আইফোনের হোম কী সুরিক্ষিত রাখতে এই দিকে আসুন।

সবাই আমার সালাম নিবেন। আশা করি সবাই ভাল আছেন । মুল কথায় চলে আসি । আমরা অনেকেই apple এর আইফোন ইউজ করি এবং অনেকেই আবার ইউজ করার জন্য আগ্রহী । সবারই কম বেশী ধারনা আছে আইফোন সম্পর্কে। আমরা সবাই জানি আইফোনের কী মাত্র একটি। এই একটি কী থাকার কারনে আইফোনের সমস্ত software ইউজ করার পর ওই একটি হোম কী দ্বারাই আবার আমারা হোম মেন্যু তে ফিরে আসি । এতে করে হোম কী টির উপর বিরাট পেসার পরে । এর ফলে হোম কী টি নষ্ট হয়ে যেতে পারে । যদি আমরা একটু সচেতন হই তাহলে আইফোনটির হোম কী নষ্ট না হওয়া থেকে রক্ষা পেতে পারি। কিভবে আসুন দেখি ।

আপনাকে প্রথমে setting option সিলেক্ট করতে হবে । settings option থেকে General option সিলেক্ট করে নিচের দিকে গিয়ে Accessibility option সিলেক্ট করুন । তারপর Accessibility option এর নিচের দিকে গিয়ে AssistiveTouch option দেখতে পারবেন AssistiveTouch option টি সধারনত off করা থাকে তা On করে দিন। কিচ্ছা খতম। আপনার হোম মেন্যুতে ছোট্ট করে গোল আকারের একটি আইকন আসবে এই আইকনটি আপনার হোম কী এর কাজ করবে ।
# ও একটা কথা বলতে ভূলে গেছি । যাদের হোম কী নষ্ট হয়ে গেছে তারাও এই সিস্টেম এ হোম কী এর কাজ করতে পারবেন।
আমি screenshot দিতে পারছি না । তাই screenshot দিতে পারলাম না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ।
আমার পোষ্ট টিতে যদি কোন ভূল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
আইফোনপ্রেমিদের জন্য আমি এই https://www.facebook.com/iPhone1873 পেইজটি তৈরী করেছি ইচ্ছা হলে লাইক মারতে পারেন।

Level 0

আমি Mohammad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I study in Daffodil International University. Programme BBA..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

apnar firmware version ki? amar ta 4.1 ar tate AssistiveTouch option nai… 🙁

    Level 0

    @iTpoka: এইটা শুধুমাত্র iOS 5.1.1 এর পর থেকে কাজ করে।

ভাই এই টিউন টি যদি কয়েক দিন আগে করতেন তাহলে হয়ত আমার হম বট্টন টি বাচানো যেত…।
তারপর জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমারটার version 6.1.3 আর firmware হচ্ছে 3.4.03 .

টিউন করব করব করে করা হয়ে উঠেনি , আজ করে ফেললাম । তবে আপনার হোম বাটন টির জন্য খারাপ লাগছে । আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার টিউন টি পড়ার জন্য.

Level 0

Excellent tune. thanks a lot.

আপনাকেও ধন্যবাদ টিউন টি পড়ার জন্য।

Level 0

এইটা শুধুমাত্র iOS 5.1.1 এর পর থেকে কাজ করে। এই প্রবলেমে অনেকেই পড়েন। যাই হোক সুন্দর টিউন। ধন্যবাদ আপনাকে।

Roy::: –ধন্যবাদ আপনাকে ।

onak thnx vi – khub e important akta tips ar jonnay

Level 0

thanks allot..