Google Chrome ধীর গতি ও কম নেটওয়ার্ক বিশিষ্ট ব্যাবহারকারীদের জন্য

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন। আশাকরি ভালই আছেন। আমিও ভাল আছি আপনাদের ভালবাসা ও শুভকামনায়। চারদিকে বিরাজ করসে থমথমে আবহাওয়া । যেকোনো সময় তুফান বা ঝড় এসে লন্ডভন্ড করে দিতে পারে বাড়ি ঘর। আমি থাকি যমুনা সংলগ্ন এলাকা সিরাজগঞ্জে। আমার এলাকার সবার জন্য দোয়া করবেন,যাতে ঝড়ের গতিবেগ একটু কম হয়। ঝড় না হলে তো আরও ভাল হবে।

 

 

 

 

আপনারা মনে হয় একটু বিরক্ত হচ্ছেন এত কথা বলসি, আসল কথা বলসি না।তাই আর কথা বলবো না আসল এবার কথা বলি। যারা slow speed ও কম নেটওয়ার্ক বিশিষ্ট এলাকার ব্যবহারকারি তারা এখন থেকে অন্য ব্রাউজার বাদ দিয়ে Google Chrome! ব্রাউজার ব্যবহার করুন অনেক ভাল ফল পাবেন। আমি আমার কলেজের প্রায় ১০ জনকে বলি Google Chrome! ব্যবহার করতে। কেননা আমি এটা ব্যাবহার করে অনেক সুফল পেইয়েসি। ১০ জনই আমাকে ধন্যবাদ জানায় এবং বলে তাদের অনেক উপকার হয়েসে। তাই চিন্তা করলাম আপনারা আবার উপকার থেকে বাদ যাবেন কেন। যারা Google Chrome! ব্যবহার করেন তাদেরকে আমিও ধন্যবাদ জানাই, যারা ব্যবহার করেন তাদের জন্য এই টুইটস না। আর যারা ব্যবহার করেন না তাদের বলসি, স্পীড বাড়ানোর জন্য Google Chrome! এর পাশাপাশি অন্য কোন সফট ব্যাবহার করতে হবেনা।

 

 

 

 

গুগল ক্রোমের স্পিডের পাশা পাশি মজার একটি ফিচার হচ্ছে স্পিড ডায়াল, আপনি যে সকল সাইটে সবচেয়ে বেশি প্রবেশ করেন সেগুলোর থাম্বানাইল হোম পেইজে থাকবে। ফলে সহজেই আপনার পছন্দের সাইট ভিজিট করতে পারবেন।
তাই আর দেরি না করে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে গিয়ে Accept and Install এ কিল্ক করুন।

 

 

 

 

Download link:Google Chrome!

সবাই ভাল থাকবেন । নিজের শরীরের জত্ন নিবেন। তারাতারি বিছানায় যাবেন

এটি প্রথমে প্রকাশিত হয়েসে techtweets.com.bd

Level 0

আমি zahid hassan@। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল লাগে বৃষ্টিতে ভিজতে , আর সাথে যদি পাশের বাড়ির মেয়েটি থাকে তাহলে তো কথাই নেই, ভাল লাগার সীমা ছাড়িয়ে যায় । আগুলোর চেয়ে বেশি ভাল লাগে কম্পিউটারের সাথে গল্প করতে ।আমার ফেসবুকঃ http://www.facebook.com/home.php#!/profile.php?id=100001514299668


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যমুনা সংলগ্ন এলাকা সিরাজগঞ্জ থেকে কি লেখলা ভাই? Google Chrome! চিনেনা এরকম কি কেউ আছে?
টিউনের শেষে লিখছ তারাতারি বিছানায় যাবেন, এইটা কাজে লাগতে পারে 😉
যাইহোক আরও ভালো কিছু লিখবার চেষ্টা করবা আশা রাখি

    ভাই রে নাম তো সবাই সুনেসে কিন্তু ব্যাবহার কয়জন করেসে। অনেকেই যাতে ব্যাবহার করে এজন্য এই টিউন । ঠিক আছে আরও ভাল কিছু লেখার চেষ্টা করব , ধন্যবাদ

Level 3

………… জত্ন নিবেন।

…………..তারাতারি বিছানায় যাবেন

কোথা থেকে যে এইসব অর্ধশিক্ষিত রা এখানে আসে আমি বুঝিনা।
এরা এটা শিখে নাই যে মুখের কথার ভাষা আর লিখিত ভাষা এক না।এরা কি পেপার পত্রিকাও পড়ে টড়েনা?

    Level 0

    যাই হোক এভাবে অপমানের কি আছে ?? ভালো করে বললেই পারেন 🙂

    @ mnreza,
    টিউনার zahid hassan@ ভাষার ব্যবহারে ব বানানে ভুল করেছে, তাইবলে আপনি যে ভাষায় মন্তব্য করলেন সেটা কি কাম্য?

