বিশ্বে আপনি কততম তা জানাবে বিবিসি

৩১ অক্টোবর বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি ছাড়িয়েছে। প্রতিনিয়ত বেড়েই চলেছে এ সংখ্যা।আর এ নিয়ে এক দারুণ অনলাইন সফটওয়্যার তৈরি করেছে বিবিসি। এ সফটওয়্যার বলে দিবে ৭০০ কোটির পৃথিবীতে আপনি কততম।সাইটটিতে গিয়ে আপনার জন্মতারিখ বসিয়ে GO বাটনে ক্লিক করলেই জানতে পারবেন আপনি কততম।তারপর Next বাটনে ক্লিক করে বাংলাদেশের নাম লিখলে জানতে পারবেন দেশের বর্তমান লোকসংখ্যা,জন্মহার,মৃত্যুহার,জনসংখ্যা বৃদ্ধির হার,মাইগ্রেশনের হার,আপনি সাইটটিতে থাকার সময় বাংলাদেশে কতজন মানুষ জন্মগ্রহণ করেছে ইত্যাদি।চাইলে দেশের নাম পরিবর্তন করে দিয়ে অন্য দেশের তথ্যও জানতে পারবেন।সাইটটিতে গেলেই বিস্তারিত সব বুঝতে পারবেন।আমি এ পৃথিবীর ৫৫৮,১৫,৭১,০৪১ তম মানুষ।তো এখনই জেনে নিন আপনি কততম।

[এ তথ্যটি একটি জাতীয় দৈনিক থেকে সংগৃহীত।টেকটিউনসের নীতিমালায় এ সম্পর্কে বিধিনিষেধ আছে।কিন্তু এ দারুণ খবরটি সবাইকে জানানোর লোভ সামলাতে পারলাম না।আশাকরি ব্যাপারটাকে সবাই ক্ষমাসুন্দর চোখে দেখবেন]

Level 0

আমি আলী আরশাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আছি থাকবো চিরদিন টেকটিউনসের অবদান ভুলবো না কোনোদিন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

information ta share korar jonno apnake dhonnobad 😛

আমার নং হলো 4,923,044,751st person ! 🙁 কিন্তু এ কি নির্ভর যোগ্য?? আর যদি একদিনে একই দেশে জন্ম হলে তার নং টি কি হবে ??

[ আপনাকে একটা সাজেশন করি , টিনন এ লিংক দেওয়ার ক্ষেত্রে Open link in a new window/tab অপশনটিতে মার্ক দিয়ে লিংক দিয়েন , তাছাড়া টিটির লিংক মাইগ্রেট হয়ে আপনার লিংকটি দেখায় । যেটা অনেকের কাছেই বিরক্তিকর হতে পারে :(} ]

    @প্রিন্স মাহমুদ: ট্যাবের ব্যাপারটা বুঝতে পেরেছি।পরবর্তীতে এ ব্যাপারে সতর্ক থাকব।আর আমি বা আপনি কততম তা সঠিকভাবে নির্ণয় করা কোনোভাবেই সম্ভব না কেননা প্রতি মূহুর্তে সারাবিশ্বে অসংখ্য শিশু জন্ম নিচ্ছে ।৩১ অক্টোবর যে ৭০০ কোটির পৃথিবী হিসেবে প্রতিকী দিন পালন করা হল সেদিন বিশ্বের জনসংখ্যা আসলে ৭০০ কোটির ৫০/৬০ লক্ষ কম বা বেশি হবে।তাই বিবিসি আমাদের নং হিসেবে যে সংখ্যা দেখাচ্ছে তাও কমবেশি হতে পারে।এটা মূলত হিসেব করা হয় আপনার জন্মদিনে কত লোক জীবিত ছিল এবং জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল আর উপর ভিত্তি করে।১৯৫০ সালের আগের দিনগুলোর চেয়ে ১৯৫০ সালের পরের দিনগুলোর হিসাব বেশি সঠিক ।

    @প্রিন্স মাহমুদ: ফায়ারফক্স এ Middle mouse button click করলে লিঙ্ক নতুন ট্যাব এ খুলবে

ai sob ki really

এইটা মোটেও বিশ্বাস করার কোন যুক্তি নাই,পৃথিবীতো দুরের কথা আমাদের দেশেরইতো সঠিক হিসাব নাই।প্রতি সেকেন্ডে পৃথিবীর কোন প্রান্তে সন্তান জন্ম গ্রহন করছে তা জানার সাধ্য কারো নাই আর এমনো স্থান আছে যেখানে প্রযুক্তির এখনো পৌছে নাই।
আমি মনে করি এবং নিশ্বাস একমাত্র আল্লাহ ছাড়া কেউ প্রকৃত সংখ্যা কেউ বলতে পারবেনা।

    @আতাউর রহমান: আসলে এরা হিসাব করছে প্রতিটি দেশের প্রতি মিনিটে গড় জন্মহারের ভিত্তিতে।কিন্তু আসল হিসাব যে মানুষের পক্ষে কোনোদিন করা সম্ভব হবে না তা ১০০% সত্য কথা।

Level 0

একই জন্ম তারিখ যাদের তার ত একই result আসার কথা। Islam এ ধরনের কিছতে বিশ্বাস করা হারাম।

    @Sharif: আসলেই তো তাই!আমার জন্মতারিখ তো অন্য কারোও হতে পারে,আর সেক্ষেত্রে আমাকে যে সংখ্যা দেখাচ্ছে তাকেও তাই দেখাবে।এটা যে কেউ বিশ্বাস করবে তা আমি মনে করি না,করার কথাও নয়।শুধুমাত্র মজা পাওয়ার জন্যই এটা।
    আর আপনার সূক্ষ্ণ সুচিন্তিত মন্তব্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

Level 3

যাই দেখে আসি 🙂

I Like It very Much. Thank You for Share It. i Am The 5,454,582,746th Person in the world.