ব্লগিং কি কিভাবে ব্লগিং শুরু করবেন বাংলা টিউটোরিয়াল

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

ব্লগিং কি, কিভাবে ব্লগিং শুরু করবেন

বর্তমান ইন্টারনেটে একটি ট্রেন্ড চলছে যার নাম হচ্ছে ব্লগিং। একদিকে কিছু কিছু মানুষ শুধুমাত্র ইন্টারনেটে নিজের সময় নষ্ট করছে। অন্যদিকে বুদ্ধিমান ব্যক্তিরা নিজের মূল্যবান সময় কাজে লাগিয়ে ব্লগিং এর মাধ্যমে আয় করছে। ধৈর্য হারাবেন না মাথার উপর দিয়ে যাচ্ছে তো আমি কি বলছি, আমি বলতে চাচ্ছি ব্লগিং নিয়ে।

আজকের টিউনে আপনাদের জানানো হবে ব্লগিং কি, কেন ব্লগিং করা হয় ‌, কিভাবে ব্লগিং শুরু করবেন। ব্লগিং কত প্রকার এবং কি কি তাছাড়া আরো অনেক কিছু।

ব্লগ আসলে কি? কিভাবে ব্লগিং করা হয়

বর্তমান সময়ে অধিকাংশ ইন্টারনেট ব্যবহার কারি ব্লগ এর সাথে পরিচিত হয়ে গেছে। এমনকি ব্লগের মাধ্যমে সকলেই নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠা করারও চেষ্টায় আছে। যার দরুন ইন্টারনেটে এখন ব্লগ এর চাহিদাও বেড়েছে এবং তার থেকে শুরু হয়েছে ব্লগিং।

ব্লগিং মূলত কোন বিষয়ের প্রতি বিস্তারিত লেখাকে বলা হয়। যেমন আপনি এখন এয়ার টিকেট দেখতে পারছেন এটিও এক ধরনের ব্লগ। এবং তার সাথে সবাই ওয়ার্ডপ্রেস দ্বারা ব্লগিং করতে পছন্দ করে ‌‌। ওয়ার্ডপ্রেস ছাড়াও অন্যান্য মাধ্যম রয়েছে যেমন ব্লগার, এবং অন্যান্য CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।

CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি

এইমাত্র কয়েক সেকেন্ডে আমরা নতুন একটি সাথে সাথে পরিচিত হয়ে গেলাম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা CMS। এখন প্রশ্ন আসতে পারে CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আসলে কি? প্রশ্নটি যেমন সহজ উত্তরটি ঠিক সহজ।

ম্যানেজমেন্ট অর্থাৎ কোন কিছু পরিচালনা করা বা জোগাড় করা। এবং ঠিক অনুরূপভাবে CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হল একটি টিউন কে পরিচালনা করা বা জোগাড় করার মাধ্যমে।

যদিও ইন্টারনেটের বা ব্লগিং এর ভাষায় CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিষয় টা একটু ভিন্ন। তবে আপনি এটুকু ধরে রাখতে পারেন CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম হল আপনার কনটেন্ট বা পোস্টকে ভিজিটর এর কাছে পৌঁছে দেয়ার মাধ্যম।

এর মাধ্যমে আপনি সহজেই আপনার ব্লগ এর পোস্টগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন। বর্তমান ব্লগিং এর ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা হল CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর। বর্তমান বাজারে অনেক CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পাওয়া যায়।

সাধারণ ভাবে সবকিছু তো আর জনপ্রিয় হয় না। অনুরূপভাবে সকল CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ততটা জনপ্রিয় নয়। এখন আপনাকে কিছু কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর সাথে পরিচয় করিয়ে দিলে হয়তো আপনি সহজেই বুঝতে সক্ষম হবেন।

নিচে বর্তমান বাজারের কিছু জনপ্রিয় CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর তালিকা প্রদান করা হলো।

WordPress

Joomla

Drupal

Magento

PrestaShop

Textpattern

Plone

OpenCMS

Astrar CMS

AIRcrat CMS

এবং আরো অন্যান্য সকল CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট। যদিও বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হলো ওয়ার্ডপ্রেস, ব্লগগার এবং আর কয়েকটি।

কিভাবে ব্লগিং শুরু করবেন

ব্লগিং শুরু করার প্রথম ধাপ হলো CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট নির্বাচন করা। যদিও আপনি চাইলে আপনার ইচ্ছা মত CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট নির্বাচন করতে পারেন। তবে আমি পরামর্শ দিব সবসময় হয় ওয়ার্ডপ্রেস (WordPress) অথবা ব্লগার (Blogger.Com)। ব্যবহার করতে।

