iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন

আপনি যদি আপনার Laptop বা iPad নিয়ে কোথাও বাহির হন বা ভ্রমণ করেন এবং সেখানে কোন WiFi সংযোগ সুবিধা নাই কিন্তু সাথে iPhone আছে তাহলে আপনার আইফোন টি একটি মোবাইল মডেম এ রূপান্তরিত করা সম্ভব এবং আপনার iPhone এর Internet Access আপনার Laptop/PC বা iPad এ use করতে পারেন।

Warning: আপনার iPhone এ Unlimited data plan কাছে কি? কারন এটি ব্যয়বহুল, যদি আপনি iPhone সংযোগ দিয়ে কোন software ডাউনলোড করেন।

Instructions

Step 1
আপনার iPhone ''Setting'' আইকন এ Click করেন
তারপর উপর থেকে তৃতীয় বা চতুর্থ নম্বর এ আপনি দেথতে পরবেন ''Personal Hotspot''
Or
যদি আপনি তা না দেথতে পান তাহলে
Scroll down করে ''General'' এ ক্লিক করে ''Network’' এ Click করুন
তারপর স্ক্রল করে নিচে দেখুন ''Personal Hotspot'' এর জন্য
এটাকে ''ON'' করুন এবং নিচে দেখতে পারবেন যে ''Password'' দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এটাকে Change করতে পারেন (যাতে করে অন্যরা আপনার iPhone এর সাথে সংযোগ করে Data ব্যবহার করতে না পারে।

Step 2

2a. WiFi এর মাধ্যমে সংযোগ করুন
আপনার iPhone এর WiFi কে ON করুন
এখন আপনার Laptop, iPad বা PC তে যান এবং ''WiFi'' আইকন বা ইন্টারনেট সংযোগ এ ক্লিক করুন
তারপর আপনি আপনার Laptop বা PC তে WiFi তালিকায় আপনার iPhone নামটি দেখতে পারবেন
সুতরাং এটি Select করুন ও 'Password' টি টাইপ করুন (iPhone এর Personal Hotspot
অনুযায়ী)

2b. USB এর মাধ্যমে সংযোগ করুন
যদি আপনার Laptop এ ওয়াইফাই না থাকে
আপনার iPhone কে ল্যাপটপ সঙ্গে USB তার দ্বারা সংযোগ করুন
তারপর Laptop এর "Network Preferences" এ Click করে আপনার iPhone কে Select করুন (as a internet connection)
শেষে ''Apply'' তে Click করে Internet Connect করুন।

2c. Bluetooth এর মাধ্যমে সংযোগ করুন
Mac OS X এর জন্য
'‘System Preferences’' এ click করুন
''Bluetooth'' আইকনটিতে ক্লিক করুন
"+" বাটন ক্লিক করুন এবং ডিভাইসের তালিকা থেকে আপনার iPhone ক্লিক করুন
"Continue" তে Click করুন Bluetooth password প্রদর্শন টা দেখার জন্য
তারপর প্রদর্শনীয় Password টা আপনার iPhone এ টাইপ করে এটিকে Device এর সাথে সংযোগ করুন।

Windows এর জন্য
Laptop এ ''Start'' এ Click করে ''Network'' এ click করুন
Select "Hardware and Sound" এবং ‘Bluetooth Devices’ ক্লিক করুন
"Add" এ ক্লিক করুন এবং "My device is set up and ready to be found." ক্লিক করুন
Select "Next," "iPhone" এবং "Next." S
Elect "Choose a passkey for me" এবং "Next'' এ চাপোন
আপনার iPhone সম্মুখের passkey টি লিখুন এবং আপনার ডেস্কটপে "Finish" নির্বাচন করুন।

Thanks Everybody

Jewel

Level 0

আমি mkjewel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

its really usefull information for us…thx a lot

ভাইয়া সত্যি এটা আমি অনেক দিন ধরে খুচ্ছিলাম। আমি আইফোন ব্যবহার করি প্লিস আপনি আইফোন নিয়ে আর কিছু টিউন করুন। আর না হয় আমাক skype বাঁ অন্ন কোন ভাবে কিছু শিখান

Level 0

thnx guys, and i’ll post thousand of tunes about Apple Products so just keep with me..

ios 6.0.1 needed …… am i ri8 ???

Level 0

no, u r not. its all about your mobile internet access n network signal, its doesnt mean wht virsion u got in your phone.

VAI NA JENE POST KORA THIK NA. i have iphone & there is no seach option u said.it may be available for ios 6.@MKJewel.

Level 0

sir, apni kon search r kotha boltesen ami jani na? mobile a ki ”Personal Hoptspot” show kore na virsion 6.0.1 na thakle na ki onno kiso amak bojay bolen plz. r haa dats great news dat u have iphone.

6.1.2 personal hotspot show korena, kothai pabo