Firefox এর দারুন কিছু Extenstions, একবার ইন্সটল করে দেখুন কাজে আসতে পারে।

প্রথমে টেকটিউনের সকল পাঠক, লেখক ও কতৃপক্ষকে জানায় ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন কাতাচ্ছেন আপনাদের ঈদ আনন্দ , আসা করি প্রিয় মানুষকে নিয়ে ভাল আছেন, সবসময় ভাল থাকেন এই কামনা করি।

গত GoogleChromen Extensions এর টিউটিতে তেমন কোন মন্তব্য পাইলাম না। মনে হয় সবাই রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে। আমি আপনাদের জন্য কাজের ফাঁকে ফাঁকে ছোট একটা টিউন করার জন্য চেষ্টা করি। কিন্তু টিউনটি করার পর তেমন কোন মন্তব্য পাইনা। আমার মনে হয় আপনাদের উপকার আসেনা। ছোট একটাই মন্তব্যই পারে নতুন নতুন টিউন করার উৎসাহ। যাই হোক আমি গত টিউনের লাস্ট লাইনেই বলেছি যে, তুমি যতটুকু জানো তা সবার মাঝে ছড়িয়ে দাও, তাতে তোমার কমতি হবে না। তাই আবারও আপনাদের জন্য আজ নিয়ে এসেছি Firefox Extensions.

আবার ক্ষমা চেয়ে নিচ্ছি বিস্তারিত লিখতে না পারার জন্য। কারন এ টিউনটি অনেক সময় লাগবে বলে। আর কথাও ভুল ভ্রান্তি হলে ক্ষমা চাই।

1. Video downloadHelper. এর মাধ্যমে সহজে ভিডিও Dwonload এবং youTube এর মত সাইট থেকে Web Videos কনভার্ট করা যায়।

এটি অডিও এবং ছবি গ্যালারীর জন্য ও কাজ করে।

2. adbolck Plus. আপনি যদি advertis, tracking, banners জন্য খুবই বিরক্তবদ করেন, তাহলে আপনি Adblock Plus দ্বারা আপনি আপনার বিরক্ত কর সাইতগুলো নিয়ন্ত্রণ করতে পারেন।

3. YouTube Music Player.

YouTube Music Player Settings

4. ApFast Dial. Visual bookmarks.

Prefeneces

5. Social Friend Finder ( SFF) .

6. Foxy Seo Tool.

7. Kid Mode - FireFox For Kids.

8. Google Enhancer. (SEO) Improves Google search results by adding
site-icons,
results numbering,
keyword highlighting,
quick selection to search by date, by language and by file-type.
More options available.
Removes Google annoyances as -Instant or -Suggest.

9. TabCorral.

10. Fox Tab.

 

 

 

 

3D in your browser! FoxTab brings innovative 3D functionality to your Firefox.

11. Google Sharing. GoogleSharing সিস্টেমের জন্য ফায়ারফক্স Addon অন্যতম।

12. Google DeTwitter. বিরক্তিকর গুগল ফলাফল থেকে টুইটার ফলাফল Removes করা।

13. Im Translator. ImTranslator provides the most convenient access to the online translator for over 50 language. ImTranslator includes online translator, dictionary, text to speech, virtual keyboard, spell checker, russian decoder, back traslation , email service.



15. Facebook PhotoZoom.

16. Fire.FM.

17. SimilarWeb.


18. Xultris.

19. Integrated Gmail. Gmail, Google Calendar, Google Reader, gmail labs, আপনার প্রয়োজনীয় সব কিছু একজায়গায় পাবেন।

 

 

 

 

20. FireFox Stylish. এটি Restyle ওয়েব, এটি ব্যবহার কারীর জন্য Styles manager. আপনাকে সহজে গুগল, ফেসবুক, ইউটিউব, অরকুট, এর থিম পরিবর্তন করতে পারবেন এটি ইন্সটল করার পর। ফায়ারফক্স এবং অন্যান্য প্রোগ্রাম এর কাস্তমাইজ করতে পারবেন।

 

 

 

 

21. TeaTimer. আমরা অনেক সময় কম্পিউটার এ কাজ করতে করতে টাইম মত চা পান করা ,খাওয়া দাওয়া, বা চোখের রেস্ট নেওয়া ভুলে যায়। এখন থেকে আপনাকে ফায়ারফক্স TeaTime তা মনে করিয়ে দিবে। কখন কি করতে হবে।

 

 

 

 

22. FlagFox.

23. "Lass Spam, please" _ FireFox Add On.

23. WhoisDomain – All In One Site Lookup.

24. Google Shortener.

25. Easy YouTube Downloader 4.

26. WordPress ToolBar. WordPress Toolbar is a simple tool that provides you an easy to use toolbar for administration of your WordPress Blog.

27. Destroy The Web.

28. Web Developer's Toolbox.

29. Cooliris – Pure Multimedia Awesomeness for Firefox!

30. FireGox এর কিছু Thems. Download করে নিন।
Chromifox Extreme. macfox NOSTALGIA. Silvermel. FennecFox. SKY. Sky Pilot Classic. Nuri. iAqua. MX3. QSQ. AvantGarde. BlackX. Utopia FFSE White. Nautipolis for Firefox. Facebook. Royal Blue. Blue Fox. Afterglow. FXOpera.

আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক। কোরআন ও হাদিস পডুন। আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব। একটু দেখেন....

( COME TO LEARN GO TO SERVE )

যদি আপনার এ টিউনটি ভাল লাগে তাহলে Comment করেন, আগামি টিউনে Opera Extensions পেতে।

Level New

আমি মোঃ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 783 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i have not interested to give my biographical information.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার অনেকগুলো প্রিয় এড-অন এখানে আছে। 😀
জটিল টিউন হয়েছে।
মজিলা রক্স!! :mrgreen:

    Level New

    হাসান যোবায়ের ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ Comment করার জন্য। কষ্ট করে টিউন করি কিন্তু মন্তব্য পাই না। আমার মনে হয় টিউনগুলো সবার কাজে আসে না বা ভাল লাগে না।

      ভাই মন খারাপ করার কিছু নেই। নতুন টিউনার হলে এমনিতেই একটু কম মন্তব্য পাওয়া যায়।
      ব্যাপার না। নিয়মিত টিউন করতে থাকুন দেখবেন অনেক মন্তব্য পাচ্ছেন।

Level 0

ভাইয়া, দয়া করে মন্তব্য পান না বলে টিউন করা বন্ধ করে দিবেন না। আমরা অনেকেই হয়তো উপকৃত হই কিন্ত সেটা লগইন করে বলার সময় হয়ে ওঠে না। আপনার টিউনটি সত্যিই সুন্দর। ধন্যবাদ। 🙂

    Level New

    Numb ভাই ধন্যবাদ আপনি সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনারা মন্তব্য না করলে কিভাবে বুঝব টিউনটি ভালমন্দ হয়েছে। আর একটি টিউন লিখা ৯৫% শেষ। দোয়া করবেন কাল যাতে সেতাও প্রচার করতে পারি টেকটিউনে।

আল্ট্রা গুড
ধন্যবাদ

চরম ভাল
তাই দুই বার কমেন্ট করলাম
don’t mind

    Level New

    ম্যাকসন স্পিন ধন্যবাদ Comment করার জন্য।

আচ্ছা আর একটু বিস্তারিত ভাবে টিউন করলে ভাল হত না?
মানে কোনটার কি কাজ, এটা যদি একটু বুঝাইয়া বলতেন।

    Level New

    abdus salam 120 ভাই প্রথমে ধন্যবাদ মন্তব্য করার জন্য। ভাই আমি অফিস এ চাকুরি করি। কাজের ফাঁকে ফাঁকে লিখার চেষ্টা করি। আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে সময়ের কারনে বিস্তারিত লিখতে পারব না। এতটুকু লিখতে আমার সময় লেগেছে ৭ ঘণ্টা।

Level New

khub valo hoiche.nirash hben na
chalai jan .

    Level New

    handinoyan ভাই ধন্যবাদ ও ইদের শুভেচ্ছা মন্তব্য করার জন্য।

Level 0

চরম হইছে।

    Level New

    force চরম মন্তব্য।

joss hoiche vai..ami to akhon danche kormu..sorry vai banglish comment korar jonno

    Level New

    ধোঁয়াটে বরফ ভাই ধন্যবাদ মন্তব্য করার জন্য , দেঞ্চ করে পা ভেঙ্গেন না। এখন হাঁসপাতালে ডাক্তার এর অভাব।

Level 0

MD.AL MAMUN ভাই,টিউনের জন্য , আশা করি সামনে আর নতুন কিছু পাব ধন্যবাদ ।

    Level New

    (balobashe)2 তাই টিউন করি। আজকেও আরেকটি টিউন লিখলাম এবং প্রচার করলাম। কেমন হল তা জানান আরও টিউন পেতে। তা দেখতে আমার প্রোফাইল দেখেন।

ধন্যবাদ ভাই

    Level New

    ashrafulbright ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Level 2

খুব ভাল হয়েছে। অনেক গুলো এডঅন্স এর লিঙ্ক আছে।সময় সুযোগ করে ইন্সটল দেওা জাবে।ধন্যবাদ।

    Level New

    chayapoth ভাই ধন্যবাদ Comment করার জন্য। আপনাদের জন্যই আমাদের টিউন। তিউন্তিউন যত দিন ততদিন এ টি টি ততদিনই কাজে আসবে।

খুব ভালো কাজ করেছেন এত গুলো অ্যাড অন একসাথে দিয়ে। সবার এতে খুব সুবিধা হবে। আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার এত মূল্যবান সময় নষ্ট করে এই টিউন টা লিখেছেন। ভালো থাকবেন।

    Level New

    ভগিরথ দাস ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ Comment করার জন্য। মানুষের উপকারের জন্য কিছু সময় ব্যয় করা, আমাদের সকলের কর্তব্য।

ভাই,সরাসরি প্রিয়তে নিলাম,আবার পিডিএফ হিসেবে সংরক্ষন করলাম।

    Level New

    সৌিমক ভাই আপনাকে ধন্যবাদ মন্তব্য এবং প্রিয়তে নেওয়ার জন্য।

Level 0

thank you

GOOD

Level 0

ভাইয়া ফেসবুকের লগিন পেইজ কিভাবে পালটাবো এক্ত বলেন।

ভাইয়া ২০ নম্বরটা একটু দেখিয়ে দেন কিভাবে theme change করব। প্লিজ….