পাচ্ছি। আবার আমাদের চমক দেখিয়ে সরাসরি আইফোন ৬ ও বের করতে পারে অ্যাপল।

আইফোন 6 রিলিজ ডেটঃ

অনেকে এই গ্রীষ্মে তাদের হাতে পেতে চান আইফোন ৫এস এবং এই বসন্তেই দাব করছেন সবচেয়ে প্রতিক্ষিত আইফোন ৬!
Jefferies বিশ্লেষক Peter Misek এর মতে আমরা আগে আইফোন ৫এস দেখতে পাব। আর আইফোন ৬ এর মুখ দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে জুন, ২০১৪ পর্যন্ত।

2

আইফোন ৬ কেসিং এবং মূল্যঃ

অনেক প্রজুক্তিবিদই মনে করছেন যে অ্যাপল তাদের আইফোন ৬ এর কেসিং এর জন্য প্লাস্টিক এবং ধাতু মিশিয়ে এমন আস্তরন তৈরি করছে যেখানে বাইরে থেকে ভেতরের নকশা দেখা যাবে। আবার মার্চ ২০১৩ সালে কিছু KGI বিশ্লেষকদের মতে অ্যাপল আনবে তাদের সস্তা আইফোন যা এর আগের আইফোন থেকে ৭৫% কম দাম হবে। আবার অনেকে বলেন, নতুন আইফোনের মূল্য কমে হতে পারে ৩৯৯ ডলার। তবে এমন হওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা অ্যাপল বরাবরই দামের দিকে নয় বরং কোয়ালিটির দিকে নজর দিয়েছে। আরও জানতে এখানে ক্লিক করুন।

3

আইফোন ৬ ওএস, স্টোরেজ, প্রসেসরঃ

প্রযুক্তিবিদরা মনে করছেন আইফোন ৬ চলবে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ৭ দিয়ে।
স্টোরেজের কথা বলতে গেলে নতুন আইফোন ৬ এ দেখা যেতে পারে ১২৮ জিবি ধারনক্ষমতা। আমরা যেহেতু ১২৮ জিবি আইপ্যাড দেখেছি তবে ১২৮ জিবি আইফোন কেন নয়??
আর প্রসেসরের দিক দিয়ে খুব আহামরি কিছু দেখা নাও যেতে পারে। প্রসেসরটি হতে পারে কোয়াড কোর এ৭।

ক্যামেরা ও ভিডিওঃ

আমরা জানি অ্যাপল আগেই সনির কাছ থেকে ক্যামেরা সেন্সর কিনেছে। আইফোন ৬ এ দেখা যেতে পারে ১৩ মেগাপিক্সেলস ক্যামেরা যা খুব কম আলোতেও ভালো ছবি তুলতে সক্ষম হবে। সেই সাথে ফুল এইচডি ভিডিও তো থাকছেই।

5

স্ক্রীনঃ

আইফোন ৬ এর স্ক্রীনে অনেক পরিবরতন আসতে পারে। দেখা যেতে পারে ৪.৭ এবং ৫.৭ ইঞ্চির দুটি আইফোন। তবে আইফোন ৫এস অবশ্য এই দুটি আলাদা মাপে নাও দেখা যেতে পারে।

1

ওয়্যারলেস চার্জিং, আই ট্র্যাকিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বেটার ৪জি এলটিই...etc:

অনেকে বলছেন নতুন আইফোন ৬ এ দেখা যেতে পারে নকিয়ার মত ওয়্যারলেস চার্জিং। আরও থাকতে পারে আই ট্র্যাকিং ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আর আইফোন ৫ এ আগে থেকেই যেহেতু ৪ জি এলটিই রয়েছে তারপরেও অনেকে মনে করছেন আরও দ্রুতগামী ৪জি এলটিই নিয়ে আসতে পারে অ্যাপল।

আরও অনেক গুজব শুনতে পাওয়া যায় আইফোন ৬ নিয়ে। সব লিখতে গেলে দিন পার হয়ে যাবে। আমি আগেই বলেছি এটা আমার প্রথম পোস্ট কোন সাইটে। তাই অনেক সময় নিয়েই লিখেছি। আপনাদের ভালো লাগলে আমি আবার আসব আমার পরের পোস্ট নিয়ে। ভালো থাকুন।

পোস্টটি সর্বপ্রথম প্রযুক্তি সাইট http://www.only71.com এ প্রকাশিত।

Level 0

আমি Sohan71। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই I Phone কিনার সামর্থ্য নাই কিনলে Andirod কিমতে পারমু