ব্লগিং এর ভাষায় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হলো ব্লগ এর নিশ নির্ধারণ করা। এবং আপনি যদি দ্বিধা বোধ করেন যে, ওয়ার্ডপ্রেস (WordPress) নাকি ব্লগার (Blogger.Com), কোনটি সঠিক হবে। তাহলে নিচের আর্টিকেল টি পড়ে আসতে পারেন।

এখন যদি আপনার CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট নির্বাচন করা হয়ে থাকে তাহলে আপনার জন্য প্রথম কাজ হবে ব্লগের নিশ নির্ধারণ করা। একটি ব্লগের জন্য নিশ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিশ আপনার ব্লগটি কে পরবর্তীতে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে।

ব্লগ নিশ কি, কিভাবে নিশ বেছে নিবেন

ব্লগ নিশ হলো আপনার ওয়েবসাইটের আর্টিকেল বা টিউন এর ধরন। যেমন ধরুন আপনি মোবাইল রিভিউ টাইপের আর্টিকেল প্রকাশ করেন। তাহলে তখন আপনার সাইটের নিশ হিসেবে বিবেচিত হবে মোবাইল রিভিউ। অনুরূপভাবে আপনি যেকোন নির্দিষ্ট বিষয়ের উপর আর্টিকেল লিখলে সেটি ই একটি নিশ। আশাকরি ব্লগ নিশ কি তা বুঝতে পারছেন ‌।

এখন আর একটি প্রশ্ন আসতে পারে, দুঃখিত নিচের উল্লেখিত প্রশ্ন গুলো করতে পারেন। চিন্তা নেই আমি তো আছি সবগুলো দেখুন।

কিভাবে ব্লগের নিশ বেছে নিবো?

প্রথমত আপনি এমন আর্টিকেল প্রকাশ করেন যে বিষয়ে আপনি মোটামুটি ভালো ধারণা রাখেন। এবং সেই বিষয়ে লেখার সময় আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কোন বিষয় বা নিশ নিয়ে আর্টিকেল লিখেছেন। তবে ইন্টারনেটে অনেক নিশ রয়েছে যা আপনার কাছে অনেক ভালো মনে হবে। কিন্তু ইন্টারনেটে থাকা সকল নিশ নিয়ে কাজ করলে আপনি সফলতা নাও পেতে পারেন।

সবথেকে ভালো হলো আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে আর্টিকেল লেখা। এতে করে আপনার আর্টিকেল লিখতে ও কোন সমস্যা হবে না। বরং আরো কয়েকটি সুবিধা পাবেন আপনি। যেমন; বেশি রিসার্চ করা লাগবে না। আগের থেকে ধারণা আছে তাই সহজেই লিখতে পারবেন। আর্টিকেল টি লেখা সম্পূর্ণ হলে সাজাতে ও সুবিধা হবে ইত্যাদি।

ব্লগিং এর মাধ্যমে কি ক্যারিয়ার গঠন করা সম্ভব?

অবশ্যই আপনি ব্লগিং এর মাধ্যমে আপনার ক্যারিয়ার গড়তে পারবেন। বর্তমান সময়ে অনেক মানুষ নিজের ক্যারিয়ার হিসেবে ব্লগিং বেছে নিয়েছেন এবং সফল ও হয়েছেন।

ব্লগিং করে মাসে কত টাকা ইনকাম যায়?

ব্লগিং করে আপনি মাসে সর্বোচ্চ ১০০০$ অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তবে যদি বাংলা আর্টিকেল নিয়ে কাজ করেন তাহলে মাসে প্রায় ২০-৫০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

আমাদের শেষ কথা

অনলাইনে নিজের মূল্যবান সময় নষ্ট না করে সেটি ব্লগিং এর জন্য ব্যয় করতে পারেন। সেক্ষেত্রে আপনার অবসর সময় টুকু কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন। তবে পরিশেষে আপনার একটি কথা মাথায় থাকা লাগবে সেটি হলো ধৈর্য। ব্লগিং এ সহজে সফলতা আসবে না আপনাকে ধৈর্য সহকারে কাজ চালিয়ে যেতে হবে।

আজকের মত এই পর্যন্ত ই, কেমন লাগলো আর্টিকেল টি জানাতে ভুলবেন না। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। এবং সেটি টিউমেন্ট করে জানাবেন আমি সঠিক করার চেষ্টা করব। আর্টিকেল টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।

এই আর্টিকেল টি সর্ব প্রথম প্রকাশিত হয় প্রযুক্তি টেক ওয়েবসাইটে

আপনি চাইলে আমার ছোট ওয়েবসাইট টিতে ঘুরে আসতে পারেন।

প্রোফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম এবং যেভাবে ইনকাম করবেন

Level 0

আমি হাসিব মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস