25G Multi Gig পোর্ট কী? এটা কীভাবে কাজ করে?

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

অধিকাংশ ইউজারের কাছে 1Gbps ইন্টারনেট স্পীডই যথেষ্ট কিন্তু অফিস বা হোম নেটওয়ার্ক, যেখানে সিঙ্গেল কানেকশনে মাল্টিপল ইউজার ব্যবহার করে সেখানে ১ জিবি সব সময় যথেষ্ট নয়। আর এই সমস্যায় Multi-Gig কানেকশনের উৎপত্তি।

Multi Gig কানেকশন 1Gbps এর উপরে নেট স্পিড দেয়। একটি 2.5G Multi Gig কানেকশন 2.5Gpbs এর উপরে স্পিড দিতে পারে। 2.5G Multi-Gig কানেকশন পেতে হলে আপনার সাপোর্টেড নেটওয়ার্ক কার্ড, এবং একটি 2.5G Multi Gig সুইচ পোর্ট লাগবে।

2.5G Multi Gig পোর্ট কী?

2.5G Multi Gig পোর্ট কী জানার আগে আপনার বুঝতে হবে Multi Gig পোর্ট কী? Multi Gig পোর্ট একটি ইথারনেট স্ট্যান্ডার্ড পোর্ট যার স্পীড রেঞ্জ 1Gbps থেকে 10Gbps। বিদ্যমান 1Gbps পোর্টের স্পিড 1Gbps পর্যন্তই থাকে বা 10Gbps পোর্টের স্পিড 10Gbps পর্যন্ত থাকে। কিন্তু Multi Gig পোর্ট 1Gbps থেকে 10Gbps পর্যন্ত স্পিড সাপোর্ট করে।

একই ভাবে 2.5 Gigabit Multi-Gig পোর্ট 10Mbps থেকে 2.5Gbps পর্যন্ত স্পীড সাপোর্ট করে। সুতরাং আপনার রাউটারের যদি 2.5G Multi Gig পোর্ট থাকে তাহলে এটি, 10Mbps, 100Mbps, 1Gbps, এবং 2.5Gbps স্পিড সাপোর্ট করবে।

2.5G Multi Gig পোর্টের সুবিধা

Multi-Gig পোর্ট সাপোর্ট নেটওয়ার্ক ডিভাইস গুলো সময়ের সাথে সাথে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে আপনি যদি এই স্পিডের সুবিধা পেতে চান তাহলে আপনার সেই হার্ডওয়্যার থাকতে হবে।

আপনি যদি একটি Network Aattached Storage (NAS) ডিভাইস যা 2.5Gbps স্পিড দিতে পারে, 10 Gigabit রাউটারের সাথে কানেক্ট করেন তাহলে এটা 1Gbps পর্যন্তই রান হতে পারবে। কারণ এই NAS, 10 Gbps তে পৌছাতে পারবে না এবং 10 Gig সুইচ পোর্ট, কখনো Multi-Gig পোর্টের মত স্পিড দিতে পারবে না।

2.5G Multi-Gig পোর্ট ইন্টারমিডিয়েট স্পিড সাপোর্ট করে সুতরাং আপনার নেটওয়ার্ক ডিভাইস কোন ধরনের লিমিটেশন ছাড়াই তাদের ডেজিগনেট স্পীডে চলতে পারবে। এর আরেকটা সুবিধা হল আপনার যদি ইতিমধ্যে, Cat5E এবং Cat6 ক্যাবল থাকে তাহলেও হবে আপনাকে নতুন কোন ক্যাবল কিনতে হবে না।

কীভাবে বুঝবেন আপনার ইন্টারনেট বা হোম নেটওয়ার্ক Multi Gig স্পীড সাপোর্ট করে কিনা

আপনার নেটওয়ার্ক Multi-Gig কানেকশন সাপোর্ট করবে কিনা সেটা আপনি হার্ডওয়্যার বা ইন্টারনেট চেক করে বুঝতে পারেন। তবে ইতিমধ্যে আপনার Multi-Gig কানেকশন থাকলে এই পার্টটা স্কিপ করতে পারেন।

প্রথমে আমরা দেখব নেটওয়ার্ক কার্ড মাল্টি গিগ স্পীড সাপোর্ট করে কিনা। এর জন্য নেটওয়ার্ক কার্ডের মডেল লিখে গুগলে লিখে সার্চ করুন এবং স্পেসিফিকেশন মিলিয়ে নেন।

Windows 10 এবং Windows 11, এ নেটওয়ার্ক কার্ডের মডেল Device Manager এ পেয়ে যাবেন। Windows key + R, এক সাথে চেপে Run কমান্ড অন করুন এবং devmgmt.msc লিখে এন্টার দিন। Network adapters এ যান এবং মডেল নাম্বার নোট করুন।

আপনার যদি ল্যাপটপ হয় তাহলে Wireless Card এর মডেল নাম্বার নোট করুন। macOS এর ক্ষেত্রে to Apple menu > About This Mac > System Report > Interfaces এ যান সেখানে নেটওয়ার্ক কার্ডের টাইপ দেখতে পারবেন।

Linux, এর ক্ষেত্রে lshw -c network কামান্ডটি দিন এবং এন্টার দিন। এখানে আপনার কনফিগারেশন অনুযায়ী একটা Sudo এড করা লাগতে পারে।

নেটওয়ার্ক কার্ডের মডেল ইন্টারনেটে সার্চ দিন এবং দেখুন Multi-Gig স্পিড সাপোর্ট করে কিনা।

দ্বিতীয় আপনার একটি রাউটার লাগবে যা Multi-Gig পোর্ট সাপোর্ট করে। এক্ষেত্রেও আপনার রাউটারের মডেল নাম্বার লিখে সার্চ দিন এবং দেখুন সেটায় Multi-Gig পোর্ট সাপোর্ট করে কিনা। সাধারণত রাউটারের পেছন দিকে মডেল নাম্বার প্রিন্ট করা থাকে।

তৃতীয়ত, Multi-Gig ইন্টারনেট এর জন্য আপনার একটি Multi-Gig ইন্টারনেট প্ল্যান লাগবে। তবে এই ধরনের ইন্টারনেট প্ল্যান এতটা সহজলভ্যও নয়, অধিকাংশ ISP এই প্যাকেজ অফার করে না অথবা লিমিটেড কাউকে অফার করে।

Multi-Gig ইন্টারনেট বাদে একটি Multi-Gig হোম নেটওয়ার্ক সেট আপ করা অনেক সহজ যদি আপনার কাছে Cat5E অথবা উচ্চ মানের ইথারনেট ক্যাবল বা উপযুক্ত হার্ডওয়্যার থাকে।

শেষ কথা

বর্তমানে, Multi-Gig কানেকশন শুধু মাত্র কর্পোরেশন এবং বড় টেক কোম্পানির গুলোর জন্য এভেইলেবল। তবে ISP নির্দিষ্ট এরিয়াতে এই সেবা প্রদান করতেও পারে। সুতরাং আপনাকে মেইনস্ট্রীমে এই সুবিধা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

আর এভারেজ ইউজার হলে যেমন শুধু মাত্র 4K মুভি স্ট্রিম বা ক্লাউড গেমিং সার্ভিসের জন্য 1Gbps কানেকশন স্পীড যথেষ্ট।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস