আস সালামু আলাইকুম, অ্যাপল অফিসিয়ালি পরবর্তী জেনারেশনের অ্যাপল টিভির ঘোষনা দিয়েছে। তাতে আমার কি হয়েছে? আমার টিউন লেখার একটা সুযোগ হয়েছে আর কি। তো আজকে আমি আপনাদের সাথে অ্যাপলের এই নেক্সট জেনারেশনের এর টিভি নিয়েই আলোচনা করবো।
তো চলুন আর বেশি কথা না বলে কাজের কথায় মনোনিবেশ করি। আপনারা জানেন আমি খুবই শান্ত প্রকৃতির একটা ছেলে। অতিরিক্ত কথা বলতে পছন্দ করি না। তবে অতিরিক্ত কথা বলাতে পছন্দ করি। তাই তো আপনাদের জন্য একটু বেশি বেশি লিখার চেষ্টা করি। বেশি বেশি পড়ুন আর বেশি বেশি কথা বলুন। আর সবার কাছে বাঁচাল এর পরিচয় দিন। হা হা হা। যাই হোক বাঁচাল হওয়ার দরকার নাই। চলুন এবার মূল টপিক এ চলে যাই।
অ্যাপল অফিশিয়ালি প্রকাশ করেছে তাদের পরবর্তী জেনেরেশনের অ্যাপল টিভি যেটা 4k আল্ট্রা এইচডি সাপোর্টেড এবং হাই ডায়নামিক রেঞ্জ (HDR), Dolby vision HDR সহ আরোও অনেক কিছু। এমন কি 4k রেজুলেশন সাপোর্টেড হওয়ায় অ্যাপল এই টিভির নাম দিয়েছে ঃ Apple Tv 4K.
স্ট্রিমিং এর সময় সেট বক্স রান হয় অ্যাপল A10X ফিউশন চিপে, আর এতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে ipad pro তেও ঐ একই প্রসেসর ব্যবহৃত হয় এবং টিভি অপারেটিং সিস্টেম এর লেটেস্ট ভার্শন ব্যবহার করা হয়েছে। নতুন অ্যাপল ফোরকে টিভি এর দাম শুরু হবে ১৭৯ডলার থেকে আর এর মেমরি সাইজ হবে ৩২ জিবি। আর যেই মডেলের দাম ১৯৯ডলার ঐটার মেমরি হবে ৬৪জিবি। দুটি মডেলই অর্ডারের উপযোগী হয়েছে ১৫ই সেপ্টেমবর আর শিপমেন্ট শুরু হবে ২২ই সেপ্টেম্বর থেকে।
4k ভিডিওতে ছবিগুলো যতটা বাস্তব মনে হয় অ্যাপল টিভিতে ছবিকে আরও বেশি বাস্তব মনে হবে। কারণ এখানে হাই ডায়নামিক রেঞ্জ ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে উপরের ভিডিওটি দেখে নিতে পারেন। অ্যাপল বলছে, এটা আইটিউনের টপ স্টুডিও এর সাথে বড় ধরনের মোভি এবং টিভি শো তৈরি করছে।
আর সবচেয়ে মজার বেপার হল এইচ ডি ভিডিও এর জন্য যেই খরচ হয় 4k ভিডীও এর জন্যও ঠিক একই পরিমান খরচ হয়। অ্যাপল আরও বলেছে কেউ যদি আই টিউনস থেকে কোনো এইচ ডি ভিডিও ক্রয় করে তাহলে তারা সেটাকে ফ্রীতে 4k HDR এ কনভার্ট করে দিবে। অ্যাপল ইঙ্গিত দিয়েছে যে, Amazon Prime Video এবং netflix কন্টেন্টেও 4k HDR ভিডিও শিগ্রই পাওয়া যাবে।
4k HDR এ অ্যাপল 4k ভিডিও রান করারও সুযোগ থাকবে এই এডিশনে। Apple Tv 4k টিভিতে 4k HDR স্ক্রিন সেভার ব্যবহার করার সুযোগ থাকবে।
অ্যাপলে এর টিভিতে রয়েছে watch now ফিচার যা লাইভ নিউজ এবং স্পোর্টস এর খবর, এছাড়া বিভিন্ন আলাদা খেলাধুলার টেব যেগুলো প্রিয় টিম এবং খেলোয়ারের ভিডিও এবং রিয়েল টাইম এক্সেস করার মত গেমস বা ম্যাচ খেলার সুযোগ দিবে এছাড়াও এই 4k অ্যাপল টিভি আপনাকে লাইভ ফটো ইফেক্ট এবং স্মৃতিময় 4k ভিডিও airplay এর মাধ্যমে শেয়ার করার সুযোগ দিবে আইফোন এবং আইপ্যাড থেকে।
