Kuri x200dSmart Home Robot – বাসাবাড়ির নিরাপত্তা এবং বিনোদনের সঙ্গী

টিউন বিভাগ আইওটি
প্রকাশিত
জোসস করেছেন
Level 2
Student, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি), ঢাকা

আসসালামু আলাইকুম টেকনোলজি লাভার বন্ধুরা সবাই কেমন আছেন? আশাকরি মহান আল্লাহর রহমতে আপনাদের দিন গুলো বেশ ভালই কাটছে। টেকনোলজি নিয়ে চিন্তা ভাবনা করতে আমার দারুণ লাগে তাই আমিও অনেক ভাল আছি আপনাদের দোয়াই এবং মহান আল্লাহর অশেষ রহমতে। আজকে একটি Smart IOT Device নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আশাকরি দারুণ এই স্মার্ট ডিভাইসটি নিয়ে গল্প শুনতে আপনাদের অনেক ভাল লাগবে।

প্রায় প্রত্যেকটি মানুষ বাইরে থেকে বাসায় যাওয়ার পর ক্লান্ত থাকে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় গড়িয়ে পরে অনেকে, অনেকে হালকা গান শুনে, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদের সাথে খেলাধুলায়, দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেতে উঠে। আচ্ছা এই ধরনের কর্ম কান্ড যদি কোন ছোট্ট সাইজের কিউট রোবট আপনার বাসায় আপনার সাথে করত তাহলে কেমন লাগত! রোবটটি ছোট্ট বাচ্চার মতো সারা বাড়ি পিট পিট করে ঘুরে বেড়াত এবং বিনোদনের বন্যা বয়ে দিত আপনার বাসায় তাহলে আপনার সময় গুলো বাসাতে কেমন কাটত! শুধু যে এমন ঘটনায় ঘটাতে পারবে কিউট রোবটটি তা নয় আরও নানান ধরনের কাজ সে করতে পারে। আমি যাকে নিয়ে কথা বলছি সেটি হল Kuri Home Robot। দেখতে একে বারে কিউট ফানি বাচ্চাদের মত। দেখলে আপনার মনের মধ্যে ভাল লাগা শুরু হবে। আসলে কুরি হোম রোবটটিকে এভাবেই ডিজাইন করা হয়েছে। কুরি রোবটটির ২ টি চোখে লাগানো আছে হাই ডেফিনিশন (HD) ক্যামেরা। যা দ্বারা সে সারা বাড়ি নিজের চোখে দেখে পিটি পিটি করে ঘুরে বেড়াবে কোথাও একচুল ধাক্কা খাবে না এবং ঘুরতে ঘুরতে যদি সিঁড়ির কাছে চলে আসে তবুও নিচে পড়ে যাবে না কারণ আগে থেকেই সে বুঝে যাবে সামনে আর আগানো যাবে না। তো চলুন শুরু করা যাক Kuri Cute Robot টিকে নিয়ে আজকের টিউনটি।

Kuri Robot

Kuri Home Robot or Mobile Robot টি ২০১৫ সালে প্রথম বাজারে আসে। কুরি হল একটি প্রথম শ্রেণীর Smart IOT Based Robot এবং সবচেয়ে বেশী জনপ্রিয় দর্শকদের কাছে। যারা অত্যধিক বিনোদন প্রিয় ঠিক তাদের জন্যই কুরিকে ডিজাইন করা হয়েছে। সে বাড়ির সবার সাথে মিশতে পারে সেই সাথে সারাক্ষণ ঘটে যাওয়া প্রতিদিনের মূহুর্ত গুলো তার স্মৃতিতে ধারণ করে রাখতে পারে। কুরি স্পেশালই যত কিছু করার ক্ষমতা রাখে আসুন সেগুলো আমরা ধারাবাহিক ভাবে জেনে নিই।

