৩১ অক্টোবর বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি ছাড়িয়েছে। প্রতিনিয়ত বেড়েই চলেছে এ সংখ্যা।আর এ নিয়ে এক দারুণ অনলাইন সফটওয়্যার তৈরি করেছে বিবিসি। এ সফটওয়্যার বলে দিবে ৭০০ কোটির পৃথিবীতে আপনি কততম।সাইটটিতে গিয়ে আপনার জন্মতারিখ বসিয়ে GO বাটনে ক্লিক করলেই জানতে পারবেন আপনি কততম।তারপর Next বাটনে ক্লিক করে বাংলাদেশের নাম লিখলে জানতে পারবেন দেশের বর্তমান লোকসংখ্যা,জন্মহার,মৃত্যুহার,জনসংখ্যা বৃদ্ধির হার,মাইগ্রেশনের হার,আপনি সাইটটিতে থাকার সময় বাংলাদেশে কতজন মানুষ জন্মগ্রহণ করেছে ইত্যাদি।চাইলে দেশের নাম পরিবর্তন করে দিয়ে অন্য দেশের তথ্যও জানতে পারবেন।সাইটটিতে গেলেই বিস্তারিত সব বুঝতে পারবেন।আমি এ পৃথিবীর ৫৫৮,১৫,৭১,০৪১ তম মানুষ।তো এখনই জেনে নিন আপনি কততম।
[এ তথ্যটি একটি জাতীয় দৈনিক থেকে সংগৃহীত।টেকটিউনসের নীতিমালায় এ সম্পর্কে বিধিনিষেধ আছে।কিন্তু এ দারুণ খবরটি সবাইকে জানানোর লোভ সামলাতে পারলাম না।আশাকরি ব্যাপারটাকে সবাই ক্ষমাসুন্দর চোখে দেখবেন]
আমি আলী আরশাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আছি থাকবো চিরদিন টেকটিউনসের অবদান ভুলবো না কোনোদিন।
information ta share korar jonno apnake dhonnobad 😛