লাইভ অনলাইন সম্প্রচার ( এখন আপনার ঘরোয়া অনুষ্ঠান সরাসরি শেয়ার করবেন আমাদের সাথে)

অনলাইনে সরাসরি সম্প্রসার করা যায় এমন কিছু অনেকদিন দরে খুজছিলাম। অবশেষে আজ বিকাল বেলা

এই সাইটির মাধ্যমে

খোজ পেলাম তেমন একটি সাইট। যেখানে ফ্রিতে একাউন্ট করে সারাসরি অনলাইনে সম্প্রসার করা যায়। সরাসরি সম্প্রসার করতে তেমন কিছুর প্রযোজন হয় না। শুধু প্রযোজন একটি ক্যামেরা এবং ইন্টারনেট সংযোগ। বেস আসুন তাহলে শুরু করি।

প্রথমে এই সাইটে যান।
তার পর মাত্র ৬ ধাপে আপনার সম্পাদনা শেষ করুন।
ধাপ ১। সাইন আপ অপশনে ক্লিক করে একটি একাউন্ট করুন।

ধাপ ২। এখন আপনার ক্যামেরার প্লাগ সংযোগ দিন।

ধাপ ৩। Login করুন এবং একটি চ্যানেল খুলুন।

ধাপ ৪। আপনার পচন্দের চ্যানেলের নাম দিন এবং ক্যাটাগরি নির্বাচন করুন।

ধাপ ৫। সরাসরি সম্প্রসারের জন্য আপনা ক্যামেরা বা ওয়েব ক্যামেরার অনুমতি চাইবে।

ধাপ ৬। এখন আপনি Start Broadcast ক্লিক করলেই সারাসরি সম্প্রসার শুরু হবে।

আপনি চাইলে এটি আপনার সে কোন সাইট বা ব্লগে লিংক বা এমবেড কোড ব্যবহার করে শেয়ার করতে পারবেন।

ওহ, আর একটা কথা, সাথে রেকর্ড করতে ভুলবেন না। রেকর্ড করতে Start Record অপশনে ক্লিক করুন। কারন, না হয় পরবর্তী সম্প্রসার এবং হাইলাইট
করতে পারেন না। সবাইকে ধন্যবাদ ভাল থাকবে।

আপনার সাইট বা ব্লগ থাকলে এখানে সাবমিট করুন।

Level 0

আমি BD969। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

দারুন জিনিস তো কালকে চেস্টা করব।ভাল লেগেছে।

Level 0

Fine to 🙂

Level 0

http://allbdweb969.blogspot.com/ এখানে দেখুন আমাকে।

This is so amazing.

Level New

nice

আচ্ছা যদি আমি যে কোন সময় রেকর্ড করে রেখে একটা নির্দিষ্ট সময়ে ব্রডকাস্ট করতে চাই তাহলে কি করতে হবে ??
রেডিও ব্রডকাস্ট কিভাবে করতে হয় ???
জানালে ভীষণ উপকৃত হতাম ভাই………

    Level 0

    @কমপুটার পোকা: আমি প্রথমেই বলে দিয়েছি যে লাইভ সম্প্রসার করার সময় রেকর্ড করতে ভুলবেন না। যদি রেকর্ড না করেন তাহলে পরবর্তী প্রচার করতে পারবেন না। রেকর্ড করলে আপনি যে কোন সময় প্রচার করতে পারবেন।

    এ জন্যে আপনার চ্যানেলে গিয়ে My Video অপশনে আপনি আপনার রেকর্ড করা ভিডিও কোনটা প্রাইভেট করবে, কোনটা প্রচার করবেন বা বাদ দিবেন নির্দারণ করে দিতে পারবেন।

    এবং Off Air অপশন থেকে আপনি যখন অফ লাইনে থাকেন তখন কোন ভিডিওটা সম্প্রসার হবে বা হবে না।তা ঠিক করতে পারবেন।

    ধন্যবাদ।

Level 0

জটিল ভাই জটিল

Level 0

দারুন জিনিস দিয়াছেন ভাই

ustream এর মোবাইল ভার্সন দেখে ডাউনলোড করে নিন।

সময় ও সুযোগ মত একটা চেনেলের মালিক হয়ে যাব,
সুন্দর টিউন,ধন্যবাদ শেয়ার করার জন্য।