আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশাকরি ভাল আছেন। আমি আল্লাহর রহমতে ভালই আছি। প্রযুক্তি দিন কে দিন উন্নত হচ্ছে আর মানুষের আবেগ দিন কে দিন কমে যাচ্ছে। বেড়ে যাচ্ছে মানুষের ব্যস্ততা। এই ব্যস্ত দুনিয়ায় প্রয়োজন ছাড়া কেউ কোন কিছু ভাবে না। আর এই ভাবা না ভাবার ভিতর দিয়েই বিজ্ঞানীরা পার করছেন ব্যস্ত সময় নতুন কোন গবেষণায়। প্রযুক্তি প্রতিষ্ঠান গুলো পাল্লা দিয়ে একের পর এক পিলে চমকানো ডিভাইস বাজারে ছেড়ে চলেছে। এতো প্রোডাক্টের ভিড়ে কোনটা রেখে কোন নিয়ে লিখব ভেবেই কুল পাওয়া মুশকিল। অমুক কোম্পানির তমুক ডিভাইসটিতে এই সুবিধা তো তমুক কোম্পানির ওইটাতে অমুক সুবিধা।
আজকে সেই রকম দুই প্রতিষ্ঠানের তিনটি স্মার্ট ডিভাইস নিয়ে আলোচনা করব। একটি হল August এর Doorbell Cam এবং Smart Lock এই দুটি ডিভাইস আর আরেকটি হল Amazon এর Dashbutton। তো বন্ধুরা চলুন শুরু করি আজকের টিউন “স্মার্ট লক এবং ডোরবেল”।
আমাজনের ড্যাশ বাটন এমন একটি আইওটি ডিভাইস যা আপনার বাসার ওয়াইফাই এর সাথে কানেক্ট হতে পারে এবং বাসায় ব্যবহার করার জন্য নানা ধরনের জিনিষপত্র অনলাইন থেকে যোগার করে দিতে পারে। এই ডিভাইসটি থাকলে আপনার বাসায় ব্যবহার করার জন্য প্রয়োজন এমন কোন জিনিষের অভাব-বোধ করবেন না। আপনার জন্য এটি কোমল পাণিয় বা সফট ড্রিঙ্ক, গ্লোসারী প্রোডাক্ট, মেডিক্যাল এবং ব্যক্তিগত পরিচর্যার জন্য ব্যবহৃত প্রোডাক্ট ইত্যাদি খুঁজে দিবে। এমনকি আপনি যদি কোন পোষা প্রাণী পছন্দ করেন তাও অ্যামাজনের এই স্মার্ট ড্যাশ বাটন সেই ব্যবস্থাও করে দিবে। এটি মূলত আমাজনের একটি সাবস্ক্রিপশন সার্ভিসের আওতায় কাজ করে। আপনাকে প্রতি মাসে বা নির্দিষ্ট পিরিয়ডে আমাজনকে পে করতে হবে।
গ্রাহক যদি এই ড্যাশ বাটনের সঠিক এবং প্রপার সদ্ব্যবহার করতে চাই তবে সেই গ্রাহক কে অবশ্যই অ্যামাজনের প্রিমিয়ার মেম্বার হতে হবে। এই সুবিধাটি শুধুমাত্র অ্যামাজনের পেইড প্রিমিয়ার মেম্বাররাই পেয়ে থাকে।
১. অ্যামাজন ড্যাশ বাটন এটির ব্যবহারকারীকে খুবই দ্রুত যে কোন প্রোডাক্ট অর্ডার করে দিবে এবং দ্বিতীয়বার কোন প্রকার মেসেজ করার প্রয়োজন নেই। এটা গ্রাহকের সময় বাঁচায় যাতে প্রোডাক্ট খোঁজার জন্য কোন সময় ব্যয় করতে না হয় ইউজারকে।
২. এটা ব্যবহারকারীকে তার পছন্দের জনপ্রিয় প্রোডাক্ট ব্রান্ড থেকে পুনরায় অর্ডার করে দেই। যেমন কিছু প্রোডাক্ট সচরাচর ব্যবহার করা হয় তার মধ্যে বাউন্টি, টাইড, কটনেল, গ্লাড এবং ক্লোরক্স ইত্যাদি অন্যতম।
৩. ব্যবহারকারীর যদি একটি পূর্বের অর্ডার কমপ্লিট না হয়ে থাকে তবে এটি নতুন করে আর অর্ডার করতে দেবে না। নতুন অর্ডার করতে দেবে তক্ষুনিই যদি ব্যবহারকারী একের অধিক অর্ডারের অনুমতি দেয় তবে।
৪. এটি এমন একটি আইওটি IOT Device যা ব্যবহারকারীর জীবনধারাকে সহজ সিম্পল এবং সুন্দর করে তোলে এবং সেই সাথে এটিকে ভাল এবং বিশ্বস্ততার জন্যও তৈরি করা হয়েছে।
এই আইওটি ডিভাইসটি আপনি অ্যামাজনের ওয়েবসাইট থেকেই কিনতে পারবেন যা আমেরিকান ডলারে ৪.৯৯ ডলার সাবস্ক্রিপশনে পাবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Amazon Dash Button
August ডোরবেল ক্যাম হল একটি শক্তিশালী আইওটি সাপোর্টেড ডোরবেল ক্যামেরা। এটি আপনার দরজার গতিবিধি এবং আশপাশে দরজার কাছের সব অবজেক্টকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে চলে এবং ডাটা সংরক্ষণ করে। এটি একটি কার্যকর উদ্ভাবন, আইওটি প্রোডাক্টের দুনিয়ায়। এই স্মার্ট ডোরবেলটি আপনার হয়ে যে কোন দূরত্বেই আপনি থাকুন না কেন সেখান থেকে উত্তর প্রদান করতে দেবে আপনাকে। আপনার দরজার ধাপে বা কাছে যে কোন ধরনের চলাফেরা এটা ডিটেক্ট করে এবং সেই ডাটা ক্যাপচার করে রাখে। আপনার দরজায় কে আসল আর কে গেল সবই আপনি জানতে পারবেন এটার সাহায্যে যদিও আপনি বাসায় না থাকেন তবুও। এই স্মার্ট ডোরবেলটির মাধ্যমে সব জানতে পারবেন এবং যে খানেই আপনি থাকুন না কেন আপনি উত্তর দিতে পারবেন।
১. এই ডোরবেলটি আগস্ট কোম্পানির সকল স্মার্ট লক এর সাথে কানেক্ট থাকে এবং বন্ধন তৈরি করে। তাই আপনার কোন গেস্ট যদি বাসায় আসে তবে এটি তাকে বাসার মধ্যে ঢুকতে দেবে আপনার অনুমতি সাপেক্ষে।
২. পরিষ্কার ইন্টিগ্রেটেড ফ্লাডলাইটের আলো সরবরাহ করে এবং ফুল এইচডি ভিডিও এমনকি ফুল কালার সহ সরবরাহ করে।
৩. আপনার দরজার সামনে সব সময়ের জন্য এটি নজরদারই অব্যাহত রাখে এবং কোন রূপ নড়াচড়া নজরে এলে টিক টিক শব্দ করে সর্তক করে।
৪. রাতদিন ২৪ ঘণ্টা এটি ভিডিও রেকর্ড করে চলে।
৫. এই আইওটি ডিভাইসটি দ্রুততার সাথে নেওয়া যায় এবং কোন প্রকার এক্সট্রা ঝামেলা ছাড়াই ইন্সটলেশন করা যায়।
August Doorbell Cam IOT Device টি যে কেউ তাদের ওয়েবসাইট থেকে আমেরিকান ডলারে ১৯৯ ডলারে ক্রয় করতে পারবে। এটি আমাজনের ওয়েবসাইটেও পাওয়া যাবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ August Doorbell Cam
আগস্ট স্মার্ট লক একটি আইওটি সাপোর্টেড সিকিউরিটি ডিভাইস। এই ডিভাইসটি বাসা বাড়ির দরজার সাথে লাগানো থাকে। এটি বিশ্বব্যাপী নির্ভরযোগ্য নিরাপত্তা ডিভাইস হিসাবে পরিচিতি পেয়েছে যা আপনার বাসার দরজা পাহাড়ার কাজে নিয়োজিত থাকে।
August কোম্পানির তৈরি আরেকটি আইওটি ডিভাইস Doorbell Cam এর সাথে যুগপৎ ভাবে বন্ধন গঠন করে স্মার্ট লক ডিভাইসটি কাজ করে। ডোরবেলটি দরজার উপর সার্বক্ষণিক নজর রাখে এবং ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষে স্মার্ট লককে নির্দেশনা প্রদান করে অবজেক্ট বা গেস্টটিকে ঘরে প্রবেশ করতে দিবে কি দিবে না। ব্যবহারকারী যে খানেই থাকুক না কেন সে তার বাড়ির দরজা ম্যানেজ করতে পারবে কোন হ্যাচেল ছাড়াই। এই স্মার্ট লক আইওটি ডিভাইস টি দিয়ে বাড়ির দরজা এবং বাড়ির সিকিউরিটি ম্যানেজ করতে পারবে নিখুঁত ভাবে। এবং এটি দিয়ে ব্যবহারকারী তারপরিবার কে ঘরের ভিতরে নিরাপদে রাখতে পারবে এবং বাড়িটিকে চোরের হাত থেকে রক্ষা করতে পারবে।
August Smart Lock ডিভাইসটি তাদের ওয়েবসাইট থেকে বা অ্যামাজনের ওয়েবসাইট থেকে ২২০ ডলারের বিনিময়ে ক্রয় করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ August Smart Lock
আজকে এমন তিন আইওটি ডিভাইস নিয়ে আলোচনা করলাম যা আমাদের প্রাত্যহিক জীবনে বাসাবাড়ির নিরাপত্তা-জনিত কারণে ব্যবহার করা উচিৎ। উন্নত বিশ্বে এই আইওটি সাপোর্টেড সিকিউরিটি ডিভাইস গুলো সহজে পাওয়া যায়। আমাদের দেশে এগুলো খুব একটা ব্যবহার হয় না। এই ডিভাইস গুলো বাইরে থেকে ক্রয় করার জন্য ডলার ব্যবহার করতে হয়। তারপর বাংলাদেশে কাস্টমসের ঝামেলা পোহায়ে কেউ তেমন সাহস করে উঠে না বাইরে থেকে একটা প্রোডাক্ট দেশে আনবে। তারপরও এই ডিভাইসটি ব্যবহার করা উচিৎ এই জন্য যে আমরা নানা কাজে কর্মে সবসময় ব্যস্ত থাকি। কখনও কখনও অফিসের কাজে অনেক দূর দূরান্তে যেতে হয় এমনকি বিদেশে পর্যন্ত যেতে হয়। কয়েকদিন পর্যন্ত বাড়ির বাইরে থাকতে হয়।
এভাবে বাইরে থাকার কারণে বেশীর ভাগ মানুষ সঠিকভাবে বাড়ির খোঁজ খবর নিতে পারে না। এমনকি খালি বাড়িতে চোর বা ডাকাত ঢুকলেও জানার উপায় নেই। তখন কেউ যদি তার নিজের বাসায় এই রকম আইওটি সাপোর্টেড ডোরবেল এবং স্মার্ট লক ডিভাইস লাগিয়ে রাখে তবে তার আর চুরি হওয়া বা ডাকাতি হওয়া নিয়ে কোন ভয় নেই। কারণ কোনরূপ অঘটন ঘটলেই এই ডিভাইসগুলো তার বাড়ি প্রটেক্ট করবে এবং সাথে সাথে বাড়ির মালিকের কাছে আপডেট জানিয়ে দিবে সর্বশেষ অবস্থা কি।
আর অ্যামাজনের ড্যাশ বাটনের কাজ তো আপনাদের জানালামই। এটা অ্যামাজনের একটি প্রিমিয়ার সার্ভিস। এর বিনিময়ে আপনি হ্যাচেল ফ্রি কেনাকাটা করতে পারবেন অনলাইন থেকে। কিন্তু এই সার্ভিসটি আমাদের দেশে পসিবল না। হয় তো অদূর ভবিষ্যতে এইরকম আইওটি সাপোর্টেড উচ্চ প্রযুক্তির স্মার্ট ডিভাইস আমাদের দেশেও সহজলভ্য হবে এবং সাধারণ মানুষ সেই সুযোগসুবিধা কাজে লাগাবে। তো বন্ধুরা আজ এখানেই শেষ করি দেখা হবে আগামী কোন টিউনে সেখানে হয়তো আলোচনা করব অন্য কোন আইওটি বা এআই বৈশিষ্ট্য সম্পন্ন কোন স্মার্ট ডিভাইস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
আমি মো সাদ্দাম হোসাইন। Student, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি), ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।