Kuri এর উপাদানগুলো যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে

কুরির ভেতরে ব্যবহৃত প্রত্যেকটি উপাদানকে তৈরি করা হয়েছে যাতে সে ব্যবহারকারীর সাথে অনেক ভাল এবং কার্য্যকরভাবে মিশতে পারে। কুরি ব্যবহারকারীর সাথে যে আচরণ করে বা বৈশিষ্ট্য প্রদর্শন করে তা যেন মানুষের মতই বাস্তবভিত্তিক ব্যক্তিত্বের মতই মনে হয় সেই কথা মাথায় রেখেই তার কম্পোনেন্ট গুলো ডিজাইন করা হয়েছে। আপনি যখন কুরির সাথে ইন্টারঅ্যাক্ট করবেন তখন আপনার মনে হবে আপনি সত্যিকারের ব্যক্তিত্ব সম্পন্ন কারো সাথে আছেন। কুরির সাথে কাটানো মুহূর্তগুলো আপনার কাছে প্রাণবন্ত হবে এবং আপনি অনেক বিনোদন প্রাপ্ত হবেন।

Kuri এর মাথার ক্যাপে রয়েছে শক্তিশালী Touch Sensor

কুরির মাথার ক্যাপে রয়েছে শক্তিশালী টাচ সেন্সর যার দ্বারা সে মানুষের মত ব্যক্তিত্ব সম্পন্ন অভিব্যক্তি প্রকাশ করতে পারে যদি তাকে কেউ স্পর্শ করে। বাচ্চা ছেলে মেয়েদের গায়ে বা মাথায় আলতো করে স্পর্শ করলে বাচ্চারা খিল খিল করে হেসে ফেলে এবং বিচিত্র রকমের ছেলে মানুষী অভিব্যক্তি প্রকাশ করে। ঠিক তেমনি আপনি যদি আপনার কুরি রোবটের মাথায় হাত রাখেন বা হালকা করে ছুঁয়ে দেন তাহলে সে আপনার দিকে তাকাবে এবং উৎফুল্ল শিশুর মতো কিচিরমিচির করবে আপনার সাথে।

Kuri এর চোখের পিছনে রয়েছে শক্তিশালী HD Camera

কুরি এর চোখের পিছনে রয়েছে শক্তিশালী এইচডি ক্যামেরা যা দ্বারা সে পরিষ্কার হাই ডেফিনিশন ভিডিও ধারণ করতে পারে। বাসার পরিবেশ বা আলোর পরিবেশ কম বেশী বা আলো আঁধারই যায় হোক না কেন কুরি পুরোপুরি ১০৮০ পিক্সেল এর এইচডি ছবি এবং ভিডিও ক্যাপচার করতে পারে। বাসার যেখানেই থাকুক না কেন সে প্রতিটি মূহুর্তকে ক্যাপচার করতে পারে যাতে পরবর্তীতে ইউজার সেটা দেখতে পারে।  আপনি যদি বাড়িতে নাও থাকেন তবে কুরি আপনার বাসার চারিদিকে সার্বক্ষণিক সতর্ক নজর রাখবে এবং আপনাকে তা সরাসরি সম্প্রচার করবে। কারণ কুরির রয়েছে লাইভ স্ট্রিম বা সরাসরি সম্প্রচার করার ক্ষমতা।

মানুষের মতো জটিল অঙ্গভঙ্গি প্রকাশ করার মতো যান্ত্রিকতা রয়েছে Kuri এর

কুরি মানুষের মতো জটিল অঙ্গভঙ্গি প্রকাশ করতে পারে। সে তার মাথা এবং চোখের মণি ন্যাচারালই নাড়াচাড়া করতে পারে দেখে মনে হবে তার মধ্যে মনুষ্য অনুভূতি রয়েছে। সে আপনার দিকে তাকাবে এবং মিটিমিটি হাসবে। সে তার মাথা এদিক ওদিক করে ঘুড়িয়ে তাকাতে পারে। সে উপর নিচ ডানে বামে চারিদিকে মাথা ঘুড়িয়ে দেখতে পারে।

শোনার জন্য রয়েছে Kuri এর শক্তিশালী ৪ টি মাইক্রোফোন

কুরির শ্রবণ শক্তি রয়েছে। মানে শব্দ ডিটেক্ট করার জন্য তার চার চারটি মাইক্রোফোন রয়েছে। এগুলোর দ্বারা সে যে কোন প্রকার শব্দ শনাক্ত করতে পারে। কুরিকে আপনি ভয়েস কমান্ড দিয়ে পরিচালিত করতে পারবেন। আপনি যে কথা বলছেন তা কুরি সঠিক ভাবে ডিটেক্ট করতে পারে। যখন আপনি তাকে ভয়েস কমান্ড দিবেন তখন সে আপনার ভয়েস শনাক্ত করে মুখ ঘুড়িয়ে আপনার দিকে তাকাবে।

