হ্যাকারদের মেইল – Gmail Yahoo Yandex এগুলো মেইল নামতো অনেক শুনেছেন হ্যাক্যার দের মেইলের নাম কি জানেনর?

অবাক হলেন হ্যাকারদের আবার ইমেল হয় নাকি। সে আবার কেমন মেইল। ৯৫% সাধারন মানুষদের এই অ্যাকাউন্ট নেই জানতে পুরো টিউনস পড়ুন।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন অনেক দিন পর আসলাম তবে চলুন শুরু করা যাক-কি হেড লাইন দেখে অবাক হলেন। হ্যা অবাক হবারেই মত হ্যাকারে দেরো একটা গপোন জায়জা আছে। সেটা হলো ডিপ ওয়েব বা ড্রাক ওয়েব। আপিনি চাইলেই ডিপ ওয়েবে যে কোন ব্রাউজার ‍দিয়ে প্রবেশ করতে পারবেন না। ডিপ ওয়েবে প্রবেশ করতে হবে আপনাকে ব্যবহার করতে হবে  নির্দিষ্ট একটি ব্রাউজার সেটা হলো টর ব্রাউজার। টর ব্রাউজার ছাড়া আপনি ডিপ ওয়েবে প্রবেশ করতে পারবেন না। এটা তো গেলো প্রশেব করা নিয়ে। টপিক ছিলো হ্যাকারদের ইমেল। হ্যাকার রা কেন কি কারনে ব্যবহার করে?

হ্যাকার রা যে মেইল ব্যবহার করে সেটা নাম হলো জাবের মেইল অ্যাকাউন্ট। প্রশ্ন করতেই পারেন এই মেইল টা কেন ব্যবহার করে। আমি নিজেই দীর্ঘ দিন ধরে লিনাক্স ব্যবহার করে আসতে ছি সেই স্টাডি থেকে গবেষণা করে বের করেছি।  সব উত্তর দিচ্ছি এক এক করে। আপনি যখন টর ব্রাউজার দিয়ে তাদের  নেটওর্য়াকে প্রবেশ করবেন  যখন আপনার এই বিশেষ মেইল ছাড়া প্রবেশ করতেই পারবেন না। এই মেইলটা তারা বাধ্যতা মূলক করে রেছে ব্যবহারে। এজন্য জোর দিয়ে বলা যেতে পারে অধিকাংশ হ্যাকারার এই মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে। এতে পাঠানো মেইল অনেক বেশি নিরাপদ বলে মনে করা হয়। এখন জানবো বিস্তারিত জাবের মেইল সম্পর্কে -

জাবের মেইল-

জবের মেইলে ব্যবহার কারীদের জন্য ১০ টি এউজার ডোমেইন দিয়ে রেখেছে, আপনি আপনার পছনের টি বেচে নিতে পারবেন।

জাবের মেইল ডোমেইন নাম তালিকা -

  1. @jabber.hot-chilli.net
  2. @jabber.hot-chilli.eu
  3. @hot-chilli.net
  4. @hot-chilli.eu
  5. @im.hot-chilli.net
  6. @im.hot-chilli.eu
  7. @jabb3r.de
  8. @jabb3r.org
  9. @jabber-hosting.de
  10. @xmpp-hosting.de

 

তবে চলুন দেখা যাক কি করে জবের মেইল অ্যাকাউন্ট খুলবেন-

জাবের মেইল ওয়েক সাইট- জাবের মেইল

 

jaber mail home screen

 

 

প্রবেশ করলে আপনি এমন একটি ইন্টারফেশ দেখতে পাবেন।

 

jaber mail 2

 

১ নাম্বার ঘরটিতে আপনার ইউজার নেম দিবেন যেটা আপনার ভালো লাগে

২ নাম্বার কাজটি হলো পছন্দের ডোমেইন বেছে নিবেন, এটিই আপনার মেইল অ্যাড্রেস হবে।

jaber mail

 

তারপর ৩, ৪ নাম্বারে আপনার পাসওর্য়াড দিবেন।

৫ নাম্বার অপশনটি অপশনাল মেইল অ্যাড্রেস দেওয়া, দিলে দিতে পারে না হলে নেই, দিলেই ভালো পরবর্তী কোন সমস্যা হলে রিকভারি করতে পরবেন।

last option jaber mail

 

তারপর ক্যাপসার কোড দিন এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন বেস খোলা হয়ে গেল আপনা মেইল অ্যাকাউন্ট। ডিপ ওয়েবের এখন অনেক সাইটে এটি ব্যবহার করতে পারবেন।

 

ভালো লাগলে জানেব কোন প্রশ্ন থাকলে জানাবেন। আর সময় পেলে ঘুরে আসতে পারেন আমার  Wikipad.org থেকে।

Level 0

আমি Owls। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস