কিভাবে Liberty Reserve হ্যাক থেকে বাঁচবেন

অনেকেই ইদানিং অভিযোগ করছেন তাদের বা তাদের বন্ধুদের Liberty Reserve অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে।
তাই এই পোস্টটি করলাম কিভাবে আপনার Liberty Reserve অ্যাকাউন্টটি আরও সেফ রাখতে পারেন।

হ্যাকিং থেকে বাঁচার উপায়ঃ

  • Phishing সাইট থেকে সাবধান থাকুন।
  • IP Security এনাবল রাখুন।

IP Security কি?

IP Security হল Liberty Reserve এর একটি সুবিধা যা ব্যবহার করে আপনি আপনার অ্যাকাউন্টটিকে হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারেন। আপনার IP Security এনাবল থাকলে অন্য IP থেকে কেউ আপনার Liberty Reserve অ্যাকাউন্ট access করতে পারবে না। আপনার কম্পিউটার ব্যাতিত অন্য কোন IP থেকে Liberty Reserve এ লগিন করতে গেলেই ইমেইল একটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে দেয়া হবে। হ্যাকার সেই কোডটি না পেলে কখনই আপনার অ্যাকাউন্টে লগিন করতে পারবে না। আপনার পাসওয়ার্ড এবং পিনও যদি সে জেনে থাকে, তবুও কোনভাবে লগিন করতে পারবে না। সেইক্ষেত্রে শুধুমাত্র আপনার ইমেইল access করতে পারলেই আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে। তাই আপনাকে আপনার ইমেইলও নিরাপদ রাখতে হবে। তাই এমন একটি ইমেইল দিয়ে Liberty Reserve অ্যাকাউন্ট ওপেন করুন যেটার কথা আপনি ছাড়া কেউ জানে না এবং Liberty Reserve অ্যাকাউন্ট খোলা ব্যাতিত অন্য কোন কাজে তা ব্যবহার করা হয়নি এবং হবে না। সেই ক্ষেত্রে আপনার Liberty Reserve অ্যাকাউন্টের ইমেইল হ্যাকার কখনো জানতে পারবে না এবং আপনার LR অ্যাকাউন্টও কখনো হ্যাক করতে পারবে না।

কিভাবে IP Security এনাবল করবেন?

আপনার Liberty Reserve অ্যাকাউন্টে লগিন করুন। লগিন করার পর "Account" ট্যাবে 'Services Status" মেনুটি দেখতে পাবেন।

ছবি পোস্ট করা হয়েছে

IP Security অপশনটি ডিজেবল রয়েছে। IP Secirity তে ক্লিক করে অপশনটি এনাবল করুন।

ছবি পোস্ট করা হয়েছে

এখান থেকে "High (any change of IP address)" সিলেক্ট করুন। তারপর "Master Key" দিয়ে সাবমিট করুন।

তারপর আবার "account" ট্যাবে ফিরে আসুন। দেখুন আপনার IP Security এখন এনাবল এবং আপনি সেফ।

ছবি পোস্ট করা হয়েছে

এমন একটি ইমেইল দিয়ে Liberty Reserve অ্যাকাউন্ট ওপেন করুন যেটার কথা আপনি ছাড়া কেউ জানে না এবং Liberty Reserve অ্যাকাউন্ট খোলা ব্যাতিত অন্য কোন কাজে তা ব্যবহার করা হয়নি এবং হবে না। সেই ক্ষেত্রে আপনার Liberty Reserve অ্যাকাউন্টের ইমেইল হ্যাকার কখনো জানতে পারবে না এবং আপনার LR অ্যাকাউন্টও কখনো হ্যাক করতে পারবে না।

১ম প্রকাশঃ BDPIPS.COM - ফরেক্স নিয়েই সবকিছু

Level 0

আমি তানভীর জেড আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ameture Forex Trader!!! Moderator @ BDPIPS.COM


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । অনেকের উপকার হবে ।

    @ভয়ঙ্কর মৃত্যু: গত কয়েকদিনে অনেকের কাছে শুনলাম যে লিবার্টি রিসার্ভ হ্যাক হচ্ছে। তাই সচেতনতা মুলক এই টিউনটি করা। আপনাকে ধন্যবাদ।