ট্যাব কেনার ব্যাপারে আপনাদের বিশেষ সহযোগিতা চাচ্ছি।

১০০% অফ টপিক (১০০% নিরুপায় হয়ে)ঃ

আমি ৫-২০ হাজারের মধ্যে একটি ট্যাব কিনবো।পূর্ব কোন অভিজ্ঞতাই নেই।এই দামের মধ্যে কোন ব্র্যান্ডের ট্যাব ভালো হবে,দয়া করে একটু জানাবেন আমাকে।সম্পূর্ণ নতুন কিনবো মাল্টিপ্লান থেকে।বর্তমানের ট্যাবগুলো গুলো দিয়ে একটি পিসির প্রায় সব ধরণের কাজ করা যায় কি না?? সবাইকে অযথা ডিস্টার্ব করার জন্য আন্তরিক ক্ষমা প্রার্থী।একইসাথে আপনাদের সৎ পরামর্শ প্রার্থী।সবাইকে ধন্যবাদ।

Ainol Brand এর ট্যাব কেমন হবে।এ ব্যাপারে কম দামে ভালো জিনিস পাবার আশা করছি যদিও আপনাদের পরামর্শই চূড়ান্ত।

শুভ শুক্রবার।

Level 0

আমি sabuj7। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া আমিও কিনব, দুইটা পছন্দ হয়েছে। Symphony T8Q এবং Walton Walpad 8B. আপনিও দেখতে পারেন।

    Level 0

    @নাফিউল ইসলাম: Ainol Brand এর ট্যাব কেমন হবে।এ ব্যাপারে কম দামে ভালো জিনিস পাবার আশা করছি যদিও আপনাদের পরামর্শই চূড়ান্ত।

Asus Fonepad ME175CG kinte paren. Price porbe 16500 taka. Besh valo configuration and performance.

    Level 0

    @princeofpersia: Ainol Brand এর ট্যাব কেমন হবে।এ ব্যাপারে কম দামে ভালো জিনিস পাবার আশা করছি যদিও আপনাদের পরামর্শই চূড়ান্ত।

অামি Laptop কিনবো (৩০,০০০ – ৩৫,০০০) এর মধ্যে। কোনটা ভাল হবে Please Help.

    Level 0

    @আল-আমিন: HP 1000.

Level 0

আমি symphony T8q এবং wallpad 8b দুইটাই use করেছি। wallpad 8b সাইজে কিছুটা ছোট(7.85 inch) হলেও mini hdmi cable এর জন্য 8b এনেছিলাম। আনার পর দেখি এর app manage এ Move to sdcard option টি নাই। ভাবলাম OS এ problem তাই customar care এ গেলাম। ওরা বললো এটা নাকি এমনই। পরে অইটা বিক্রি করে T8Q কিনলাম। T8Q full 8 inch. 16 gb ROM. এর মধ্যে 1.7 gb internal memory, 11 gb internal sd. app 32gb external memory তে install দেয়া যায়। OTG দিয়ে keyboard, mouse, pendrive, card reader চালানো যায়। কিন্তু symphony এই tab টি আর বিক্রি করছে না। ওদের নাকি এই tab এর বিক্রির target complete হয়ে গেছে। যদি এই tab টি কিনতে পারেন তবে অনেক ভালো হবে।

    Level 0

    @Naiem: Ainol Brand এর ট্যাব কেমন হবে।এ ব্যাপারে কম দামে ভালো জিনিস পাবার আশা করছি যদিও আপনাদের পরামর্শই চূড়ান্ত।TAB কিনবো না কি PHAB কিনবো?