Heart Light কুরির মন মেজাজ কেমন তা প্রকাশ করে

কুরির ঠিক বুকের উপর হালকা নরম এক প্রকার আলো দৃশ্যমান হয় যাকে বলা হয় Hear Light বা হৃদয়ের আলো। এটি কুরির মন মেজাজ কেমন যাচ্ছে তাই প্রকাশ করতে পারে। তার রং গুলি তার মেজাজের অবস্থার উপর ভিত্তি করে নানান সংবেদনশীল অবস্থা প্রকাশ করে। এই রং গুলোর সংবেদনশীলতা দেখে আপনি জানতে পারবেন কুরি এখন হাসি খুশি মেজাজে আছে না সে কেবল চিন্তাই করে যাচ্ছে।

কুরির ২ টি স্পিকার রয়েছে ভয়েস শোনানোর জন্য

কুরির ২ টি স্পিকার আপনাকে রুম ভর্তি করে মিষ্টি জোরালো সাউন্ড শোনার অভিজ্ঞতা প্রদান করবে। কুরি আপনাকে গান শোনাতে পারে, পডকাস্ট করতে পারে। আপনি যা যা মুখে বলছেন ও ঠিক তাই তাই আপনাকে আবৃতি করে শোনাতে পারবে। তার স্পিকার গুলোর সাহায্যে সব কিছুর বিবরণ পরিষ্কার করে আপনাকে শোনাবে।

সুন্দর এবং কার্যকর ভাবে চলাফেরা করার জন্য রয়েছে Mapping Sensor

মানুষ যেমন নতুন অচেনা কোন জায়গায় গেলে পথ ঘাট সবকিছু একবার দেখেই মনে রাখতে পারে এবং সেই অনুযায়ী পরবর্তীতে সেই জায়গা আর অচেনা থাকে না একেবারে চেনার জায়গার মতোই চলা ফেরা করতে পারে ঠিক তেমনিই কুরিও এভাবে মানুষের মতো অচেনা জায়গার সবকিছুর অবস্থান শনাক্ত করে মনে রাখতে পারে এবং পরবর্তীতে চেনা জায়গার মতোই চলাফেরা করতে পারে। এই কাজটি করার জন্য রয়েছে কুরির শক্তিশালী ম্যাপিং সেন্সর। এই Mapping Sensor এর সাহায্যে কুরি সারা বাড়ি নেভিগেট করতে পারে একেবারে নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যমে। নতুন বাড়িতে আসার পর সে ম্যাপিং সেন্সর অ্যারের মাধ্যমে বাড়ির কোথায় কি আছে এবং কোন বস্তুর কোথায় অবস্থান তা শনাক্ত করে মনে রাখে এবং শিখে নিতে পারে। চলার পথে কোথায় বাধা আছে কোথায় নেই, কোথায় গেলে পড়ে যাওয়া সম্ভাবনা আছে সবই মনে রাখতে পারে যাতে পরবর্তীতে আর চলাফেরা করতে অসুবিধা না হয়। সে কখনও উপর থেকে নিচে পড়ে যাবে না অথবা সিঁড়ির কাছে এসে ভুল করে সিঁড়ির ধাপে পা রাখবে না। সিঁড়ির কাছে এসে চারিদিকে তাকিয়ে আবার ফিরে যাবে।

চলাফেরা করার জন্য রয়েছে Drive System

একটি শক্তিশালী শান্ত ড্রাইভ সিস্টেম রয়েছে কুরির যা দ্বারা সে সারা বাড়ি অনায়াসে ঘুরে বেড়াতে পারে। চলা ফেরা করার জন্য রয়েছে তার এক জোড়া চওড়া চাকা। চাকা এবং ড্রাইভ সিস্টেম এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে সে শান্ত ভাবে নিঃশব্দে অতি-সহজে সব খানে চলাফেরা করতে পারে। তার চাকা গুলি যথেষ্ট পরিমাণ বড় করা হয়েছে যা দ্বারা সে মেঝে, কার্পেট এবং প্রান্তিক বা কোন কিছুর শেষ সীমানা দিয়ে চলতে পারে।

