বাংলা বিলাই এহন ইন্দুর হয়ে গেছে

আমি বাংলায়ন এর পুরান User আমি ২৫৬Kbph আনলিমিটেড অনেক আগে থেকে করতাম যেটি পরে ডাবল স্পিড হয়ে ৫১২kbph হয়েছে কিন্তু গতকাল থেকে বাংলা বিলাই ইন্দুর হওয়ার পর থেকে ডাউনলোড স্পিড পাচ্ছি ১৯-২০Kbph যেখানে আগে আমি পেতাম ৬৯-৭০Kbph আর আজকে তাও ৩০Kbph আমি ভাবলাম এইডা মনে হয় শুধু আমার হচ্ছে তাই বাংলায়ন এর গ্রুপ এ গিয়ে দেখলাম শুধু আমার না সবার একই অবস্তা ............হায়রে বাংলাবিলাই অবশেষে তুই ও ইন্দুর হয়ে গেলি ।

Level 0

আমি Arman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

wimax manei baje bepar vai…

ভাই মেজাজ ঠিক নাই। পিডাইতে ইচ্ছা করে। ISP পাল্টামু ভাবতেছি।

    হা হা …. পিডাইতে ইচ্ছা করলে আগে এইটা পইড়া রাগ কমান.. 👿
    http://www.somewhereinblog.net/blog/dutchman/29015762 💡

    (খালি পিডাইতে ইচ্ছা করে এর ৫ টা পার্ট আছে, পড়লে ভাল না পড়লে এখনই পড়েন 😛 )

    ধন্যবাদ। 😀 😉 8)

      পরথম ছবিটাতেই বিলাইর কানে পিস্তল ঠেকানো। রাগ কিছুটা কমবে বলে আশা রাখি। 8)

    Level 0

    হ ভাই…. পুরা একখান বাশ দিল।….প্রথমে আমাদের ফ্রী খাওয়াইছিল কিন্ত এখন টাকা চায়… আমিতো ওদের ফোন দিছিলাম…মগা মামারা আমারে কয় ,’ আপনি তো ২৫৬ এর ইউজার।।ঠিক স্পীডই ত পাচ্ছেন ।এতদিন একটা যান্ত্রিক ত্রূতির জন্য ২৫৬ রা ৫১২ পেত’। এখন ত্রুটি মুক্ত হইল আর আমরা খাইলাম বাশ । ওরা বলে টাকা দিয়ে স্পীড বাড়াইতে । আর নাইলে বাশ খাও…

Level 0

hay hay, eita ki khobor shunailen? ami shudhu ei double speed er lov ei banglalion chharinai, ekhon to taile chharte hobe, well, tahole eikhanei advertise ta die dei,
” একটা পুরাতন বাংলালায়ন মডেম স্বল্পমূল্যে বিক্রি হবে ,আগ্রহীরা যোগাযোগ করুন “

Level 0

Qubee has not different look

Level 0

same kahini,vai…
mone hoy akhon r brdbnd chara way nai….

😛

ভাই আমি 512kbps use করি, কই আমার তো 70-80 উঠে , কোন প্রব্লেম নাই

    Level 0

    @Borhan Uddin Antor: আপনি রুবায়েত ভাইয়ের কমেন্ট টা পড়ুন ।

    Level 0

    @Borhan Uddin Antor: মিয়া আগে কি ২৫৬ ইউজ করতেন না ৫১২ ইউজ করতেন

আমি qubee 750 KBps 10GB ব্যাবহার করি …… অনেক ভাল কাজ করতেছে …… আপনি use করে দেখতে পারেন … download speed 80-100 up থাকে খুব কম সময় এ ৮০ KB/ps এর নিছে নামে।

    Level 0

    @antivirus_bd: ভাই আমার ১০ জিবি ৪ দিন ও যাবে না কেননা আমি যে পরিমাণ ডাউনলোড করি তাতে কিউবি ফকির হয়ে যাবে …………

Level 2

Amaro to 512 kbps regular download kori , koi amar to 80 kbps er niche asenai. I mean 80kbps er kom speed pai nai. Mone hoy apnar modem OR matha kharap hoye geche ☺☺ 🙂

যারা বলছেন ৫১২ ইউজ করেন কিন্তু ডাউনলোড স্পীড কমেনাই তাদের কে জিজ্ঞেস করতেছি “আপনারা কি আগের ২৫৬kbps এর ইউজার যেটা ডাবল হয়ে ৫১২ হইছে নাকি নতুন ৫১২kbps ইউজার?”
যারা পুরাতন ২৫৬kbps এর লাইন ইউজ করতেছে যেটা ৫১২ করা হয়েছিলো তাদের সবার স্পীড আগের মত হয়ে গেছে। মানে এখন আমরা সেই আগের ২৫৬kbps ইউজার। 🙁
কিন্তু বাংলার বিলাই কোন কিছু না কইয়াই মাইয়া ইন্দুরের লাহান এই কাম করলো ক্যান??? দুক্ষু লাগে এগো লাইগা। এই অকাম করলে অনেক কাস্টোমার হারাইবো।

    Level 0

    @রুবায়েত হোসেন: একদম ঠিক কথা কইছেন ।

    @রুবায়েত হোসেন: আপনারা তো কয়েকদিন হলেও ডবল স্পীড উপভোগ করেছেন। আর আমি? আমার 128kbps-এ ১৪-১৬-ই পেয়ে আসছি শুরু থেকেই!!!! আমারটা ডবল হয়নি!!!! 🙁 🙁 এখনতো আবার খুবই up-down করে। মাঝে মধ্যে ০-ও হয়ে যায়!! 👿

@rakesh :::: vai amar ai khane only 1 ta network pai ….tobe maximum time 95 up er upore thake

B+ Tune

শুওরের বাচ্চাদের আর ১ দিন দেখবো , তারপর বিলাই চেঞ্জ করে ফেলব ,গত ৩ দিন ধরে ১৫-১৮ আর ৩০-৩২ পাই !!!! মাসে ১২০০ টাকা কিসের জন্য দিব ??

Level 0

Switch to Smile

Level 0

Kuttar bachchader phone korle bollo, jokhon speed double paisen, tokhon to kisu jiggesh koren ni, tokhon to kono notice deini, tahole akhon kano debo? Mone hossilo thabraia dat fele dei.. Ashole sob ee customer increase korar fondi…

ওরাও যেমন চালাক, ইউজারও তেমন বোকাই। আরে ভাই স্পীডের লোভ দেখায়া কাস্টমার বারাইছে , এখন লাভে লাল হইছে , তাই আসল রূপ বের হইছে । এইটা আর কিছুনা, বাংলাদেশের চিরায়ত ও শাশ্বত রূপ, যেখানে আমরা অল টাইম লুজার আর ওরা অল টাইম বাটপার।

    Level 0

    @বোকা মানুষ: হ ভাই একদম খাটি কথা কইছেন ।

    Level 0

    ঠিক কইছেন… এখন ওরা সাপের পাচ পা দেখছে… গ্রামীন ফোনের মতো মজা লুটবো…

Level 2

আমার এখানে হইত ওদের user কম তাই আমি sped ভালই পাচ্ছি । আগে ৫১২ তে ৫০-৬০ পেতাম আর এখন ১ mbps এ পাচ্ছি ১২০-১৩০ । খারাপ না । আর এর ফলেই আমি মাত্র ১২ দিনে প্রায় ৫৫ টা movie আর অনেক বড় বড় soft নামাইছি । খুব একটা খারাপ না।

Level 2

amra ki tar maane fair use policy trap a porlam naki ?? 😮

আমি অবশ্য এখনো কোন সমস্যা কিউবিতে পাইনি। ৫ গিগা, ৬৩৫ টাকা। ডাউন লোড স্পিড ৩০ + কেবিপিএস। আইডিএম ইউজ করি।

Level 0

বাংলা লায়ন তো বিলাই সাবই জানে 😛 সত্যিকারের বাঘের গর্জন শুনতে চাইলে কিউবির বিকল্প নেই 🙂

    Level 0

    @M H BULBUL: প্রিপেইড এর জন্য কিউবি ভালই কিন্ত আনলিমিটেড এর জন্য কিউবি পুরাই কাউয়া। See– http://www.somewhereinblog.net/blog/arman_h/29432727

    Level 0

    কি কন ভাই…কিউবি ত বাংলার সিটিসেল…সবার আগে এসে সবার শেষে…

shasam BANLALION WIFI 1mbps always LION…..

Level 0

সবাই ওদের Customer Care e mail koren….

[email protected]

Level 0

SOB VONDAR DOL…….

আমি banglalion wimax 512 kbps Unlimited user. দু’একদিন আগে আমারও একই problem হইসে। সকালে download speed 19-20 kbps পাইতাম। পরে Customer Care -এ ফোন করে জানাইলাম। ওরা বলে http://www.bandwidthplace.com স্পিড টেস্ট করাইয়া এক্তা স্ক্রীনশট দিয়ে একটা মেইল করতে। এরপর সকাল সাড়ে ১০ টা-১১টার মধ্যে ঠিক হইসে। পরের দিন সকালে একই অবস্থা । আবারও কল করলাম Customar Care-এ । ওরা বললেন, টেকনিশিয়ানরা নাকি ছুটিতে ছিলেন তাই এই problem. এরপর ওরা আমার মোডেম অফ করে খুলে ১৫-২০ মিনিট পর চালু করতে বললেন । চালু করলাম দেখি ঠিক হয়ে গেছে। এরপর আর problem হয় নাই। তবে একটা কথা না বলে পারছি না। Banglalion এর অফিস managment ঠিক নাই। একটা problem নিয়ে কয়েকবার জানালে এক এক জন ভিন্ন মতামত দেন। আর কোন problem হলে mail করতে বলে। সব problem এর জন্য যদি মেইল করতে হয়। তাহলে ওরা Call Centre নিয়া বসে আছেন কেন? ওরা নিজেরা কি কিছুই করতে পারেন না? ধন্যবাদ।

https://www.facebook.com/groups/126330565464/
ফেসবুক এর এই পেজটাতে গিয়ে রিসেন্ট পোস্ট আর কমেন্টগুলা দেখেন। মজা পাইবেন।

বাংলাবিলাই বলেন : আমি নাকি এতোদিন ফ্রি ৫১২ ইউজ করছি ”u r lucky man” এখন আগের ২৫৬ স্পিড ব্যবহার করতে হবে। অথবা নতুন প্যাকেজে নিতে হবে। ………….?

ami o 256 unlimited use kori. same problem amro. abar gp use korte hobe ……………….!!!!!!!!!!!!!!!!!

Level 0

আরমান ভাই এভাবে বলে আর কি হবে তারা speed কি বারাবে তার চেয়ে সবাই মিলে কোন ভাবে রিকুয়েস্ট করি স্পীড বারাবার জন্য

Level 2

😀

sobar bolchen ken ? Apni mone hoy matir niche giye net use koren tai