    টেকটিউনসকে সামু ভাবলে ভুল হবে, সবসময় ভদ্র ভাবে কথা বলবেন।

    @ mnreza >>> সুশিক্ষিত মানেই স্বশিক্ষিত নয়…

    @ zahid hassan@ >>> ঝড় না হোক- এই দোয়া করছি…

    Level 2

    valo vabe comment korar chesta korun. tuner k sahosh din valo tune korar jonno. avabe kharab vashai comment korben na

    Level 2

    mmreza Vai avabe bolte hoyna. Akjon akta banan vul korechen bole apni take ordho shikkhoto bolben ata kemon kotha? Vai apni to bojhiyeo bolte parten j apnar bananer bepare r akto socheton howa ochit. Asa kori possetively niben..

    Level 2

    mnreza vai, avabe bolte hoyna. ak jon Tuner akta banan vul korechen tate apni take ordho shikkhoto bolben ata kemon kotha holo vai? Kono porno shikkhoto lok to kono Tuner k avabe opoman korbe na..

    Level 0

    @mnreza.— আপনি নিজেই তো সবচেয়ে বড় দাধার পরিচয় দিলেন।

    আগে মন্তব্য করতে শিখুন পরে মন্তব্য করুন।

    mnreza কথায় আছে খালি কলসি বাজে বেশি। অভ্র দিয়ে লিখলে অনেক বানান ভুল হয়। (এটা শুধু আমার না সকল টিউনারের)। আপনাকে দেখে তো আমার সিনিয়র ই মনে হচ্ছে । কয়টা টিউন করেসেন। এত বড় বড় কথা বলছেন । আর আমাকে ভাষা শিখতে বলছেন। আগে আপনার ভাষা ঠিক করুন। আমি যদি অর্ধশিক্ষিত হই তাহলে আপনি আমার চেয়ে নিম্নতর (আপনার লেখার ধরন দেখে বোজা যাচ্ছে)। যাই হোক আপনার সাথে আমি কথা কাটা কাটি করতে চাইনা। অনেক ঝড় হয়েসে । আজ এই মাত্র কারেন্ট আসলো। আমার ভাষা যদি খারাপ হয় তাহলে আমি টিউন করা বাদ দিয়ে দেব।

জাহিদ হাসান (নামের বানান ভুল হলে তার জন্য দুখিঃত), তোমাকে তুমি করেই বলি কারন এখনো তুমি কলেজের গন্ডি পারক হওনি। আমার মনে হয় তুমি ফায়ার ফক্স ব্যবহার করলে ভাল করবে। কারণ ক্রোম এখোনো ফায়ার ফক্সের কাছে বাচ্চা। পরীক্ষা করার জন্য এই টেকটিউন ওয়েবসাইটটি ক্রোম ও ফায়ার ফক্সে ওপেন করে তার সময় দেখো; আশা করি ফায়ার ফক্স এগিয়ে থাকবে। আর একটা ব্যপার ক্রোমে গুগল টুলবার ব্যবহার করা যায়না যা ফায়ার ফক্সে ব্যবহার করা যায়। এবং খুব সহজেই আমার প্রিয় বুকমার্কে আমি চলে যেতে পারি। আর এটা অনেক নিরাপদ কারণ গুগল টুলবারে কেবল আমিই সাইন ইন করে ঢুকছি। আশা করি তোমার কাছ থেকে আগামিতে আরও ভাল লেখা দেখতে পারবো।

জাহিদ হাসান (নামের বানান ভুল হলে তার জন্য দুখিঃত), তোমাকে তুমি করেই বলি কারন এখনো তুমি কলেজের গন্ডি পার হওনি। আমার মনে হয় তুমি ফায়ার ফক্স ব্যবহার করলে ভাল করবে। কারণ ক্রোম এখোনো ফায়ার ফক্সের কাছে বাচ্চা। পরীক্ষা করার জন্য এই টেকটিউন ওয়েবসাইটটি ক্রোম ও ফায়ার ফক্সে ওপেন করে তার সময় দেখো; আশা করি ফায়ার ফক্স এগিয়ে থাকবে। আর একটা ব্যপার ক্রোমে গুগল টুলবার ব্যবহার করা যায়না যা ফায়ার ফক্সে ব্যবহার করা যায়। এবং খুব সহজেই আমার প্রিয় বুকমার্কে আমি চলে যেতে পারি। আর এটা অনেক নিরাপদ কারণ গুগল টুলবারে কেবল আমিই সাইন ইন করে ঢুকছি। আশা করি তোমার কাছ থেকে আগামিতে আরও ভাল লেখা দেখতে পারবো।