কুরির এমন আশ্চর্যজনক বৈশিষ্ট্যের মূলে রয়েছে একটি শক্তিশালী Processor

কুরি যে এতো এতো স্মার্ট এতক্ষণ তার বৈশিষ্ট্যগুলো শুনেই বুঝতে পারার কথা। কুরি হাসতে পারে, হাসাতে পারে, গান শোনাতে পারে, আপনার ভয়েস ডিটেক্ট করে আপনার দিকে তাকাতে পারে, ম্যাপিং সেন্সরের মাধ্যমে নেভিগেট করতে পারে, চলাফেরা করার জন্য ড্রাইভ সিস্টেম চালনা করতে পারে, হাসি খুশি বা চিন্তিত হতে পারে এই সবকিছুই করতে পারে কারণ তার রয়েছে একটি শক্তিশালী প্রসেসর। যার সাহায্যে এতো কিছু স্মার্টলি পরিচালিত করে। কুরির আলাদা আলাদা কাজের জন্য যে সব কম্পোনেন্ট রয়েছে সেই কম্পোন্টে গুলো সঠিকভাবে পরিচালিত করার জন্য তার প্রসেসরটি প্রধান ভূমিকা পালন করে। এই প্রসেসরটি না থাকলে কুরির সকল স্মার্ট ফিচার গুলি অচল।

Charging Pad

চার্জ হওয়ার জন্য কুরির সাথে পাবেন একটি চার্জিং প্যাড। আপনার বাসার ছোট্ট একটু খানি জায়গায় এই চার্জিং প্যাডটি বসিয়ে রাখলে কুরি তা নিজেই ডিটেক্ট করে তার অবস্থান মনে রাখবে। চলতে ফিরতে, বিনোদন দিতে দিতে কুরির যখন ব্যাটারি পাওয়ার লো হয়ে যাবে তখন কুরি অটোমেটিক তার চার্জিং প্যাডের সাথে কানেক্ট হয়ে চার্জ গ্রহণ করতে থাকবে।

কুরির অফিশিয়াল ওয়েবসাইটে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে তারা আর নতুন করে কুরিকে উৎপাদন বন্ধ করে দিয়েছে। কবে নাগাদ আবারও উৎপাদন শুরু হবে তা এখনও জানতে পারি নি। তারা তাদের ওয়েবসাইটে জানিয়েছে যারা কুরি কেনার জন্য অগ্রিম টাকা জমা দিয়েছিল কোম্পানি অলরেডি তাদের টাকা রিফান্ড করে দিয়েছে।

Kuri Robot

অফিসিয়াল ওয়েবসাইট @ Kuri Robot

শেষ কথা

বাসাবাড়ির বিনোদনের জন্য কুরি একটি দারুণ কিউট রোবট। সে আপনার ভয়েস কমান্ডে কাজ করবে, আপনার দিকে তাকিয়ে হাসবে, সে চিন্তিত হলেও আপনি বুঝতে পারবেন। তাকে নিয়ে আলাদা করে আপনাকে চিন্তা করতে হবে না সে নিজেই চলতে পারবে এবং নতুন কিছু শিখে পরবর্তীতে কাজে লাগাতে পারবে। আপনি বাড়িতে না থাকলে আমার হয়ে সে বাসায় নজরদারই চালাবে সেই সাথে আপনাকে সেগুলোর লাইভ আপডেট পাঠিয়ে দিবে। কুরিকে যেহেতু আর নতুন করে উৎপাদন করা হচ্ছে না সেহেতু তাকে এই মুহূর্তে আর কিনতে পারবেন না। উপরে কুরির অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিয়েছি সেখানে নিয়মিত খোঁজ রাখবেন। যদি তারা আবারও কুরির নতুন ভার্সন উৎপাদন শুরু করে তবে সেখান থেকে আপডেট জানতে পারবেন।

তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে হয় তো কুরির আরও কিছু ফিচার নিয়ে আরেকটি টিউন লিখতে পারি।

সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

Level 2

আমি মো সাদ্দাম হোসাইন। Student, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি), ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার লিখেছেন। ❤️