আপনার ব্রডব্যান্ডের নেট কি অন্য কেউ চালাচ্ছে ?

আমাদের নেটের স্পিড খুবই কম তারপরে আবার ২-১ দিন পরে পরে নেটের সমস্যা দেখা দেয় । অনেক রিসেলার আছে যারা আইএসপি থেকে মেগাবাইট কিনে ইন্টারনেটের ব্যবসা করে থাকে । অনেকেই তারা আপনার একটি লাইনকে দুইজনে ব্যবহার করতে দেয় তাদের বেশী লাভের আশায় । কিন্তু কিছু কিছু টপিক যদি আপনার জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এটা আপনার নেটের সমস্যা না বরং আপনার নেটের লাইন অন্য কেউ চালাচ্ছে ।

১ . ৬৭৮ : ইন্টারনেটে ডায়াল করার পর অনেক সময় এই error কোডটি আসে । এই error কোডটি তখনই আসবে যখন আপনার ব্রডব্যন্ডের কেবলে বা হাবে সমস্যা হবে । আর তখন প্রথমেই আপনি আপনার কম্পিউটারের Local Area Connection ডিজেবল করা আছে কা না তা চেক করে নিন ।

২ . ৬৯১ : এই কোডটি মূলত তখনই আসে যখন আপনার নেটের ইউজারনেম বা পাসওয়ার্ড ভুল থাকে । প্রথমেই আপনি নিশ্চত হয়ে নিন আপনার ইউজারনেম বা পাসওয়ার্ড ভুল আছে কি না । যদি না থাকে তাহলে আপনি বুঝবেন যে কেউ না কেউ আপনার নেট ব্যবহার করছে । তখনই আপনাকে যে নেটের লাইন দিয়েছে তাকে ব্যপারটি অবহিত করেন ।

৩. ৬২৯ : এই কোডটি আপনার নেটের লাইন থেকে কম্পিউটার বেশি দূরে হলে উঠবে ।

আমরা মূলত এই ৩ টা error কোড বেশী দেখতে পাই ।তাই অন্যগুলো নিয়ে তেমন কিছু বললাম না কারন অন্যগুলো আপনি কখনও নাও দেখতে পারেন ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for your information.