স্বাভাবিক ভাবেই অ্যাপলের এই 4k টিভি অ্যাপল হোম কিটকেও সাপোর্ট করবে। siri নামক অপশনটি থাকবে ভয়েস এসিস্টেড সার্চ এবং হোম কিট ইন্টেগ্রেশনের কমান্ড হিসেবে। এছাড়া ঘোষনায় বলেছে যে, তারা গ্যামারদের কাছে অনুরোধ করবে amazon ফাইয়ার টিভির মত এন্ড্রয়েড গেমস, আইফোন, আইপ্যাডের গ্যামসগুলোও যেন এই apple 4k টিভিতে পাওয়া যায় তার জন্য।
তার মানে মনে হচ্ছে, গেমস কন্ট্রোলার হিসেবে থার্ড পার্টি কেউ কাজ করবে। আর অন্যান্যা এক্সেসরিজগুলো যেমন হেডফোন এবং অ্যাপল airpods এগুলোও থার্ড পার্টি সাপোর্ট থাকবে। এছাড়া ডিভাইসটি আপগ্রেড করা যাবে। এই বছরের শেষে airplay 2 তে আপগ্রেড করা যাবে।
অ্যাপলের এই ঘোষনায় আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ এই 4k টিভির ঘোষণা অনেক আগেই লিকড হয়ে গিয়েছিল। আনুমানিক ১২তারিখ হবে। যাইহোক, আমরা চলুন একটূ জানার চেষ্টা করি ভবিষ্যতের ভার্শনে কি নিয়ে আসতে চাচ্ছে অ্যাপল।
আজকে যেসকল প্রডাক্ট লাঞ্চ হচ্ছে যেগুলো সবাই চালাতে পারবে। কিন্তু ভবিষ্যতে শুধু নির্দিষ্ট কিছু ব্যক্তি ঐ ডিভাইসটি চালাতে পারবে। কারণ টিভির রিমোর্টে আসবে বায়োমেট্রিক সিস্টেম। শুধু টিভি নয়। সকল ডিভাইসেই থাকবে তাদের এই সিস্টেম। অ্যাপল যদিও নিচের ছবিতে উদাহারণ হিসেবে শুধু টিভির ছবিই দিয়েছে। কিন্তু অনুমান করা হচ্ছে, এটা সকল ডিভাইসেই ব্যবহার করবে অ্যাপল। কেন ব্যবহার করবে এটা আমরা সবাই জানি। কারণ ঐ ডিভাইস যেন, অনুমতি প্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ চালাতে না পারে।
উপরের চিত্র দেখে আমরা কি বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি যে, অ্যাপল তার ভবিষ্যতের apple tv 4k তে ফিংগার প্রিন্ট স্ক্যানার লাগিয়ে দিবে যেটা দিয়ে অ্যাপল হোম কিটও পরিচালনা করা যাবে। ফিংগার প্রিন্ট সিস্টেম এক আলাদা ধরণের নিরাপত্তার ব্যবস্থা করে দিচ্ছে আপনাকে। তাই আর দেরি কেন আপনি এমাজন থেকে অ্যাপল টিভি কিনে ফেলুন শিগ্রই।
যাইহোক, জানি না কতটুকু ভাল লেগেছে আজকের এই টিউন। যদি সামান্যও ভাল লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর খারাপ লাগলেও জানাবেন। যদি মনে হয় আপনার টিউন টি অন্যদেরকে জানালে তারাও কিছুটা উপকৃত হবে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর টিউনটি প্রিয় টিউনে যুক্ত করতে ভুলবেন না কিন্তু। তো আজকের মত এই পর্যন্তই। ভাল থাকুন, সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন।
আল্লাহ হাফিজ।
আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website