    Level 0

    আমিও একমত আপনার সাথে। ক্রোম আমার কোন কালেই ভাল লগেনি। ফায়ার ফক্স ইজ বস। 😀

    আবদুল বাকী ভাই কোন সমস্যা নেই আমাকে তুমি করে বলবেন । আপনি কোথায় থাকেন জানিনা।আপনার এলাকায় নেটের স্পীড কেমন আমার জানা নাই।আমার টিউনের শিরনাম Google Chrome ধীর গতি ও কম নেটওয়ার্ক বিশিষ্ট ব্যাবহারকারীদের জন্য । আপনি যদি শিরনামের আওতাভুক্ত না হন তাহলে আপনার ব্যাবহার করার দরকারনেই। আপনি ফায়ার ফক্সই ব্যবহার করেন। আর যদি শিরনামের আওতাভুক্ত হন তাহলে আমি বলব Google Chrome বেস্ট । ফায়ারফক্স এর মত এর রইয়েস সর্ট কাট । যদি না জানেন তাহলে জেনে নিন এখান থেকে http://techtweets.com.bd/web-internet/jakirbdl/2003 । মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।

ভাই কষ্ট করে টিউন টা লিখছেন তাই আপনাকে ধন্যবাদ 🙂

    আপনাকেও অনেক ধন্যবাদ। 😀

Level 0

Ekhane oneke onek rude kotha barta likhese, tai ami ulta palta kotha bole tomar mon kharap korbo na,ja likheso vaoi hoyese kintu Google crome er market share Firefox 4 ber houyar por onek kome gese, r tarporo Google Crome er theke Opera holo shobcheye speedy browser tai tomake ami tomar aro valo shubidhar jonne Firefox 4 use korar ahobban janai.

@Mnreza: Techtunes er amar mone hoi keu bhasha practice korte ashe na, tai bhasa niye shikkhar gorima na dekhiye tune e ki likha hoyese sheta niye kotha bolatai bhalo. Keu Tachtunes e bhasha shikhte ashe na, ekhane Bangla grammar r literature niye keu boyan shunte ashe na. Asha kori kotha mathai dhukese. Asha kori amar shikhkha niye abar kotha bolte ashben na karon apni jei hon apnar cheye ami beshi to kom shikkhito na. Dhonnobad!!

    Sohal ভাই আপনাকে ধন্যবাদ মতামতের জন্য।

টিউনের জন্য ধন্যবাদ। চালিয়ে যান……

@mnreza টিউনারের ভাষা ব্যবহারে ভুল ধরার আগে নিজের ব্যবহার ঠিক করুন। আপনিও তো আপনার নিজের বাড়ির ব্যবহারটাই এখানে প্রকাশ করলেন!

    আবু সায়েম ভাই আপনাকেও ধন্যবাদ। আপনি mnreza এর বেপারে ঠিক বলেছেন।

Level 0

ভাই, DOWNLOAD তো করলাম কিনতু browser এর language তো সব বাংলায়। এটাকে English এ করবো কেমনে???

    সেটিং এর মত একটা আইকন দেখতে পাচ্ছেন? ওইটা তে ক্লিক করেন , তারপর লেখা আছে "বিকল্পসমূহ" এইটা তে যান >> নতুন একটা ট্যাব খুলবে, তারপর বিকল্পসমূহ এর বাম পাশে "উন্নত বিকল্পগুলি" তারপর "ওয়েব সামগ্রী" এর ভিতর "ভাষা এবং বানান পরীক্ষা সেটিংস…" এ ক্লিক করুন >> তারপর এইখান থেকে ইংরেজি নির্বাচন করে বেরিয়ে আসুন । এবার ক্রোম বন্দ করে আবার চালু করুন দেখবেন ENGLISH হয়ে গেছে

    মারুফ আলাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ Turjo02 ভাই এর প্রশ্নের উত্তর দেয়ার জন্য। আসলে অনেক ঝড় হয়েসে। কারেন্ট ছিল না তাই উত্তর দিতে পারিনি। Turjo02 ভাই আশাকরি আপনার সমস্যা সমাধান হয়েছে ।

Level 0

আপনাকে ধন্যবাদ। আমি অবশ্য ফায়ার ফক্স, ক্রম, ওপেরা ব্যবহার করি। আমার কাছে ফায়ার ফক্সই সেরা। কারন এর ব্যবহার সরলতা, এড অন, গতি সবই সেরা। ক্রমের স্পিড ভাল কিন্তু মেনু বার, অনেক এড অন এর সিমাবদ্ধতা আছে। অপেরাও অনেক স্পিডি। ফায়ার ফক্সের একটিই সমস্যা সেটি হল চালু হতে বেশ সময় নেয়।
আল্লাহ আপনাদের মঙ্গল করুক।ধন্যবাদ।

অনেক আগে থেকেই Google Chrome ব্যবহার করছি আমার কাছে অনেক ভাল লাগে ।আমার কাছে সেরা Google Chrome ,ধন্যবাদ আপনাকে ।

    আপনাকেও অনেক ধন্যবাদ । আমার কাছে সেরা Google Chrome ।

দুধের বাচ্চারাও এটা ব্যাবহার করেছে।

ভাই কিছু মনে কইরেন না। এত্ত সিলি ব্যাপারে টিউন করার দরকার আছে কি? টিটির পোস্ট যত বাড়ে, দরকারি জিনিস খুজে বের করতে তত সমস্যা হয়। আশা করি দরকারি বিষয় নিয়ে টিউন করবেন। শুভ কামনা আপনার জন্য।