আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
হোম নেটওয়ার্ক, অফিস বা বিজনেস ব্যবহারের জন্য ওয়াইফাই সেট আপ করা যতটা সহজ মনে হয়, সেটা আসলেও এতটা সহজ নয়। পরিস্থিতির উপর ভিত্তি করে আপনাকে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেয়া লাগতে পারে। যেমন বড় কোন অর্গানাইজেশনে কয়েকশো ডিভাইস কানেক্ট থাকতে হয় অন্যদিকে হোম নেটওয়ার্কে কয়েকটা ডিভাইস কানেক্ট থাকতে পারে। সুতরাং কাজের উপর ভিত্তি করে ওয়াইফাই সেট আপে ভিন্নতা আসতে পারে।
ওয়াই ফাই এর বিভিন্ন টার্ম সম্পর্কে জানলে খুব সহজেই বুঝতে পারা যায় হোম নেটওয়ার্কের জন্য কি দরকার এবং বিজনেস এর জন্য কি দরকার। তো আজকের এই টিউনে আমরা জানার চেষ্টা করব রাউটার কাকে বলে এবং ওয়ারলেস এক্সেস পয়েন্ট কাকে বলে।
রাউটার কী, সেটা বুঝতে হলে আগে আপনাকে জানতে হবে মডেম কী? সাধারণ ভাবে আপনি মডেমকে ইন্টারনেট এর গেটওয়ে হিসেবে ভাবতে পারেন। মডেম ছাড়া আপনি ইন্টারনেটে এক্সেস করতে পারবেন না। আর আমাদের ISP মূলত মডেম প্রোভাইড করে।
আর রাউটার গুলো ইথারনেট ক্যাবলের মাধ্যমে মডেমের সাথে কানেক্ট থাকে। যা ইন্টারনেটকে বিভিন্ন পোর্টে সরবারহ করে যার ফলে বিভিন্ন ডিভাইসে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি।
রাউটারের মাধ্যমে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়। রাউটারে যুক্ত সকল ডিভাইসে সেই নির্দিষ্ট ল্যানে কানেক্ট থাকে। আর LAN, মডেমের মাধ্যমে Wide Area Network বা WAN এ কানেক্ট থাকে।
সুতরাং বলা যায় রাউটার মডেম এবং হোম বা বিজনেস নেটওয়ার্কে কানেক্ট সকল ডিভাইসের মধ্যে ইন্টারমিডিয়ারি ডিভাইস হিসেবে কাজ করে। যদিও এমন অনেক রাউটার আছে যেগুলো ওয়ারড ইথারনেট কানেকশন অফার করে, তবে বেশিরভাগ ওয়াই ফাই রাউটারই ওয়ারলেস হয় যেখানে বিল্ড-ইন ভাবে Wireless Access Point যুক্ত থাকে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যদি রাউটারেই এক্সেস পয়েন্ট থাকবে তাহলে এক্সেস পয়েন্ট কেন একা বিক্রি হয়?
কোন ডিভাইস নির্দিষ্ট কোন LAN এ কানেক্ট হবার জন্য এক্সেস পয়েন্ট হিসেবে কাজ করে Wireless Access Point। তবে এটা অবশ্যই ইথারনেট ক্যাবলের মাধ্যমে রাউটারের সাথে কানেক্ট থাকে। Wireless Access Point এর কাজ হল ইথারনেট ক্যাবলের মাধ্যমে ওয়ারড সিগনাল ওয়ারলেস সিগনালে রূপান্তরিত করা।
বলা যায় রাউটার থেকে ওয়ারলেস ইন্টারনেট ব্যবহার করতে হলে অবশ্যই আপনার একটা আলাদা Wireless Access Point লাগবে অথবা সেই রাউটারে বিল্ড ইন এক্সেস পয়েন্ট থাকতে হবে।
Wireless Access Point অধিকাংশ সময় LAN এর কভারেজ বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। সেটা হতে পারে হোম নেটওয়ার্কে অথবা বড় বিজনেস ক্ষেত্রে। Wireless Access Point এর মাধ্যমে একই সাথে ইউজারের সংখ্যা বাড়ানো যায়।
একটা ওয়ারলেস রাউটার Wireless Access Point এর মত কাজ করতে পারে কিন্তু Acess Point কখনো রাউটারের কাজ করতে পারে না।
আপনি ওয়ারলেস রাউটার নেবেন নাকি রাউটারে এক্সেস পয়েন্ট যুক্ত করবেন এটা নিয়ে বাড়তি ভাবার দরকার নেই কারণ মডার্ন ওয়ারলেস রাউটার গুলোতে ওয়ারলেস নেটওয়ার্কের সব কিছুই দেয়া থাকে। সেখানে ইথারনেট পোর্ট, বিল্ড ইন এক্সেস পয়েন্টের সাথে ওয়ারলেস কানেকশন, এমনকি Firewall ও থাকে।
তবে আপনি অতিরিক্ত ওয়ারলেস এক্সেস পয়েন্ট আপনার সিস্টেমে যুক্ত করতে পারেন যদি আপনি কভারেজ রেঞ্জ বাড়াতে চান। তবে সেক্ষেত্রে লোকাল এরিয়া নেটওয়ার্ক ম্যানেজ করার জন্য রাউটার অবশ্যই লাগবে।
বিল্ড ইন এক্সেস পয়েন্ট ওয়ারলেস রাউটার গুলো অধিকাংশ হোম নেটওয়ার্ক বা ছোট বিজনেসের জন্য সেরা হবে। তবে যদি কভারেজ বাড়াতে চান যেমন একটা বিল্ডিং এর মাল্টিপল ফ্লোরে কভারেজ দিতে চান তাহলে কয়েকটা ওয়ারলেস এক্সেস পয়েন্ট ব্যবহার করতে পারেন।
তবে হোম নেটওয়ার্কের ক্ষেত্রে কভারেজ কম পেলেই এক্সেস পয়েন্ট কেনার কথা ভাবার দরকার নেই। কারণ বিল্ড-ইন ওয়ারলেস রাউটার গুলোও যথেষ্ট শক্তিশালী হয়ে থাকে। আগে রাউটার চেক করুন, ISP এর সাথে যোগাযোগ করুন যদি ইন্টারনেট স্পীড কম হয়।
মুল কথা হচ্ছে যদি আপনার রাউটারে বিল্ড ইন ওয়ারলেস এক্সেস পয়েন্ট থাকে তাহলে, অন্তত হোম নেটওয়ার্কের জন্য আলাদা ওয়ারলেস এক্সেস পয়েন্ট কেনার দরকার নেই। তবে বড় বিজনেস এবং অফিসের ক্ষেত্রে কভারেজ বাড়াতে আপনি Wireless Access Point ব্যবহার করতে পারেন।
তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 585 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।